বিকাশে ১০ হাজার টাকা ঋণ পাওয়ার নিয়ম । বিকাশ লোন কারা পাবে?

ব্যক্তিগত ঋণ বা লোন সুবিধা সকলেরই প্রয়োজন তাই আপনি ছোট একটি লোন যদি মাত্র ২০০ টাকা ব্যয় করেই যদি ৩ মাসের জন্য ১০ হাজার টাকা পাওয়া যায় মন্দ কি? –বিকাশ দিয়ে ১০ হাজার টাকা ঋণ পাওয়ার নিয়ম

বিকাশ লোন প্রসেসিং ফি কত?– ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা। কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবেন?আবেদন করার সাথে সাথেই লোন পাবেন।   ৩ মাস মেয়াদী লোন।কোনো ব্যাংক একাউন্ট বা জামানত লাগবে না।কোনো কাগজ-পত্র লাগবে না। একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা। লোনের উপর ব্যাংক প্রসেসিং ফি ০.৫৭৫% (০.৫% + ভ্যাট)। তাদের ১০ হাজার টাকা লোনের জন্য ৫৭ টাকা ৫০ পয়সা সার্ভিস চার্জ দিতে হয়।

লোন পরিশোধের নিয়মাবলি কি?  লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ড-এ গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন। গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেয়া হবে। অথবা, গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগে নিজেই লোনের অর্থ পরিশোধ করতে পারেন, যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন। নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে, সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে। বিলম্ব ফি’র হার লোনের পরিমাণের উপর বাৎসরিক ২%।

বিকাশ লোন সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়? বিকাশের এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন। গ্রাহকের বিকাশ একাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী লোন অ্যামাউন্টের উপর বাৎসরিক ৯% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে।

বিকাশ ঋণের সুদের হার কত?  ডিজিটাল ন্যানো লোন (“ঋণ”) একটি নির্দিষ্ট মেয়াদী ঋণ সুবিধা যেখানে সিটি ব্যাংক লিমিটেড (“সিটি ব্যাংক”) ঋণ- এর অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান। বিকাশ লিমিটেড (“বিকাশ”) তার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ বিতরণ এবং ঋণ পরিশোধের জন্য সিটি ব্যাংক-এর এজেন্ট হিসাবে কাজ করছে । এই ঋণ কেবল বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা পেতে পারেন। ঋণের জন্য বৈধ আবেদনকারীর বয়সসীমা ১৮-৬৫ বছরের মধ্যে হতে হবে। সিটি ব্যাংক এবং বিকাশ ঋণ পাবার যোগ্যতার মানদণ্ড নির্ধারন করবে।

বিকাশ লোন নীতিমালা দেখুন / বিকাশ হতেটাকা লোন নেওয়ার উপায় । সময়মত কিস্তি পরিশোধ না করলে জরিমানা গুণতে হবে

ঋণ বিতরণের সময় ০.৫৭৫% (ভ্যাট সহ) হারে ঋণ প্রসেসিং ফি ঋণের অর্থ হতে কেটে নেওয়া হবে হবে এবং প্রদত্ত ঋণের উপর বার্ষিক ৯% হারে সুদ প্রযোজ্য হবে। এই সুদের হার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে সময়ে সময়ে ব্যাংকের একক বিবেচনায় পুনরায় নির্ধারণ করা হতে পারে।

নগদ থেকে লোন, ১০ হাজার টাকা লোন, বিকাশ দিয়ে ১০ হাজার টাকা ঋণ পাওয়ার নিয়ম, সহজ কিস্তিতে লোন অনলাইন লোন, বিকাশ লোন নীতিমালা, বিকাশ লোন কারা পাবে, টাকা লোন নেওয়ার উপায়,

