১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে কত টাকা কাটবে । আবগারি শুল্ক ও সুদের উপর উৎসে কর কাটবে

ব্যাংক গুলো বিভিন্ন চার্জ কর্তন বাবদ কোন মেসেজ গ্রাহককে দেয় না – আবগারি শুল্ক, একাউন্ট মেইনটেইন চার্জ ইত্যাদি ব্যয় আপনার মোবাইলে মেসেজ আসবে না – ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে কত টাকা কাটবে

এত টাকা কেন কর্তন করে ব্যাংক? – কিছু অর্থ ব্যাংক নিজের জন্য কর্তন আর কিছু অর্থ সরকার এবং থার্ড পার্টির জন্য কর্তন করে থাকে, আবগারিশুল্প, উৎসে কর সরকারি কোষাগারে জমা দিতে হয় এবং মেসেজ চার্জ ১৫০ টাকা করে বছরে দুইবার মোট ৩০০ টাকা এটি অপারেটরদের দিতে হয়। এছাড়াও মেইনটেইন চার্জ ও সার্ভিস চার্জ ব্যাংক নিজের জন্য কর্তন করে থাকে। Bank Charges 2022 । কোন খাতে কত টাকা ব্যাংক চার্জ

আপনার ব্যাংক একাউন্ট যদি মুনাফা যোগ হয়ে থাকে তবে মুনাফার ১০%(With TIN number ) উৎস কর এবং ১৫%(Without TIN number ) উৎস কর কাটা হবে। অবশ্যই এই উৎস কর সরকারি কোষাগারে জমা দেয়া হবে। দয়া করে এই ব্যাপারে ব্যাংকারদের অভিসম্পাত দেবেন না। Excise Duty Rate 2022 । আবগারি শুল্ক কর্তনের হার ২০২২

আবগারি শুল্কের পাশাপাশি বিবিধ প্রকার চার্জও কাটবে ব্যাংক। যেমন ধরেনঃ সার্ভিস চার্জ, এসএমএস চার্জ, অনলাইন চার্জ, আরো নানা নামীয় চার্জ এবং প্রতিটি চার্জের সাথে ১৫% ভ্যাট। ব্যাংকে একাউন্ট রাখতে হলে এই চার্জ দিতেই হবে! অবশ্য, আপনি যদি মোবাইলে একাউন্ট মেইনটেইন করতে চান, সেইটা আপনার ইচ্ছা বা খুশি খেয়াল। ব্যাংকের বাৎসরিক চার্জ । ব্যাংকে হিসাব খোলার পূর্বেই হিসাবের খরচ কত জানুন

এক লক্ষ টাকা রাখলে বৎসরে ৫০০ টাকা আবগারি শুল্ক এবং ২-২.৫% ব্যাংক সুদ দিয়ে সেখান থেকে ১৫% উৎসে কর কাটবে এবং মেসেজ চার্জ বাবদ ৩০০ টাকা, ডেবিট কার্ড বাবদ ৫০০-৬০০ টাকা এবং একাউন্ট রক্ষনাবেক্ষণ চার্জ হিসেবে ৩৪৫+ ভ্যাট কাটবে

প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য শুধুমাত্র ব্যাংক ভেদে সার্ভিস চার্জ ভিন্ন হয়ে থাকে। চার্জগুলো যে কাটছে সেটি জানতে ব্যাংক স্টেটমেন্ট তুলে দেখতে হবে।

১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে কত টাকা কাটবে । আবগারি শুল্ক ও সুদের উপর উৎসে কর কাটবে

আপনার ব্যাংক একাউন্টে(লোন বা সঞ্চয়ী বা ডিপিএস) যদি বছরের কোনো একদিন এক মিনিটের জন্যও ব্যালান্স ১ লাখের ওপর হয়, ১৫০ টাকা আবগারি শুল্ক কেটে নেবে ব্যাংক।

আবগারি শুল্ক কাটা হবে। অবশ্যই এই শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

  1. ব্যালান্স ৫ লাখ+ এর জন্য ৫০০ টাকা
  2. ব্যালান্স ১০ লাখ + এর জন্য ৩,০০০ টাকা
  3. ব্যালান্স ১ কোটি+ এর জন্য ১৫,০০০ টাকা
  4. ব্যালান্স ৫কোটি+ এর জন্য ৪০,০০০ টাকা

ই ওয়ালেট থেকে দেখা যাবে চার্জগুলো?

হ্যাঁ আপনি যদি ই ওয়ালেট ব্যবহার করেন তা যে কোন ব্যাংকেরই হোক না কেন আপনি স্টেটমেন্ট ডাউনলোড করে যে চার্জগুলো কাটা হচ্ছে তা দেখতে পারবেন। ব্যাংক চার্জগুলোর জন্য গ্রাহক কোন মেসেজ পায় না। ব্যাংকে টাকার খোজ নিতে গেলে প্রত্যাশিত অর্থের চেয়ে কম টাকা দেখবে। তাই ব্যাংকে আপনি ১ লক্ষ টাকা ফেলে রাখলে মূল্যফিস্তি ও ব্যাংক চার্জ কেটে তা প্রতি বছর কমতেই থাকবে।

ব্যাংক চার্জ ২০২২ । ব্যাংক চার্জ, ফি, কমিশন হারে বড় ধরনের পরিবর্তন এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *