প্রাচুর্য অটোমেটেড চেকিং সিস্টেম ২০২৩ । প্রাইজবন্ড আমার, ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব কেউ নিবে?
প্রাইজবন্ড আপনার, ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের- জি হ্যাঁ, ঠিকই শুনেছেন- প্রাচুর্য ফ্রি এবং পেইড দু পদ্ধতিতেই এটি করে থাকে– প্রাচুর্য অটোমেটেড চেকিং সিস্টেম ২০২৩
প্রাচুর্য ডট কম কি? –প্রাচুর্য ডট কম একটি অটোমেটেড সিস্টেমে প্রাইজবন্ড চেকার। এখানে যে কোন বাংলাদেশী জনগন তার প্রাইজবন্ডের নাম্বার সংরক্ষণ করতে পারবেন। ২০ বছর পূর্বের যেকোন “ড্র”র ফলাফলের সাথে নিজের প্রাইজবন্ডের নাম্বার মিলিয়ে দেখা যাবে৷ বিজয়ী হলে এস.এম.এস ও ই-মেইল এর মাধ্যমে জানা যাবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসাধারণকে সেবা প্রদানের মাধ্যমে সরকারের একটি অন্যতম সেক্টর প্রাইজবন্ড এর সুফল সবার মাঝে পৌঁছে দেয়া হয়৷
মেসেজের মাধ্যমে কি প্রাইজ বন্ডের ফলাফল জানা যাবে? হ্যাঁ । প্রাইজবন্ডের রেজাল্ট জানুন SMS এর মাধ্যমে Prachurja.com হলো একটি প্রাইজবন্ড চেকিং সিস্টেম৷ প্রতিবার প্রাইজবন্ড ড্র-এর পর আমাদের সফটওয়্যার চেক করবে আপানার কোনো প্রাইজবন্ড সেই ড্র-তে বিজয়ী হলো কি না। যদি বিজয়ী হয় তাহলে আপনাকে এস এম এস ও ই- মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আপনার আর প্রাইজবন্ড ড্র এর তারিখ মনে রাখা এবং প্রতিটি নাম্বার ম্যানুয়ালী মেলানোর ঝামেলা রইলো না।
প্রাইজবন্ড নাম্বার এন্ট্রি করার নিয়ম কি? প্রথমে যেকোন ব্রাউজার থেকে Prachurja.com ওয়েবসাইট টি ব্রাউজ করুন এবং Registration অপশন সিলেক্ট করুন। আপনার নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। আপনার প্রয়োজন মত বেছে নিন যেকোন একটি প্যাকেজ। আপনি চাইলে পরবর্তীতে প্যাকেজ আপগ্রেড করতে পারবেন। সেক্ষেত্রে নতুন প্যাকেজের মূল্য থেকে পূর্বের প্যাকেজের মূল্য বাদ দিয়ে সমন্বয় করা হবে। Add Prizebond অপশন সিলেক্ট করে আপনার প্রাইজবন্ডগুলোর নাম্বার এন্ট্রি করুন।
প্রাইবন্ড প্রাপ্তগণ দাবী করেন না বলে অসংখ্য প্রাইজন্ড পুরস্কার বাজেয়াপ্ত হয় / প্রতি তিন মাস অন্তর অন্তর প্রাইজবন্ড ড্র হয়ে থাকে।
কি করলে প্রাইজবন্ড পাবো? প্রতি ১০ লাখ প্রাইজবন্ডের মধ্যে বিজয়ী হয় মাত্র ৪৬টি নাম্বার, অন্যভাবে বলতে গেলে প্রতি ২১,৭৩৯টি’র মধ্যে ১টি নাম্বার বা ০.০০৪৬% । প্রমানীত সত্য যে প্রাইজবন্ড যত বেশী সংখ্যক থাকবে তার বিজয়ী হবার সম্ভবনা তত বেড়ে যাবে।
Caption: Register Now at prachurja.com
প্রাইজবন্ড এন্ট্রির নিয়ম । যেভাবে আপনি প্রাচুর্য ডট কম কে দায়িত্ব প্রদান করবেন । ফি প্যাকেজে ৫টি প্রাইজবন্ড এন্ট্রি করা যাবে।
- Login to Prachurja.com Profile after Successfull Registration.
- Click Add Prize Bond
- Select Prize Bond Series from Dropdown List (প্রাইজবন্ড সিরিজ)
- Enter Your Prize Bond Number in English
- Click On “যুক্ত করুন”
- Done 1 Entry
- Keep Doing it and Your Task Is done
কেন আপনি প্রাইজবন্ড কিনবেন?
পুরাতন প্রাইজবন্ড কেনা নিয়ে কোন মতভেদ নাই। পুরাতন প্রাইজবন্ডের কিছু উপকারীতা আছে, যেমন-পুরাতন প্রাইজবন্ড কেনার পর থেকেই ড্র’র আওতায় থাকে, কিন্তু নতুন প্রাইজবন্ড ড্র’র আওতায় আসতে কেনার পর দুই মাস অপেক্ষা করতে হয়। পুরানো সিরিজের প্রাইজবন্ডের ক্ষেত্রে পূর্ববর্তী দুই বছরের মোট ৮টি ড্র’র সাথে মিলিয়ে দেখার সুযোগ আছে (যদি পূর্ববর্তী বিক্রেতা নাম্বারগুলি না মিলিয়েই বিক্রয় করে থাকে), কিন্তু নতুন সিরিজের ক্ষেত্রে কেবল মাত্র পরবর্তী ড্র’র সাথে মিলিয়ে দেখা যাবে পূর্ববর্তী ড্র’র সাথে মিলিয়ে দেখার সুযোগ নাই।
এক সিরিয়ালে প্রাইজবন্ড কেনা যায় কি? এক সিরিয়ালে নূন্যতম ১০০টি প্রাইজবন্ড ক্রয় করা যায়। ১০০টির অধিক প্রাইজবন্ড ক্রয় করতে চাইলে এক সিরিয়ালে ১০০টি ক্রয় করার পর কিছু গ্যাপ দিয়ে আবার এক সিরিয়ালে ১০০টি কিনতে হবে এইভাবে চলতে থাকবে। সর্বোপরি নিয়মিত ড্র রেজাল্ট মিলিয়ে দেখতে হবে।