লোনের কিস্তির টাকা কি অটো কাটবে? হ্যাঁ অটোমেটিক কিস্তির টাকা কেটে নেয়া হবে। লোন পরিশোধের জন্য আপনার বিকাশ একাউন্ট থেকে পরিশোধের নির্দিষ্ট তারিখে অটোমেটিক কিস্তির টাকা কেটে নেয়া হবে৷ দেরিতে কিস্তি পরিশোধ করায় জরিমানা
কোনো কারণে কিস্তি পরিশোধ করতে দেরি হলে বা ব্যৰ্থ হলে, 2% per annum হারে জরিমানা প্রযোজ্য হবে। জরিমানা এড়াতে নির্ধারিত পরিশোধের তারিখে আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। একাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে। আপনি যদি বিকাশ একাউন্ট বন্ধ করতে চান, তাহলে অবশ্যই এর আগে সম্পূর্ণ লোন পরিশোধ করুন।

বিকাশ ঋণের শর্তাবলি । ডিজিটাল বিকাশ ঋণ নিতে হলে যে শর্তগুলো মানতে হবে । কিস্তি পরিশোধ পদ্ধতি জেনে নিন

  1. এই লোন সুবিধাটি ব্যাংক (আর্থিক প্রতিষ্ঠান) এককভাবে সরবরাহ করছে এবং বিকাশ লিমিটেড (“বিকাশ”) কেবল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রেগুলেশন, ২০২২ (বা সময় সময় সংশোধিত) অনুযায়ী লোন বিতরন এবং লোন পরিশোধ সংগ্রহের এজেন্ট হিসেবে কাজ করছে।
  2. লোনের সুদের হার, প্রসেসিং ফি এবং বিলম্বিত পরিশোধ ফি নির্ধারন বা পরিবর্তনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংক এবং/ অথবা অন্যান্য প্রাসঙ্গিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান এককভাবে সংরক্ষণ করে।
  3. আপনার পিন এবং ওটিপি কখনো কারও সাথে শেয়ার করবেন না।
  4. আপনার পিন, ওটিপি এবং অন্যান্য তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে এবং প্রতারণামূলকভাবে এই লোন সুবিধাটি গ্রহণ করে তবে বিকাশ এর কোন দায় বহন করবে না।
  5. পরিশোধের নির্ধারিত তারিখ এবং লোন সুবিধা সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কে বিকাশ বিকাশ আপনাকে অ্যাপ নোটিফিকেশন, এসএমএস প্রেরণ করতে পারে।
  6. আপনি যদি আপনার বিকাশ গ্রাহক একাউন্ট বন্ধ করতে চান, তবে আপনাকে এই একাউন্ট বন্ধ করার আগে আর্থিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ লোন (যদি থাকে) পরিশোধ করতে হবে।
  7. “সম্মতি দিন” বাটনে ক্লিক করে লোন প্রসেসিং এর উদ্দেশ্যে আপনার কেওয়াইসি’র তথ্য নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানকে প্রদানের সম্মতি দিচ্ছেন।
  8. বিকাশ কোন পূর্ব ঘোষণা ছাড়াই যে কোনও সময় উল্লিখিত শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
  9. এই শর্তাবলি আপনার এবং বিকাশের মধ্যে সম্পাদিত গ্রাহক কেওয়াইসি ফর্মের শর্তাদি এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক লোন সুবিধা ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি’র অতিরিক্ত শর্তাবলি হিসেবে বিবেচিত হবে।
  10. আপনি ঋণের আবেদন করলেই ঋণ বিতরণ করা হবে এমনটি নিশ্চিত নয়।
  11. ঋণ অনুমোদনের পরে ঋণ গ্রহণকারীর বিকাশ অ্যাকাউন্টে দ্রুততম সময়ে ঋণ বিতরণ করা হবে।
  12. ঋণ গ্রহণকারী তার বেছে নেওয়া নির্দিষ্ট মেয়াদের মধ্যে মাসিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন। ঋণ গ্রহণকারী অ্যাপে প্রদর্শিত অপশন গুলো থেকে ঋণের মেয়াদ বেছে নিতে পারবেন। অ্যাপে প্রদর্শিত কিস্তির পরিমাণ নির্ধারিত তারিখে ঋণের কিস্তি পরিশোধ করার উপর নির্ভর করবে। মোট সুদের পরিমাণ ঋণের কিস্তি
  13. কিস্তির পরিমাণ (মূল, সুদ, জরিমানা ইত্যাদি সহ) ঋণ গ্রহিতার বিকাশ অ্যাকাউন্ট থেকে আদায় করা হবে।
  14. কিস্তি পরিশোধের নির্দিষ্ট তারিখে এবং সময়ে, বিকাশ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ঋণ গ্রহিতার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা কেটে নিবে। যদি কোন ঋণ গ্রহিতা কিস্তি পরিশোধের নির্ধারিত তারিখের আগে আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেয়, তবে তিনি বিকাশ অ্যাপের মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন।
  15. যদি কোন ঋণ গ্রহিতা কিস্তি পরিশোধের তারিখের আগে কোন পরিমাণ ঋণ পরিশোধ করে তবে ঋণের হ্রাসকৃত বকেয়া বিবেচনা করে হালনাগাদ কিস্তির পরিমাণ পরবর্তী কিস্তি পরিশোধের তারিখে স্বয়ংক্রিয়ভাবে ঋণ গ্রহিতার বিকাশ অ্যাকাউন্ট হতে কেটে নেয়া হবে ।
  16. ঋণ গ্রহিতার কাছ থেকে আদায়কৃত কিস্তি বা ঋণ নিম্নলিখিত ক্রমানুসারে গণ্য হবে: ১. নিয়মিত সুদের পরিমাণ ২. মূল পরিমাণ বকেয়া ৩. দেরীতে প্রদানের জন্য জরিমানা।
  17. যে কোন যুক্তিসঙ্গত কারণে এই শর্তাবলী পরিবর্তনযোগ্য। কেবলমাত্র প্রযোজ্য আইন সাপেক্ষে, সিটি ব্যাংক পূর্ব ঘোষণা ছাড়াই এই চুক্তির যে কোন শর্ত পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। বিকাশ অ্যাপের মাধ্যমে ঋণ গ্রহিতাকে এরূপ পরিবর্তন অবহিত করা হবে।
  18. সরকার এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়ম এবং প্রবিধান পরিপালন করার জন্য, এখানে বর্ণিত শর্তাবলী পরিবর্তন করা হতে পারে এবং বিকাশ অ্যাপের মাধ্যমে ঋণ গ্রহিতাকে এরূপ পরিবর্তন হলে তা অবহিত করা হবে।
  19. একজন ঋণ গ্রহিতা তার চলতি ঋণ সম্পুর্ণ পরিশোধ না করে আরেকটি নতুন ঋণের আবেদন করতে পারবেন না। চলতি ঋণ সম্পূর্ণ পরিশোধ করে ঋণ গ্রহিতা আরেকটি ঋণের জন্য আবেদন করতে পারবেন।
  20. যদি কোন ঋণ গ্রহিতার মনোনীত ব্যক্তি (নমিনি) ঋণ গ্রহিতার মৃত্যুর তথ্য প্রয়োজনীয় প্রমাণসহ সরবরাহ করে তবে মনোনীত ব্যক্তির দাবি যাচাই সাপেক্ষে ঋণ গ্রহিতার মৃত্যুর তারিখ হতে বকেয়া ঋণের উপর সুদ গণনা বন্ধ করা হবে। ঋণ গ্রহিতার বিকাশ অ্যাকাউন্ট থেকে বকেয়া ঋণ (সুদ, জরিমানা ও অন্যান্য ফি বা চার্জ সহ) সমন্বয় করে, প্রযোজ্য ক্ষেত্রে, নমিনির আর্থিক দাবী পরিশোধ করা হবে। তবে মনোনীত ব্যক্তির দাবি যাচাই সাপেক্ষে ঋণ গ্রহিতার মৃত্যুর তারিখ হতে বকেয়া ঋণের উপর সুদ গণনা বন্ধ করা হবে। ঋণ গ্রহিতার বিকাশ অ্যাকাউন্ট থেকে বকেয়া ঋণ (সুদ, জরিমানা ও অন্যান্য ফি বা চার্জ সহ) সমন্বয় করে, প্রযোজ্য ক্ষেত্রে, নমিনির আর্থিক দাবী পরিশোধ করা হবে।
  21. এই শর্তাবলীতে সম্মতি প্রদান করে ঋণ গ্রহিতা সিটি ব্যাংক লিমিটেড- এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এই চুক্তিটি বলবত থাকবে। কল সেন্টার সার্ভিস ১৬২৪৭ সহ বিকাশের নিয়মিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঋণ গ্রহিতা ঋণের বিষয়ে যে কোন কিছু জানতে এবং অভিযোগ জানাতে পারবেন।
  22. সিটি ব্যাংক যে কোন সময় ঋণ গ্রহিতা বরাবর বিতরণকৃত/ অনুমোদিত ঋণ সুবিধা পূনর্বিবেচনা করার অধিকার সংরক্ষণ করে।
  23. এই ঋণের অর্থ অবৈধ বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত নয় এমন কোনও কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না।
  24. সরকার এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়ম এবং প্রবিধান পরিপালন করার স্বার্থে বিকাশ কোন ঋণ গ্রহিতার বিকাশ অ্যাকাউন্ট স্থগিত করার অধিকার সংরক্ষণ করে, যা ঋণ গ্রহিতার ঋণ গ্রহণের বা ঋণ পরিশোধের সক্ষমতা সীমাবদ্ধ করতে পারে।
  25. এই চুক্তি বাংলাদেশে প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে।
  26. সিটি ব্যাংক ব্যাংকিং এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনে ঋণ গ্রহিতার তথ্য ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।

বিকাশের এই লোন সুবিধা কারা পাবেন?

ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী, সিটি ব্যাংক নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের এই লোন সুবিধা প্রদান করবে। আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কি না, তা জানতে বিকাশ অ্যাপের লোন অপশনে যান। ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি, লোন লিমিট, লোন পরিশোধের নিয়মাবলি, লোন পাওয়ার যোগ্যতা, এবং ক্রেডিট পলিসি নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত। তবে যাদের ব্যাংক হিসাব বিকাশে এড করা থাকে এবং পর্যাপ্ত পরিমাণ টাকা কার্ড বা ব্যাংক হতে এড করা হয় তারা এ লোন সুবিধা দ্রুত পায়। অন্যদিকে যদি আপনার বিকাশে ডিপিএস করা থাকে তাহলেও আপনি এ লোন সুবিধা দ্রুত পেতে পারেন। ব্যাংক সব সময় নিরাপদ লোন প্রদান করে থাকে তাই আপনি বিকাশের লোন নিয়ে পরিশোধ করবেন না এমন চিন্তা মাথা থেকে ঝেরে ফেলুন।

64 thoughts on “বিকাশে ১০ হাজার টাকা ঋণ পাওয়ার নিয়ম । বিকাশ লোন কারা পাবে?

    • 07/07/2023 at 3:51 PM
      Permalink

      বিকাশ নিয়মিত ব্যবহার করুন এবং লোন সেকশন চেক করুন।

      Reply
      • 11/07/2023 at 1:29 AM
        Permalink

        আমি মোঃ সোহেল রানা আমাকে দশ হাজার টাকা লোন দেন আমি তিন মাসে পরিশোধ করে দিবো আমি একজন বিকাশ গ্রাহক

        Reply
        • 11/07/2023 at 8:20 AM
          Permalink

          নিয়মিত বিকাশ অ্যাপ লোন সেকশন চেক করুন।

          Reply
          • 29/08/2023 at 9:39 PM
            Permalink

            আমি লোন নিতে চাই

          • 01/09/2023 at 5:03 PM
            Permalink

            বিকাশ ব্যবহার করতে থাকুন পেয়ে যাবেন।

        • 08/09/2023 at 1:09 PM
          Permalink

          Amer load darkar tk10000 Bekas personal. 01892617333.

          Reply
          • 10/09/2023 at 7:48 PM
            Permalink

            বিকাশ অ্যাপে অফার আসবে। নিয়মিত ব্যবহার করতে থাকুন।

        • 31/08/2023 at 9:05 PM
          Permalink

          ভাই আমি একজন বিকাশ এজেন্ট আমি বিকাশে লেনদেন করি এবং সকল অপারেটর সিম লোড করি,আমার একটা মনিহারি দোকান আছে, আমার পার্সনাল বিকাশ একাউন্ট খোলা আছে প্রায় ১০ বছর ধরে, এটাতে প্রতিনিয়ত লেনদেন করি তবু বিকাশে লোন অপশন চালু হচ্ছে না কি করবো

          Reply
          • 01/09/2023 at 5:05 PM
            Permalink

            এজেন্ট একাউন্টে এ লোন দেয় না। পারর্সোনাল হিসাব থাকতে হবে।

          • 10/09/2023 at 8:07 AM
            Permalink

            আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমার বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠিয়ে দিন এটা আমার বিকাশ নাম্বার 01927906208

          • 10/09/2023 at 7:44 PM
            Permalink

            অপেক্ষা করুন। সিটি ব্যাংকের অফার পাবেন।

      • 10/09/2023 at 8:05 AM
        Permalink

        আমি মোঃ সেলিম মিয়া তিন মাসের মধ্যে আপনার লোন পরিশোধ করিব

        Reply
        • 10/09/2023 at 7:45 PM
          Permalink

          জি। বুঝতে পারছি। সিটি ব্যাংক বিকাশে অফার দিবে।

          Reply
      • 11/07/2023 at 8:19 AM
        Permalink

        বিকাশ সিদ্ধান্ত নিবে।

        Reply
        • 04/09/2023 at 5:59 PM
          Permalink

          নিয়মিত লেনদেন করুন।

          Reply
          • 08/09/2023 at 1:06 PM
            Permalink

            Ime anake din Dara bekasa landan Kari but bekas loner jono akono alijavel na

          • 10/09/2023 at 7:49 PM
            Permalink

            এজেন্ট লেনদেনে পাবেন না।

        • 15/09/2023 at 7:32 PM
          Permalink

          অনুগ্রহ করে নিয়মিত অ্যাপটি ব্যবহার করুন।

          Reply
    • 16/09/2023 at 6:09 PM
      Permalink

      আমি নিশাত আপনার ১০০০০টাকার শোন ঠিক মত পরিশোধ করতে পারব আমাকে শোন দেন দয়া করে

      Reply
      • 19/09/2023 at 6:51 AM
        Permalink

        সিটি ব্যাংক লোনের সিদ্ধান্ত নেন। অনুগ্রহ করে বিকাশ ব্যবহার করতে থাকুন।

        Reply
  • 07/07/2023 at 12:50 AM
    Permalink

    আমার কলেজ ফ্রী দেওয়ার জন্য আমার টাকার দরকার

    Reply
  • 07/07/2023 at 11:13 AM
    Permalink

    আমার ১০ হাজার টাকা রিন লাগবে এটা আমার বিকাশ নাম্বার:01733131288

    Reply
    • 07/07/2023 at 3:50 PM
      Permalink

      নিয়মিত বিকাশ অ্যাপ চেক করুন। আপনিও পাবেন।

      Reply
    • 15/07/2023 at 2:33 PM
      Permalink

      আমি একজন গার্মেন্টস দোকান ব্যাবসায়ী লোনটা আমার প্রয়োজন আমার ট্রেড লাইসেন্স আছে। আমার বিকাশে লোন প্রসেসিং করে দিলে আমার উপকার হতো। আমার বিকাশ নাম্বার : 01676940601

      Reply
      • 15/07/2023 at 7:15 PM
        Permalink

        অপেক্ষা করুন অফার আসবে।

        Reply
  • 07/07/2023 at 1:38 PM
    Permalink

    নতুন মুদ্রানীতি ঘোষণা ২০২৩ । এখন থেকে বাজার ভিত্তিক ঋণের সুদের হার কার্যকর থাকবে

    Reply
      • 08/07/2023 at 1:44 PM
        Permalink

        আমার ১০০০০ হাজার টাকা লোন লাগবে ০১৭২৮৪৪৯৫২৬

        Reply
        • 11/07/2023 at 8:20 AM
          Permalink

          নিয়মিত বিকাশ ব্যবহার করুন।

          Reply
    • 07/07/2023 at 7:44 PM
      Permalink

      আমি নিতে চাই

      Reply
      • 11/07/2023 at 8:21 AM
        Permalink

        বিকাশ এবং সিটি ব্যাংক সিদ্ধান্ত নিবে।

        Reply
  • 08/07/2023 at 7:44 AM
    Permalink

    আমার টাকার পরুজন আপনেরা হেলেপ করন

    Reply
    • 11/07/2023 at 8:20 AM
      Permalink

      বিকাশ অ্যাপ চেক করতে থাকুন।

      Reply
      • 08/08/2023 at 4:14 PM
        Permalink

        আমার নাম মোঃ ওমর ফারুক আমাকে ১০ হাজার টাকা লোন দিন আমি তিন মাসের ভিতরে শোধ করবো একটু সমস্যা আছে আমি Vikas number 01896 146 942 এই নাম্বারে বিকাশ করে পাঠিয়ে দেন

        Reply
      • 17/08/2023 at 5:36 AM
        Permalink

        আমি শিব্বীর আহমেদ আমি একজন বিকাশ গ্রাহক আমাকে10000 টাকা ধার দেন আমার খুব উপকার হবে আই ৩মাসেফ আগে ধার শোধ করব

        Reply
        • 19/08/2023 at 6:37 PM
          Permalink

          নিয়মিত বিকাশ ব্যবহার করুন

          Reply
        • 01/09/2023 at 5:50 PM
          Permalink

          আমার দশ হাজার টাকা লোন লাগবে আমার বিকাশ নাম্বার ০১৮২৩ ৯০ ৪৭ ৯৫ আমার নাম মোঃ আবুল হোসেন আমার বাড়ি চট্টগ্রাম বদ্দারহাট চাটগাঁও চট্টগ্রাম

          Reply
          • 04/09/2023 at 5:58 PM
            Permalink

            নিয়মিত লেনদেন করুন। পারলে বিকাশে একটি ডিপিএস করুন।

          • 10/09/2023 at 7:45 PM
            Permalink

            ব্যবসায়ীদের জন্য ব্যাংক লোন।

  • 08/07/2023 at 10:52 PM
    Permalink

    আমার ১০ হাজার টাকা লাগবে

    Reply
    • 15/08/2023 at 2:40 PM
      Permalink

      ১০ হাজার টাকা লোন নিতে চাই এটা আমার বিকাশ নাম্বার ০১৪০৭৭১৭৮৬৫

      Reply
      • 16/08/2023 at 10:06 PM
        Permalink

        অনুগ্রহ করে নিয়মিত বিকাশ অ্যাপ ব্যবহার করতে থাকুন।

        Reply
  • 15/08/2023 at 5:07 PM
    Permalink

    plz sir Amake loan din 10k tk 01738163267🥺🥺🤗

    Reply
    • 16/08/2023 at 10:06 PM
      Permalink

      অনুগ্রহ করে নিয়মিত বিকাশ অ্যাপ ব্যবহার করুন।

      Reply
  • 19/08/2023 at 12:16 AM
    Permalink

    ভাই নতুন মোদির দোকান ঠিক আছে আপনারা চিনবেন না হয়তো এখন দিবেন নাকি আপনারা জানেন লোনটা দেন

    Reply
    • 19/08/2023 at 6:39 PM
      Permalink

      নিয়মিত বিকাশ ব্যবহার করুন।

      Reply
  • 05/09/2023 at 9:36 AM
    Permalink

    আমার ১০.০০০ টাকা লোন লাগে আজকে 01832244915 Bkash

    Reply
    • 08/09/2023 at 6:31 AM
      Permalink

      নিয়মিত বিকাশ ব্যবহার করুন।

      Reply
  • 08/09/2023 at 1:14 PM
    Permalink

    Amer loan lakva bekas number. 01823559386.tk10000

    Reply
    • 10/09/2023 at 7:48 PM
      Permalink

      অনুগ্রহ করে অপেক্ষা করুন। বিকাশে লোন মেন্যুতে অফার পাবেন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *