অগ্রণী ব্যাংক ডিপিএস ২০২২

অগ্রণী ব্যাংক সঞ্চয় পেনশন স্কিম (APS) এর উদ্দেশ্য হলে মধ্য, নিম্ন, নিম্নমধ্য বিত্ত এবং নিম্ন আয়ের  মানুষ মাসিক কিস্তিতে সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিশ্চয়তা প্রদানের প্রচেষ্টা চালানো। 

অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার যোগ্যতা

  1. ১৮ বছর বা বেশি বয়সী যে কোন বাংলাদেশী এ হিসাব খুলতে পারবেন।
  2. মাসিক কিস্তির পরিমাণ ১০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত তবে ১ হাজার টাকা গুনিতক।
  3. কোন নাবালাক বা যৌথণামে একাউন্ট খোলা যাবে না।

মুনাফা ও মেয়াদ

  1. ৫  এবং ১০ বছর মেয়াদী হতে হবে।
  2. সুদের হার ৫ বছর মেয়াদীদে ৬%
  3. ১০ বছর মেয়াদীতে ৭%

অগ্রণী ব্যাংক ডিপিএস ২০২২

হিসাব খুলতে প্রয়োজনীয় কাগজপত্রাদি

  • টিআইন বা টিন সার্টিফিকেট (যদি থাকে)
  • জাতীয় পরিচয়পত্র বা বৈধ্য পাসপোর্ট /আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/চেয়ারম্যান প্রত্যয়নপত্র।
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
  • নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (হিসাবধারীর মাধ্যমে সত্যায়িত)

বি:দ্র: এই ডিপিএসধারী বা হিসাব ধারীকে কোন চেক বই বা এটিএম কার্ড দেওয়া হবে না। এটি একটি হিসাবের সাথে সংযুক্ত থাকবে। হিসাবে অর্থ জমা করলে কিস্তি জমা হবে। ৫-১০ তারিখের মধ্যে কিস্তির টাকা জমা দিতে হবে। অগ্রিম অর্থ জমা রাখা যাবে।

সূত্র: অগ্রণী ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *