ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ ডিজিটাল লেনদেন ২০২৩ । বিনিময় আন্তঃ লেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম

বিনিময়ের মাধ্যমে স্বল্প খরচে এবং তাৎক্ষনিক মোবাইলে হতে মোবাইলে টাকা পাঠানো যায় কিন্তু ব্যাংক পাঠাতে গেলে এক কর্মদিবস অপেক্ষা করতে হয় – ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপে ডিজিটাল লেনদেন ২০২৩

EBL Sky Banking – আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম হচ্ছে বিনিময়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’-এর দৃপ্ত পদযাত্রার অংশী হিসেবে আমরা গর্বিত। এখন ‘বিনিময়’-এর এই সেবা উপভোগ করুন আপনার ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপ-এ। তাই লেনদেন হবে আরও সহজ! ডিজিটার প্লাটফর্ম বিনিময় ব্যবহার চার্জ, সুযোগ- সুবিধা ২০২২ । সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে

Estern bank হতে আপনি বিকাশ, রকেট বা অন্যান্য বেশ কিছু মোবাইল ব্যাংকিং এ লেনদেন করতে পারবেন কম করছে। মোট কথা অর্ধেক খরচে আপনি বিকাশ হতে ইস্টার্ণ ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। বিনিময় ব্যবহার করে যে কোন অংকের প্রতিটি লেনদেনে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান প্লাটফর্মকে ০.৫০ টাকা প্রদান করবে। বিনিময় ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে এ ইন্টারঅপারেশনাল ফি এবং সার্ভিস চার্জ প্রযােজ্য হবে। robisanto@binimoy এমন ইমেইলের মত এড্রেসের মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে।

বিকাশ বিনিময় একাউন্ট খোলা খুবই সহজ। বিকাশ অ্যাপের মধ্যেই বিনিময় একাউন্ট খোলা যাবে। এটি একটি ইমেইল একাউন্টের মত। এই ইমেইল একাউন্ট ব্যবহার করে সরাসরি বিনিময় টু বিনিময় অর্থ ট্রান্সফার করা যায়। তবে ঝামেলার ব্যাপার হচ্ছে যে, বিনিময় একাউন্ট খোলার জন্য ই-টিআইএন নম্বর লাগবে।

বিকাশ বা রকেটে অর্ধেক খরচে এখন ব্যাংকে টাকা জমা করতে পারবেন / বিনিময় একটি নতুন ডিজিটাল লেনদেন প্লাটফর্ম

সহজ ও নিরাপদ লেনদেন পদ্ধতি হচ্ছে বিনিময়

 ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপে ডিজিটাল লেনদেন ২০২২ । বিনিময় আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম

Caption: Eastern Bank has introduced by Binimoy

কোন ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং বিনিময় সাপোর্ট করে?

  1. সোনালী ব্যাংক
  2. ব্র্যাক ব্যাংক
  3. ইসলামী ব্যাংক
  4. ইস্টার্ন ব্যাংক
  5. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  6. মিডল্যান্ড ব্যাংক
  7. পূবালী ব্যাংক
  8. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
  9. আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক
  10. ডাচ্‌–বাংলা ব্যাংক এ সেবায় যুক্ত হচ্ছে।
  11. এমএফএসে হিসেবে থাকছে বিকাশ ও রকেট।
  12. ধীরে ধীরে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে।

ব্যাংক হতে ব্যাংকেও কি বিএফটিআইএন এর মত লেনদেন করা যাবে?

হ্যাঁ যাবে– এটি একটি ইমেইল ঠিকানার মত। এটি ব্যবহার করে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে বা যে কোন মোবাইল ফিন্যান্সিয়াল একাউন্টে অথবা মোবাইল ফিন্যান্সিয়াল একাউন্টে প্রেরণ করা যাবে। মোবাইল টু মোবাইল মুহুর্তেই টাকা আসবে কিন্তু ব্যাংকে ট্রান্সফারের ক্ষেত্রে এক কর্মদিবস লাগবে।

বিকাশ বিনিময় কি? বিকাশ থেকে টাকা যাবে রকেটে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *