সরকারি প্রতিষ্ঠানের একাউন্ট খোলার নিয়ম ২০২৩ । সোনালী ব্যাংক একাউন্ট খোলার ফরম pdf ডাউনলোড
সরকারি প্রতিষ্ঠানের জন্য ৭ পাতার ফরম নয় বরং দুই পৃষ্ঠার ফরম ব্যবহার করলেই চলবে– সরকারি প্রতিষ্ঠানের একাউন্ট খোলার নিয়ম ২০২৩
সরকারি প্রতিষ্ঠানের জন্য কি চলতি হিসাব? হ্যাঁ। – চলতি হিসাব বলতে কোনও ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত একটি জমা হিসাবকে বোঝায়। হিসাবটি এর মালিক চাহিবামাত্র লভ্য থাকে। হিসাবের মালিক ত্বরিত ও অহরহ অর্থ উত্তোলন বা জমাদানের জন্য হিসাবটি ব্যবহার করতে পারেন। সরকারি প্রতিষ্ঠানের জন্য সঞ্চয়ী হিসাব খোলা যায় না।
চলতি হিসাব খুলতে কত টাকা লাগে? প্রাথমিকভাবে ২০০০ টাকা জমা দিয়ে চলতি হিসাব খুলতে হয়। ফরমের সাথে এনআইডি, ছবি ইত্যাদি সহ ফরওয়াডিং দিয়ে জমা দিতে হয়। ব্যাংক একটি নমুনা স্বাক্ষরের ছোট কার্ড সরবরাহ করবে। সেখানে স্ট্যাম্প সাইজ ছবি এবং কর্তৃপক্ষের স্বাক্ষর সহ অর্থাৎ যিনি হিসাব পরিচালনা করবে সেই ব্যক্তি তথ্য দিতে হবে। ব্যক্তি নামে নয় বরং প্রতিষ্ঠান বা ডিডিও বা আয়ন ব্যয়ন কর্মকর্তা নামে হিসাব খুলতে হয়।
সরকারি প্রতিষ্ঠান বলতে কি বুঝায়? যে সকল প্রতিষ্ঠানের সব কিছু সরকার পরিচালনা , নিয়ন্ত্রণ , হস্তক্ষেপ করে সে গুলো হলো সরকারি। সরকারের অধীনেই পরিচালিত হয় অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে সরকারের প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান। সরকারি যে কোন আদেশ নিষেধ জারি করলে সরকারি প্রতিষ্ঠান গুলো তা অক্ষরে অক্ষরে পালন করে থাকে।
অনলাইন হতেই ডাউনলোড করে প্রিন্ট করে জমা দেওয়া যাবে / দুই পৃষ্ঠার এক পাতার ফরম সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হইবে
প্রাতিষ্ঠানিক হিসাব যৌথ নামেও খোলা যায়।
Caption: sonali bank Full Form pdf Download
সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা ২০২৩ । যে সকল তথ্য না দিলেও চলবে অর্থাৎ সংশ্লিষ্টতা না থাকলে দিতে হবে না
- ব্যবসায়ের ধরণ।
- ব্যবসায়ের প্রকৃতি।
- বার্ষিক টার্ণওভার।
আয়ন ব্যয়ন কর্মকর্তা কি?
যে কর্মকর্তার উপর সরকারি তহবিল হইতে সরকারি অর্থ উত্তোলন এবং প্রাপককে তাহা প্রদানের দায়িত্ব অর্পিত হয় তাহাকে আয়ন ও ব্যয়ন কর্মকর্তা বলা হয়। ডিডিও অর্থাৎ Drawing and Disbursing offier এর নামে সাধারণত ব্যাংক হিসাব খোলা হয়। সাবসিডিয়ারি রুলস-৬১ অনুযায়ী-সরকারের নিকট কোন দাবী প্রাপ্য হইবার ছয় মাসের মধ্যে পেশ করা না হইলে তাহা অনুসন্ধান আদেশ ছাড়া পরিশােধ করা যাইবে [পরবর্তীতে সংশােধিত হইয়া এক বৎসর হইয়াছে। এই বিধি এস, আর-২২৭ অনুযায়ী পরিচালিত অবসর ভাতা কিংবা বর্ধিত বেতনের বকেয়া এক বৎসরের বেশী কিন্তু ছয় বৎসরের কম পুরাতন হইলে নিয়োেগকারী কর্তৃপক্ষের বিশেষ অনুসন্ধান আদেশ প্রয়ােজন হইবে। ছয় বৎসরের অধিক হইলে সরকারের মঞ্জুরীর প্রয়ােজন হইবে।