গত বছর এফডিআর হার – ২০১৯ সালের মুনাফার হার ছিল ৩ বছর পর্যন্ত ৬.৫%, সেখানে বর্তমানে ৫.৬০% মুনাফা পাওয়া যাবে ৩ বছর মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে। ৬মাস বা তদুর্ধ্ব অর্থাৎ এক বছর সময়ের জন্যও যদি আপনি টাকা জমা রাখেন তবুও ৫.৬০% মুনাফা পাওয়া যাবে।

ধরি আপনি ১,০০,০০০ টাকা তিন বছরের জন্য এফডিআর করলেন অর্থাৎ স্থায়ী আমানত হিসাবে সোনালী ব্যাংকে জমা রাখলেন। তো তিন বছর পর আপনার মুনাফা দাঁড়াবে ১,০০,০০০*৫.৬%*৩ = ১৬,৮০০ টাকা। সেখান থেকে ১০% মুনাফার উপর ট্যাক্স বা আয়কর কাটা হবে ১৬৮০০*১০% = ১৬৮০ টাকা তাহলে নীট মুনাফা দাড়াল ১৬৮০০-১৬৮০ =  ১৫১২০ টাকা। তাহলে ৩ বছর পূর্তিতে পেলেন ১,১৫,১২০ টাকা মাত্র।

বর্তমান এফডিআর মুনাফার হার কত? / মুনাফার হার এত কম কেন? শুধু কি সোনালী ব্যাংকেই এত কম রেট?

অন্যান্য ব্যাংকগুলোতেও ৬ এর মধ্যেই বর্তমান এফডিআর হার

Sonali Bank FDR Rate 2022

 

২০২৪ সালে পুন: নির্ধারিত মুনাফার হার কত?

ক্রমিক নং আমানতের বিবরণ পুন:নির্ধারিত সুদ/মুনাফার হার
১। ক) ৩ মাস বা তদুর্ধ্ব কিন্তু ৬ মাসের কম ৫.৬%
২। ৬ মাস এবং তদুর্ধ্ব কিন্তু ১ বছরের কম ৫.৬%
৩। ১ বছর এবং তদুর্ধ্ব কিন্তু সর্বোচ্চ ৩ বছর ৫.৬%