Bank Charges । বার্ষিক ব্যাংক চার্জ

২০২১ সাল শেষ হয়ে আসছে। তাই বছরের এই শেষ সময়ে প্রায়ই আপনাদের অনেকের কাছ থেকে ব্যাংকের বার্ষিক চার্জ কর্তন বিষয়ক অভিযোগ/আপত্তি/অসন্তোষ আকারে গ্রুপে কিছু পোস্ট পাওয়া যাচ্ছে। কি কারণে চার্জ/কমিশন/টাকা কেটেছে সেটা মেসেজেই উল্লেখ থাকে। সুতরাং গ্রুপে এই সংক্রান্ত পোস্ট দেওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে করি না।

বিষয়টি খুব সংক্ষেপে আমি আপনাদের কাছে একটু পরিষ্কার করতে চাই। তা হলো-

ব্যাংকে একাউন্ট মেইনটেইন করলে স্বাভাবিক নিয়মে কিছু চার্জ কাটা যাবে। এগুলোর কোনটা সরকারি আবার কোনটা ব্যাংকের নিজস্ব কমিশন/চার্জ। সরকারি কর্তনের হার সব ব্যাংকের জন্য একই। আবার ব্যাংকের নিজস্ব কমিশন/চার্জ ব্যাংক টু ব্যাংক ভেরি করতে পারে তাদের Schedule of Charges অনুযায়ী।

এসব কর্তনগুলির কোনটা বছরে দুইবার অর্থাৎ জুন এবং ডিসেম্বর ভিত্তিক যেমনঃ AMF (একাউন্ট মেইনটেন্যান্স ফি), SMS এলার্ট সার্ভিস, প্রযোজ্য ক্ষেত্রে মুনাফার উপর Source Tax (উৎসে কর) ইত্যাদি।

ব্যাংক অবগারি শুল্ক

আবার কিছু কর্তন বার্ষিক বা ডিসেম্বর ভিত্তিক যেমনঃ Excise Duty (আবগারি শুল্ক), ATM card চার্জ ইত্যাদি। কিছু চার্জ সরকারি নিয়ম/গেজেট অনুযায়ী নির্ধারিত স্ল্যাব ভিত্তিক এবং সেটা বার্ষিক হিসাবে লেনদেনের পরিমান/স্থিতির (Balance) উপর নির্ভর করে কর্তন করা হয় যেমনঃ আবগারি শুল্ক বা Excise Duty।

ব্যাংক হিসাবে জমাকৃত টাকার উপর কোন Interest/মুনাফা/লাভের উপর টিন সার্টিফিকেট থাকলে ১০% আর না থাকলে ১৫% হারে উৎস কর কাটা যায়।

আবগারি শুল্ক বা Excise Duty কাটা যায় বছরে কোন একদিন একটি/একাধিক লেনদেনের মাধ্যমে (নগদ/ট্রান্সফার/ক্লিয়ারিং) সৃষ্ট হিসাবের স্থিতি/পরিমাণের (Balance) উপর ভিত্তি করে স্ল্যাব অনুযায়ী (উপরের ছবিতে দেখুন)।

উপরোক্ত চার্জের এর বাইরে ব্যাংক গ্রাহকদের নিকট হতে সেবার বিপরীতে বছরের যেকোন সময়ে যদি কোন কমিশন/চার্জ কর্তন করেন তবে অবশ্যই নিয়মানুযায়ী আয়ের উপর ১৫% ভ্যাট (Value Added Tax) কর্তন বাধ্যতামূলক। সুতরাং এটাও আপনাদের বিবেচনায় নিতে হবে।

কাজেই ব্যাংকে হিসাব পরিচালনা করলে এসব কর্তনের বিষয়গুলি সম্পর্কে আগেই ভালোভাবে জেনে নিয়ে হিসাব পরিচালনা করা উত্তম। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাবলিক প্লাটফর্ম/সোস্যাল মিডিয়াতে সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে সমালোচনা/বিষোদগার না করাই উত্তম। কারণ এটা মনে রাখা প্রয়োজন যে কোন ব্যাংক কর্তৃপক্ষ/আর্থিক প্রতিষ্ঠান সমূহ গ্রাহকের হিসাব হতে অযাচিতভাবে/বিনা কারণে কোন ধরনের টাকা/চার্জ কর্তন করেন না। সবকিছু ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ম/Rules/Circular/Schedule of Charges এবং সরকারি নিয়ম/গেজেট/SRO অনুযায়ী নির্দিষ্ট সময়ে ব্যাংকের CBS (Core Banking Software) এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কর্তনগুলি সম্পাদন করা হয়।

কাজেই কোন ব্যাংক চাইলেই ইচ্ছামত কর্তন বা চার্জ বসাতে পারে না। ব্যাংক রুলস অনুসারে বার্ষিক মাসিক এবং ত্রৈমাসিক হারে বা ষান্মাসিক হারে ব্যাংক চার্জ প্রযোজ্য হয়। তাই এসব নিয়ে অহেতুক মন ভার করবেন না বা দু:চিন্তায় মগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ক্রেডিট: Rasel Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *