৫০০০ টাকার ডিপিএস ২০২৩ । কোন ব্যাংকে এখন ডিপিএস লাভজনক?

ডিপিএস করার ব্যাপারে কেউ কেউ সোস্যাল মিডিয়ায় নিরুৎসাহিত করছে- টাকা খরচ করা সহজ হলেও জমা বা সঞ্চয় করা খুবই কঠিন– ৫০০০ টাকার ডিপিএস ২০২৩

টাকা হাতে রাখাই কি ভাল? – না। অনেকেই মনে করছেন ব্যাংকগুলো দেওলিয়া হয়ে গেছে তাই টাকা ব্যাংকে রাখা নিরাপদ নয়, হাতে রাখাই ভাল। না ব্যাপারটি এমন নয় এখন অর্থাৎ চলতি মাসে মুদ্রাস্ফিতি ১০% অতিক্রম করেছে তাই টাকা হাতে রাখলে তা দ্বিগুন হারে কমতে থাকবে। ব্যাংক রাখলে ৮-৯% পর্যন্ত আমানতের সুদ পাওয়া যাবে। ফলে আপনি বছরে ১-৩% পর্যন্ত মূল্য হারাবেন কিন্তু হাতে রাখলে ১০০ টাকায় ন্যূনতম ১০ টাকা হারাবেন তাই বিনিয়োগের মাধ্যমে না থাকলে অবশ্যই ব্যাংকে রাখুন।

ডিপিএস এ তো লাভ বেশি নেই তাহলে কেন রাখবো? হ্যাঁ। যুক্তিসঙ্গত প্রশ্ন কিন্তু আপনি কেন কেউই টাকা হাতে ধরে রাখতে পারে না। এমন লোক খুব কমই পাবেন যে, তাকে খরচ করা থেকে বিরত রাখতে পারে। আপনি যদি একটি ডিপিএস বা এফডিআর করেন তবে সেটি ব্যাংকে থাকবে সহসা খরচ হবে না। ডিপিএস করলে টাকা কিছু না কিছু জমা হবেই কিন্তু হাতে রাখলে খরচ ছাড়া কিছু হবে না। তাই ভবিষ্যৎ নিরাপদ করতে আয়ের ৩০-৫০% অবশ্যই সঞ্চয় করুন প্রতি মাসে।

ডিপিএস বিকাশে করবেন নাকি ব্যাংকে? ব্যাংকে করাই ভাল কারণ এখন সকল ব্যাংকেই অ্যাপ আছে অ্যাপ হতে বেতন ঢোকার সাথে সাথেই জমা করে দিতে পারেন। তাছাড়া অটো কর্তনের সুবিধাও রয়েছে। যাদের বিকাশে নিয়মিত টাকা আসে বা বেতন বিকাশে হয় তারা বিকাশেই একটি ডিপিএস খুলতে পারেন মুহুর্তেই। তাই দেরি করলেই লেট হয়ে যাবে তাই দ্রুত কিছু জমা করুন অন্যথায় সামনে টিকে থাকা কষ্ট হয়ে যাবে।

ডিপিএস করবো করবো করে করা হয় না/ ডিপিএস চাঁদা ভুতে যোগাবে এটি আমার এক বন্ধু কথা তার পরামর্শে ডিপিএস করেই আমার কিছু টাকা জমা হয়েছে।

তাই দেরি না করে অনলাইনেই ডিপিএস একাউন্ট খোলা যায়। তাছাড়া ব্যাংকে গিয়ে জমা দেওয়ার ঝামেলা নেই, অ্যাপ হতে এখন ডিপিএস জমা দেয়া যায়। এছাড়া বিকাশ হতেও ডিপিএস একাউন্ট খুলে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইডিএল ইত্যাদি ব্যাংকে টাকা জমা করা যায়।

Caption: DPS from Bkash or Bank 

ডিপিএস রেট ২০২৩ । কোন ব্যাংক ভাল মুনাফা বা সুদ দেয়? ফেসবুকে দেওয়া বিভিন্ন ব্যক্তির মতামত প্রদান করা হল

  1. Partho Roy Partho 8% IFIC Bank PLC
  2. Global islami bank plc.. 8.5%… 2,3,5,8,10 years
  3. Modumoti Bank 8% 5-10 years
  4. AB Bank 8.50%
  5. Ankhi Akter 9% Padma Bank Limited 3, 5, 8, & 10 years.
  6. Md. Shohag Hosen IFIC amar Bond a sob theke besi interest 12%
  7. সায়নের বাপ IIDFC 9%
  8. Parimohan Singha NCC Bank
  9. Mizanur Rahman Post office a
  10. নাঈম মাহমুদ Pubali Bank Limited
  11. Shuvo Dey Ebl bank a

বিকাশ ডিপিএস খোলার সুবিধা কি?

ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা জমবে, বাড়বে নিরাপদে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর সেভিংস স্কিমের আওতায় প্রতিমাসে জমার টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার বিকাশ একাউন্ট থেকে কেটে নেয়া হবে এবং মেয়াদ শেষে লাভসহ আসল টাকা পেয়ে যাবেন আপনার বিকাশ একাউন্টে। শুধু তাই নয়, মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচও লাগবেনা।

ডিপিএস নাকি পেনশন স্কিম । মাত্র ১০০০ টাকা চাঁদায় ৩৪৪৬৫ টাকা মাসিক পেনশন আজীবন বিকাশ অ্যাপে ডিপিএস । নারীরা বিকাশে মাসিক মাসিক সঞ্চয় করছেন? সোনালী ব্যাংক সার্ভিসেস ২০২৩ । সোনালী ব্যাংকে ৫ বছর মেয়াদ ডিপিএস খোলার নিয়ম

বিকাশ নিয়ে এল নতুন ডিপিএস স্কিম ২০২৩ । মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা জমান বিকাশে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *