নন বিকাশ নম্বরে সেন্ড মানি করার নিয়ম । কেউ আপনার মোবাইলে ভুল করে টাকা পাঠিয়েছে?

আপনার মোবাইলে বিকাশ নেই তবুও বিকাশে টাকা আসতে পারে-তবে ভুয়া মেসেজ বা প্রতারণা থেকে সতর্ক থাকুন – নন বিকাশ সেন্ড মানি করার নিয়ম

NON Bkash নম্বরে টাকা আসতে পারে? –এখন আপনার বিকাশ একাউন্ট থেকে একাউন্ট নেই এমন যে কাউকে টাকা পাঠাতে পারবেন। প্রাপক ৭২ ঘণ্টার মধ্যে নিজের বিকাশ একাউন্ট খুলে তার একাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। আপনি বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে এই সার্ভিসটি নিতে পারবেন।

ভুল করে নন বিকাশ নম্বরে টাকা গেলে? কাঙ্ক্ষিত প্রাপক বিকাশ গ্রাহক না হয়ে থাকলে পাঠানো টাকা পেতে তাকে অবশ্যই বিকাশ অ্যাপ থেকে বা বিকাশ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে বিকাশ একাউন্ট খুলে নিতে হবে। কাঙ্ক্ষিত প্রাপক তার বিকাশ একাউন্ট খোলার পূর্বে, প্রেরক যেকোনো সময় তার বিকাশ অ্যাপ থেকে উক্ত সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে পারেন। যদি কাঙ্ক্ষিত প্রাপক ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ একাউন্ট খুলে এবং টাকা গ্রহণ করতে ব্যর্থ হন, তবে তার নিকট প্রেরিত অর্থ পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রেরকের বিকাশ একাউন্টে ফেরত দেয়া হবে।

প্রাপকের মোবাইলে কি মেসেজ আসবে? হ্যাঁ। প্রেরক ও প্রাপক এসএমএস এর মাধ্যমে লেনদেনের তথ্য জানতে পারবেন। প্রাপক নিজের বিকাশ একাউন্ট খোলার পূর্বে কেবল একটি সেন্ড মানি রিকোয়েস্ট গ্রহণ করতে পারবেন। প্রাপক যদি টাকা নিতে না চান তবে বিকাশ একাউন্ট না খুললেই হলো।

বিকাশ নম্বর না থাকলেও টাকা বা সেলামি পাঠিয়ে রাখা যাবে / বিকাশ লেনদেন আরও সহজ করেছে

বিকাশ বা মোবাইল ব্যাংকিং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি লেনদেন মাধ্যম তাই নিরাপত্তা বজায় রেখে লেনদেন করুন।

Caption: Send money to non -bkash number

Send Money to Non Bkash Number । বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে কীভাবে অ্যাপ থেকে টাকা পাঠাবেন দেখুন

  1. বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি’তে ট্যাপ করুন।
  2. কন্ট্যাক্ট লিস্ট থেকে প্রাপকের নাম্বার সিলেক্ট করুন অথবা নাম্বারটি টাইপ করুন।
  3. টাকার পরিমাণ লিখে পরের ধাপে যান।
  4. বিস্তারিত এবং প্রাপকের নাম্বার যাচাই করে আপনার একাউন্টের পিন দিয়ে সেন্ড মানি সম্পন্ন করুন।
  5. প্রাপক বিকাশ অ্যাপ ডাউনলোড লিংকসহ একটি এসএমএস পাবেন।
  6. প্রাপককে লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলতে হবে।
  7. একাউন্ট খোলার পর প্রাপক তার বিকাশ একাউন্টে পাঠানো টাকা পেয়ে যাবেন।

প্রাপক যদি বিকাশ একাউন্ট না খোলা টাকার কি হবে?

আপনি ভুল করে নন বিকাশ অপরিচিত নম্বরে টাকা পাঠালে চিন্তার কিছু নেই। আপনি নন বিকাশ নম্বরে পাঠানো টাকা ফেরত আসতে পারেন। প্রাপক একাউন্ট খোলার আগে আপনি রিকোয়েস্ট বাতিল করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি ট্যাপ করে ক্যানসেল বাটনে ট্যাপ করুন। পাঠানো টাকা আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্সে পুনরায় যুক্ত হবে। তাই কেউ প্রতারণামূলকভাবে আপনার মোবাইলে টাকা পাঠিয়েছে দাবী করলে সে কথায় কান দিবেন না।

প্রয়োজনে ভিডিও দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *