ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিকাশ করার নিয়ম ২০২২ । যে সকল কোম্পানির ইন্সুরেন্স ফি বিকাশ করা যায়

খুব সহজে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিকাশ করুন!আপনি আছেন- প্রোডাক্ট ও সার্ভিসইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ নিয়ে আর নয় ঝক্কি-ঝামেলা! ঘরে বসে সহজেই ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম পরিশোধ করুন বিকাশ অ্যাপে – ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিকাশ করার নিয়ম ২০২২

প্রিমিয়াম বিকাশ কেন করবে? –  ঘণ্টার পর ঘণ্টা লাইনে না দাঁড়িয়ে সহজেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিকাশ করুন। বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে প্রিমিয়াম পেমেন্ট করুন মুহূর্তেই। প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নয়। বিকাশ অ্যাপেই পাওয়া যাবে প্রিমিয়াম পেমেন্টের ডিজিটাল রিসিট।

প্রিমিয়াম পরিশোধে কি কোন চার্জ কাটবে? হ্যাঁ কাটবে। বিকাশ আপানার হয়ে উক্ত প্রতিষ্ঠানে প্রিমিয়াম জমা করে দিবে। এক্ষেত্রে গ্রাহককে সামান্য মূল্য পরিশোধ করিতে হইবে।  জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) এ প্রিমিয়াম পরিশোধে ১.৩% চার্জ প্রযোজ্য হইবে। অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত হারে সামান্য চার্জ পরিশোধ করিতে হইবে।

বিকাশ থেকে কিভাবে পরিশোধ করতে হয়? আপনি প্রথমে বিকাশে প্রবেশ করবেন। অ্যাপে পিন নম্বর দিয়ে ঢুকবেন। পে বিল এ ক্লিক করবেন। ইন্সুরেন্স এর ক্লিক করুন। Metlife বা Progoti Life এ ক্লিক করুন। পলিসি নম্বর দিন বা পলিসি নম্বর এবং কন্ট্যাক্ট নম্বর দিন। পে বিল এগিয়ে যান এ ক্লিক করলে পলিসির কিস্তির পরিমান দেখাবে। পরবর্তী ক্লিক করে পিন নম্বর প্রবেশ করিয়ে ট্যাপ করে বসে থাকুন। ব্যাস পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবে। বিদ্যুৎ বিলের মতই পরিশোধ পদ্ধতি।

বিকাশে ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ করিলে ডিজিটাল রিসিপ্ট পাওয়া যাইবে / প্রিমিয়াম প্রাপ্ত হইলে ইন্সুরেন্স কর্তৃপক্ষ গ্রাহকের মোবাইলে নোটিফিকেশন প্রেরণ করিবেন।

বিকাশ অ্যাপের পে বিল অপশন ব্যবহার করেই উল্লিখিত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা যাবে এবং পাওয়া যাবে প্রিমিয়াম পেমেন্টের ডিজিটাল রিসিট।

ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিকাশ করার নিয়ম ২০২২ । যে সকল কোম্পানি ইন্সুরেন্স ফি বিকাশ যায়

সারাদেশের যেকোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে

যাদের সাথে বিকাশের চুক্তি রয়েছে । যে সকল কোম্পানি প্রিমিয়াম বিকাশ করা যায় । 

  1. মেট লাইফ
  2. জীবন বীমা কর্পোরেশন
  3. প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  4. প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  5. আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  6. আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  7. বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  8. চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  9. গোল্ডেন লাইন ইন্সুরেন্স লিমিটেড
  10. গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  11. যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  12. এলআইসি বাংলাদেশ লিমিটেড
  13. মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  14. মিলভিক
  15. এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  16. এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  17. পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  18. রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  19. সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  20. সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  21. সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  22. ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  23. প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  24. জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড

বিকাশ পেমেন্ট এ ভুলে কি অন্য একাউন্টে টাকা ঢুকে যেতে পারে?

না। এটি বিদ্যুৎ বিল পরিশোধ করার মতই। আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করলে যেমন হিসাব নম্বরের বিপরীতে জমা হয় ঠিক ইন্সুরেন্স ফি বা কিস্তি পরিশোধ করলে একইভাবে পলিসি নম্বরের বিপরীতে পরিশোধ হয়। ডিজিটাল রিসিপ্ট পাওয়া যায় তাই কোন ঝামেলা নাই। যেহেতু অনলাইনে পেমেন্ট তথ্য চেক করা যায় তাই প্রতিমাসে পেমেন্ট চেক করা যায়।

সূত্র: বিকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *