ব্যাংক চার্জ ২০২৩ । এটিকে যে কারণে অপরিচালন ব্যয় বলা যাবে না
লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকদের থেকে চার্জ নেয় – কিছু ব্যাংক নগদ চার্জ গ্রহণ করে আবার কিছু ব্যাংক একাউন্ট থেকে চার্জ করে – ব্যাংক চার্জ ২০২৩
Bank Charge 2023 – রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলো ১০০০০ টাকার নিচের লেদেনের ক্ষেত্রে কোন চার্জ নেয়ার সুযোগ নেই কিন্তু অন্য ব্রাঞ্চে লেনদেন করলেই চার্জ গ্রহণ করে থাকে। ১০,০০০ টাকা পর্যন্ত (দৈনিক ১টি ফ্রি) ২য় ট্রানজেকশনের ক্ষেত্রে কমিশন ১৫ টাকা ভ্যাট ৩ টাকাসহ সর্বমোট সার্ভিস চার্জ ১৮ টাকা মাত্র। ১০,০০১ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশনের ক্ষেত্রে কমিশন ২৫ টাকা ভ্যাট ৪ টাকাসহ সর্বমোট সার্ভিস চার্জ ২৯ টাকা মাত্র। সকল ব্যাংকের চার্জ শীট দেখুন এখানেই।
৫০,০০১ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশনের ক্ষেত্রে কমিশন ৫০ টাকা ভ্যাট ৮ টাকাসহ সর্বমোট সার্ভিস চার্জ ৫৮টাকা মাত্র। ১,০০,০০১ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশনের ক্ষেত্রে কমিশন ১০০ টাকা ভ্যাট ১৫টাকাসহ সর্বমোট সার্ভিস চার্জ ১১৫টাকা মাত্র। ৫,০০,০০১ থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশনের ক্ষেত্রে কমিশন ১৫০ টাকা ভ্যাট ২৩ টাকাসহ সর্বমোট সার্ভিস চার্জ ১৭৩টাকা মাত্র। Online সার্ভিস চার্জ উভয় ক্ষেত্রে এবং ট্রানজেকশন লিমিট ২০২৩
স্থিতি নিশ্চিতকরণ সনদ ফি (Balance Confirmation Certificate Fee): ষান্মাসিক ও বাৎসরিক ভিত্তিতে অর্থাৎ বছরে দু’বার ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে হিসারের স্তিতি নিশ্চিতকরণ সনদ (হিসাব বিবরণীসহ) প্রদানের জন্য কোন চার্জ/ ফি আদায় করা যাবে না। তবে, গ্রাহককে দু’বারের বেশি এ সনদ (হিসাব বিবরণীসহ) গ্রহন করতে হলে সে ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ১০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।
পে অর্ডার (PO) ইস্যুর ক্ষেত্রে অনধিক ১০০০ টাকা সর্বোচ্চ ২০ টাকা, ১০০১ হতে অনধিক ১০০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০ টাকা এবং ১০০০০০ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে। পে-অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০ টাকা চার্জ /ফি আদায় করা যাবে।
পরিচালন ব্যয় কি? An expense incurred in carrying out an organization’s day-to-day activities, but not directly associated with production অর্থাৎ যে ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় কিন্তু সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয় তাই পরিচালন ব্যয়। ব্যাংক চার্জের সংজ্ঞাটা কি? বিজনেস ডিকশনারী অনুযায়ী A fee levied on an account by a financial institution. A bank charge can result from the account holder not maintaining a minimum balance, for overdrafts, or from any of a wide variety of other banking activities and actions. Also called bank fee. আরেকটু সহজ করে উইকিপিডিয়াতে বলা হয়েছে- The term bank charge covers all charges and fees made by a bank to their customers. অর্থাৎ ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সকল চার্জ এবং ফি।
ব্যাংক চার্জ ২০২৩ । এটিকে যে কারণে অপরিচালন ব্যয় বলা যাবে না / ব্যাংক চার্জ ২০২৩
দৈনিক অনলাইন ট্রানজেকশনে নিম্নোক্ত চার্জ প্রযোজ্য হইবে। তবে নিজ ব্রাঞ্চ বা একাউন্ট খোলা আছে সেই ব্রাঞ্চে কোন চার্জ প্রদান করতে হবে না যে কোন লেনদেনের ক্ষেত্রেই।
Caption: No Change Will be applicable to another Branche to Same District but it is not maintained
ব্যাংক চার্জ যে সকল ক্ষেত্রে আরোপ করা হয়। ব্যাংক চার্জ বা ফি কি কি বিষয়ের উপর ধরা হয়।
- ব্যাংক হিসাব রক্ষনের ফি
- ইন্টারনেট ব্যাংকিং চার্জ
- এটিএম লেনদেন চার্জ
- টেলিফোন/মোবাইল ব্যাংকিং ফি
- ব্রাঞ্চ উইথড্রয়াল ফি
- চেক উত্তোলন ফি
- ক্রেডিট লিমিট ক্রস ফি
- জমাতিরিক্ত উত্তোলনের ফি
- লভ্যাংশ আদায়ের চার্জ
ব্যাংক চার্জ কি পরিচালনা ব্যয়?
ব্যাংক চার্জ ২০২৩- যেহেতু আধুনিক ব্যবসায়ের যুগে প্রতিটি প্রতিষ্ঠান তার নিজের জন্য অন্তত একটি ব্যাংক হিসাব খুলে থাকে [অডিটে থাকা কালীন আমি দেখেছি একটি প্রতিষ্ঠানের একধিক ব্যাংক এ্যাকাউন্ট থাকতে] এবং ব্যবসায়ের যাবতীয় (খুচরা লেনদেন ছাড়া) লেনদেন ব্যাংকের মাধ্যমেই করে থাকে। তাই আজকাল ব্যাবসায়ের পরিচালনা ব্যাংক ছাড়া চিন্তাই করা যায় না এবং ব্যাবসায়ের দৈনন্দিন লেনদেন যেমন: দেনা পরিশোধ, পাওনা আদায়, নগদ টাকার নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা ব্যাংক দিয়ে থাকে। ফলে, ব্যাংক যে সার্ভিস চার্জ গ্রাহকের কাছ থেকে কর্তন করে তা অবশ্যই প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বলে গণ্য হবে। ব্যাংকের নানা রকম চার্জগুলোর মধ্যে জমাতিরিক্ত উত্তোলনের চার্জ, লভ্যাংশ গ্রহণের চার্জ, লিমিট ক্রসের চার্জ কে আমরা অপরিচালন ব্যয় বলতে পারি; আর বাকী সব চার্জগুলো পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। যেহেতু ব্যাংকের চার্জগুলোর মধ্যে পরিচালন সম্পর্কিত চার্জের সংখ্যাই বেশি এবং প্রতিনিয়ত পরিচালন গুলোই রিপিট হয় তাই ব্যাংক চার্জকে অপরিচালন বলার চেয়ে পরিচালন বলাই উত্তম।