শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম ২০২৩ । সরকার ক্ষুদ্র উদ্যোগে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দিবে?

মফস্বল এলাকায় শিল্প স্থাপনে সরকার মাত্র ৭% সুদের ১৫ লক্ষ টাকা থেকে ৭৫ কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ কার্যক্রম স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে চালু রেখেছে– শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম ২০২৩

সরকারি কোটি টাকার ঋণ?– কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বল ভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম এর নাম এবং নীতিমালা পরিবর্তন করা হয়েছে। গত ০৫ সেপ্টেম্বও ২০১৯ তারিখের এসএমইএসপিডি সার্কুলার নং-০২ এবং ০৭ মে ২০২০ তারিখের এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০২ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসএমইএসপিডি সার্কুলার নং-০২ এর ১১.১ নং অনুচ্ছেদ এ বর্ণিত ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বল ভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’ তহবিলটির নাম পরিবর্তন করে “কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করার জন্য পুনঃঅর্থায়ন স্কিম” হিসেবে নামকরণ করা  এবং উক্ত অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা প্রতিস্থাপন করা হয়েছে।

মফস্বল এলাকায় এ ঋণ পাওয়া যাবে? হ্যাঁ। কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করার জন্য পুনঃঅর্থায়ন স্কিম দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি খাতের পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন ও তদ্‌সংক্রান্ত সহায়ক সেবা প্রদানকারী খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক অর্থায়নকে উৎসাহিতকরণের লক্ষ্যে এ স্কিমটি চালু রয়েছে। এ স্কিমের আওতায় বিনিয়োগযোগ্য খাত, এলাকা এবং পুনঃঅর্থায়নযোগ্য ঋণসীমা নির্ধারণ করা হয়েছে। কৃষিভিত্তিক শিল্প/সেবা উদ্যোগটি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে অবস্থিত হতে হবে। এক্ষেত্রে, পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানের ক্ষেত্রে মফস্বল এলাকার উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান করতে হবে।

কিভাবে প্রতিষ্ঠাণের ধরণ ও পরিধি নির্ধারণ করা হবে? শিল্প উদ্যোগের ধরণ আলোচ্য সার্কুলারের ২.১ নং অনুচ্ছেদে বর্ণিত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞার আলোকে নির্ধারিত হবে। শিল্প উদ্যোগের ধরণ নির্ণয়ের মানদন্ড ১০ লক্ষ টাকার নিচে হলে সেটি কুটির শিল্প। পারিবারিক সদস্যসহ অন্যান্য সদস্য এর সমন্বয়ে গঠিত হবে তবে ১৫ জনের অধিক হবে না।

কুটির শিল্প উৎপাদনেও কি এ ঋণ প্রদান করা হবে? / ক্ষুদ্র ও মাঝারি শিল্পও কোটি টাকার ঋণ পাবে

শিল্পটিকে এসএমইএসপিডি সার্কুলার নং-২/২০১৯ এর সংযোজনী-১১ এ বর্ণিত এক বা একাধিক কৃষিভিত্তিক শিল্প খাতের অন্তর্ভুক্ত হতে হবে। তবে, তালিকা বহির্ভূত এতদসংক্রান্ত অন্যান্য উপযোগী শিল্পে প্রদত্ত ঋণের বিপরীতেও এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর পূর্বানুমোদন সাপেক্ষে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা যাবে। এক্ষেত্রে এসএমইএসপিডির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Caption: Full PDF Download

সিলিং অনুসারে সুদের হার কত হবে? । মাত্র ৭% সুদের এসব কোটি টাকার ঋণ প্রদান করা হবে।

  1. কুটির উদ্যোগ – ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
  2. মাইক্রো উদ্যোগ- ১ কোটি টাকা পর্যন্ত।
  3. ক্ষুদ্র উদ্যোগ- ২০ কোটি টাকা পর্যন্ত।
  4. মাঝারি উদ্যোগ- ৭৫ কোটি টাকা পর্যন্ত।

কত টাকার ঋণ তহবিল এটি?

বর্তমানে অত্র স্কীমের আওতায় পুনঃঅর্থায়ন তহবিলের পরিমাণ ১৪০০ কোটি টাকা। আলোচ্য তহবিলের আওতায় সুদের হার গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ০৭ (সাত) শতাংশ এবং পুনঃঅর্থায়নের বিপরীতে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে ০২ (দুই) শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে। এতদ্ব্যতীত, সূত্রে উল্লেখিত সার্কুলার ও সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে । ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।

ঘরে বসে ঋণ পাওয়ার উপায় ২০২৩ । অনলাইনে কোন কোন ব্যাংক ঋণ দেয়? বিকাশ ১০ হাজার টাকা লোন ২০২৩ । প্রথম বিকাশ লোন সফলভাবে পরিশোধ করলে ২য় ঋণ কি ১৫০০০ টাকা? জনতা ব্যাংক গৃহ নির্মাণ/ফ্ল্যাট ঋণ ২০২৩ । সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ পাওয়ার সহজ উপায় কি?
ডাচ-বাংলা ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ । ব্যাংক ঋণ নিতে কি কি কাগজপত্র লাগে? প্রবাসীদের ব্যাংক লোন । প্রবাসীর পরিবারকে জামানত বিহীন ৩ লক্ষ টাকা ঋণ? কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৩ । কৃষি ঋণের সুদের হার কত হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *