ঘরে বসে ঋণ পাওয়ার উপায় ২০২৩ । অনলাইনে কোন কোন ব্যাংক ঋণ দেয়?

বাংলাদেশে ডিজিটাল ব্যাংক এখনও চালু হয়নি- প্রচলিত বা ফর্মাল ব্যাংকগুলোই এখন ডিজিটাল কার্যক্রম পরিচালনা করছে – ঘরে বসে ঋণ পাওয়ার উপায় ২০২৩

বিকাশ মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন কিভাবে করে? বিকাশ অ্যাপের লোন সেকশনে গেলেই আপনার একাউন্ট লোনের উপযুক্ত বা যোগ্য কিনা সেটি দেখা যাবে।  বিকাশের অ্যাপে লগইন করুন এবং MORE অপসনে গিয়ে Loan এ ট্যাপ করুন। আপনার তথ্য শেয়ার করার অনুমতি প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান।  তারপর Take Loan এ ট্যাপ করে পরের ধাপে লোনের পরিমাণ এবং কিস্তির মেয়াদ নির্বাচন করে এগিয়ে যান। আপনি ব্যাংক থেকে কত টাকা ঋণ পেতে পারেন এবং আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে তা দেখুন, এবং পরবর্তী ধাপে এগিয়ে যান। লোন সম্পর্কে নির্দেশাবলী এবং নিয়মাবলী পড়ুন এবং “Agree” তে ট্যাপ করুন। লোন নিশ্চিত করতে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দিন এবং বিকাশের উপর ট্যাপ করে লোন রিকুয়েস্ট সম্পন্ন করুন। ব্যাস বিকাশ একাউন্টে টাকা চলে আসবে।

সিটি ব্যাংকের অনলাইনে ঋণ আবেদন করে কিভাবে? বিকাশ এবং সিটি ব্যাংক মিলেই বিকাশে লোনের সুবিধা চালু করেছে। এখানে সিটি ব্যাংকের পার্টনারশীপ আছে। তাই কেউ সিটি ব্যাংকের অনলাইন লোন নেয়ার কথা ভাবলে তিনি তা বিকাশ থেকে নেয়ার কথা ভাবতে পারেন। তবে তিনি তা পাওয়ার জন্য যোগ্য হবেন কিনা তা জানতে  বিকাশ অ্যাপ চেক করুন। এছাড়াও সিটি ব্যাংক গ্রাহকগণ অথবা অনলাইনে গ্রাহক হয়ে ঋণের জন্য আবেদন করা যাবে।

ঢাকা ব্যাংক লোন আবেদন প্রক্রিয়া কি? প্রথম বারের মতো কর্মজীবীদের জন্য ঋণের সুবিধা চালু হয়েছে। কোনো কাগজ পত্র ছাড়া গ্রাহকের তথ্য যাচাই বাছাই করে ১৫ মিনিটের মতো সময় নিয়ে গ্রাহকের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়া হচ্ছে লোনের টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ঢাকা ব্যাংক ই-ঋণ বা e-loan এপের মাধ্যমে এই সেবা গ্রাহক পর্যায়ে পৌছে দিচ্ছে। এক্ষেত্রে আপনার যদি ঢাকা ব্যাংকে কোন একাউন্ট না থাকা ঢাকা ব্যাংক গো নামে অ্যাপটির মাধ্য আপনি প্রথমে একাউন্ট খুলবেন। আপনার অন্য কোন ব্যাংক হতে বিইএফটিএন করে ১০০০ টাকা ট্রান্সফার করে একাউন্ট একটিভ করে । ই-ঋণ অ্যাপের মাধ্যমে লোনের আবেদন করতে পারেন।

অনলাইন মোবাইল লোন বাংলাদেশ । জরুরি মুহূর্তে অনলাইন লোন বাংলাদেশ ২০২৩

দেশের সব গার্মেন্টস শ্রমিক প্রাইম ব্যাংক লোন সেবাটি নিতে পারবে। প্রাইম ব্যাংক মোবাইল লোন নিতে হলে, আপনার এটি সেলারি একাউন্ট লাগবে। প্রাইম ব্যাংক লোন সেবাটি টি নিতে হলে, আপনার বেতন ২৫০০০/- টাকার কম হতে হবে। আপনার একটি সেলারি একাউন্ট লাগবে এবং আপনার একটি স্মার্ট ফোন লাগবে। অ্যাপস এ ফরম পূরণ করার পর একটা স্কোর দেখাবে ১৩ উপরে পাইলে, ঋনের জন্য আবেদন করতে পারবেন। ঋন ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০/-টাকা পর্যন্ত দিয়ে থাকে।

বিকাশ ১০ হাজার টাকা লোন ২০২৩ । প্রথম বিকাশ লোন সফলভাবে পরিশোধ করলে ২য় ঋণ কি ১৫০০০ টাকা?

মুহুর্তেই পাওয়ার যাবে ব্যাংক লোন । অনলাইনে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয়

  1. বিকাশ
  2. ঢাকা ব্যাংক
  3. প্রাইম ব্যাংক লিমিটেড
  4. কর্মসংস্থান ব্যাংক
  5. ব্র্যাক ব্যাংক
  6. সিটি ব্যাংক
  7. লংকা বাংলা ফাইন্যান্স
  8. আইডিএলসি ফাইন্যান্স
  9. ডিজিটাল ব্যাংক (শিঘ্রই আসছে)

ডিজিটাল ব্যাংক কি লোন দিবে?

হ্যাঁ। ডিজিটাল ব্যাংকের কোন ফিজিক্যাল শাখা থাকবে না। তাই আপনাকে লোনের জন্য কোন ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন। অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেবে না। এর নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই হবে অ্যাপ–নির্ভর, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে। দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে ডিজিটাল ব্যাংক ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিতে পারবে। লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। অবশ্য এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম ও এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন। জনগণের নিকট হতে আমানত গ্রহণ করবে এবং অনলাইন আবেদনের মাধ্যমে ঋণ বিতরণ করবে।

ঘরে বসেই লোনের আবেদন নিয়ম ২০২৩ । অনলাইনে লংকাবাংলা থেকে ব্যক্তিগত বা এসএমই লোনের আবেদন করা যায়
Dhaka Bank eRin App । অ্যাপের মাধ্যমে লোনের টাকা হাতে পাওয়া যায়? এস এম ই লোন পাওয়ার নিয়ম ২০২৩ । নতুন উদ্যোক্তাদের ব্যাংক লোন পাওয়ার সহজ উপায় কি?
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৩ । প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বোচ্চ কত টাকা লোন দেয়? ডাচ-বাংলা ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ । ব্যাংক ঋণ নিতে কি কি কাগজপত্র লাগে? প্রবাসীদের ব্যাংক লোন । প্রবাসীর পরিবারকে জামানত বিহীন ৩ লক্ষ টাকা ঋণ?

One thought on “ঘরে বসে ঋণ পাওয়ার উপায় ২০২৩ । অনলাইনে কোন কোন ব্যাংক ঋণ দেয়?

  • 20/10/2023 at 8:00 AM
    Permalink

    আমার লোন লাগবে

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *