প্রত্যেকটি চার্জ অত্যন্ত যৌক্তিক। বরং গড় স্থিতি কম থাকায় বার্ষিক হিসাব সমাপনী চার্জ কর্তন করা হয় নি। 1) EXCISE DUTY 150/-> ব্যাংকের কোন বিষয় নয়, এটা সরকারের নির্দিষ্ট করে দেয়া স্লাব অনুযায়ী কর্তন করে সরকারী কোষাগারে জমা হয়, 2) 7/- > আপনাকে ছয় মাসে 49/- টাকা সুদ দিয়েছে তার উপর সরকারী কোষাগারে 15 উৎসে কর জমা হয়েছে, এটাও ব্যাংকের আয় নয়, 3) & 4) 60/- ও 400/-।

আপনার সারা বছরে ব্যবহৃত ATM CARD এর MAINTAINANCE বাবদ 400/- ব্যাংকের আয় এবং এর উপর 15% ভ্যাট বাবদ 60/- সরকারী কোষাগারে জমা, 5) 8/- & 50/- > সারা বছর মোবাইল কোম্পানীর মাধ্যমে আপনাকে প্রতিটা লেনদেনের যে তথ্য বা বার্তা দেয় তার জন্য মোবাইল অপারেটরকে 50/- দিতে হবে এবং তার উপর 15% ভ্যাট বাবদ 8/- সরকারী কোষাগারে জমা হয়েছে।

তাহলে বর্ণিত 7টি এন্ট্রির মধ্যে 4টি এন্ট্রি 150+7+60+8 = 225 টাকা সরকারী কোষাগারে জমা হয়েছে, 1টি এন্ট্রি 49/- টাকা গ্রাহকের লাভ হয়েছে, এবং 1টি এন্ট্রি 400/- ব্যাংকের আয়, এবং 1টি এন্ট্রি 50/- মোবাইল কোম্পানীর আয়। সরকার নির্ধারিত চার্জ গুলি সকল ব্যাংকের জন্য বাধ্যতামূলক। আসলে বাহিরে থেকে দেখলে একরকম কিন্তু বিশ্লেষন করলে আর এক রকম হয়।

প্রতি বছর যে ব্যাংক চার্জগুলো কর্তন হয় । Bank charge for government also

আবগারি শুল্ক ছাড়াও ব্যাংকগুলো টিডিএস সরকারের পক্ষে কর্তন করে থাকে এবং মোবাইল অপারেটরদের হয়ে এসএমএস চার্জ কর্তন করে।

ডিসেম্বরে ব্যাংক চার্জ

Caption: sonali bank Charge at bank statement

Which charges are being charged by Sonali Bank

  1.  EXCISE DUTY 31-12-2021 – Taka 150.0
  2. TDS DEDUCTION ON INTEREST AMOUNT 31-12-2021-Taka 7.0
  3. INTEREST APPLIED 31-12-2021 + Taka 49.0
  4. VAT ON CHARGE 29-12-2021 -Taka 60.0
  5. ATM YEARLY CHARGE 29-12-2021 – $400.0
  6. SMS CHARGE VAT(TRANSACTIONAL ALERT) 29-12-2021 – Taka 8.0
  7. SMS CHARGE RANSACTIONAL ALERT) 29-12-2021 -Taka 50.0
  8. Yearly Accounts maintenance charge Taka 375.0

এই চার্জগুলো কি শুধু সোনালী ব্যাংক ই কাটে?

এটা শুধু সোনালী ব্যাংক না। এটা বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো যে পরিমাণে চার্জ কাটে এটার প্রতিবাদ করার জায়গা নেই প্রতিরোধে কোন সুযোগ নাই। যারা এগুলো দেখভাল করার দায়িত্বে আছে তারা এগুলো আসলে ঠিক মতন দেখেনা। তবে প্রতিটি চার্জের জন্য গ্রাহককে এসএমএস দিয়ে অবগত করা উচিত।