Bkash Mobile Number Change System 2023 । বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম কি?

বাংলাদেশে বিকাশ লেনদেন খুবই জনপ্রিয়-বিকাশ একাউন্ট খোলা যায় শুধুমাত্র মোবাইল নম্বর ব্যবহার করেই – এই মোবাইল নম্বর অনেকেই পরিবর্তন করতে চান- Bkash Mobile Number Change System 2023

বিকাশ একাউন্টের মোবাইল নম্বর কি পরিবর্তন করা যায়? – বিকাশ একাউন্ট নাম্বারটি পরিবর্তন করা সম্ভব নয়। তবে, আপানি চাইলে যে মোবাইল নাম্বারে আপনার বিকাশ একাউন্ট খোলা আছে সেই একাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে একই আইডি কার্ড ব্যবহার করে অন্য আরেকটি নাম্বারে (যে নাম্বারে আগে কখনোই বিকাশ একাউন্ট খোলা হয়নি) নতুন বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।

একাউন্ট সম্পূর্ণভাবে বন্ধের জন্য বিকাশ একাউন্টের ব্যালেন্স শূন্য করে, আপনার ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, ফটোকপি সহ মূল ফটো আইডি (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) নিয়ে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র অথবা বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন। তবে, আপনি যদি আপনার একাউন্ট থেকে পূর্বে কোনো ‘সেভিংস’ সেবা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেটি প্রথমে বন্ধ করতে হবে এবং যদি কোনো ‘লোন’ সেবা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেটি প্রথমে পরিশোধ করে নিতে হবে।

গ্রাহক সেবা কেন্দ্র সপ্তাহে ৭ দিন (সরকারী ছুটির দিন ছাড়া) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া গ্রাহক সেবা প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (সরকারী ছুটির দিন ও শুক্রবার ছাড়া) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র ও বিকাশ গ্রাহক সেবার তালিকা ও ঠিকানা দেখতে ভিজিট করুন: www.bkash.com/help/locator

নতুন একাউন্ট খোলার ক্ষেত্রে সার্ভিস পয়েন্টে গিয়ে চলতি একাউন্ট বন্ধ করতে হবে / মোবাইল নম্বরই মূলত বিকাশ একাউন্ট তাই মোবাইল নম্বর পরিবর্তন মানেই নতুন একাউন্ট খোলা

বর্তমানে আপনার বিকাশ অ্যাপ এর ‘বিকাশ ম্যাপ’ অপশন থেকেও আপনার নিকটস্থ গ্রাহক সেবা বা গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে পারবেন।

Bkash Mobile Number Change System 2023 । বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম কি?

Caption: Source of information

Bkash Service Point । বিকাশ গ্রাহক সেবা পয়েন্ট দেখে নিন । সারাদেশের গ্রাহক সেবা কেন্দ্রসমূহের তালিকা

জেলা থানা সার্ভিস পয়েন্ট এর নাম ঠিকানা ল্যান্ডমার্ক

ফেনী

দাগনভূঞা

গ্রাহক সেবা – দাগনভূঞা, ফেনী

মিরাকী প্লাস, মাজিদ ম্যানশন, বাংলা বাজার, ফেনী রোড, দাগনভূঞা, ফেনী।

দাগনভূঞা  আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসা এর পার্শ্বে।

ব্রাহ্মণবাড়িয়া

কসবা

গ্রাহক সেবা – কসবা, ব্রাহ্মনবাড়িয়া

মেসার্স খান ট্রেডার্স, সীমান্ত কমপ্লেক্স – ২, গ্রাউন্ড ফ্লোর,পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

ব্র্যাক ব্যাংক এ টি এম বুথের পিছনে

ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুর

গ্রাহক সেবা – বাঞ্ছারামপুর, ব্রাহ্মনবাড়িয়া

সিমান্ত টেলিকম, আলহাজ্ব খোরশেদ আলম কমার্শিয়াল কমপ্লেক্স, ভিটি ঝগড়ারচর, দূর্গারামপুর রোড, বাঞ্ছারামপুর, ব্রাক্ষনবাড়ীয়া।

উপজেলা পরিষদের উত্তর পাশে।

ব্রাহ্মণবাড়িয়া

সরাইল

গ্রাহক সেবা – সরাইল, ব্রাহ্মনবাড়িয়া

মেসার্স শিহাব এন্টারপ্রাইজ, হাজি আবু তাহের মার্কেট (নিচতলা), খাঁটি হাটা, বিশ্বরোড মোড়, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া

তিশা বাস স্ট্যান্ডের পাশে

নোয়াখালী

কোম্পানীগঞ্জ

গ্রাহক সেবা – কোম্পানীগঞ্জ, নোয়াখালী

এ এস কমিউনিকেশন – ২, আয়েশা হক টাওয়ার (নিচতলা), বসুরহাট কলেজ রোড, কোম্পানীগঞ্জ, নোয়াখালী

সরকারি মজিব কলেজের পাশে

নোয়াখালী

চাটখিল

গ্রাহক সেবা – চাটখিল, নোয়াখালী

স্কাই রি এরেঞ্জ লিঃ, সেন্টার পয়েন্ট [নিচতলা], বাদলকোট রোড, চাটখিল, নোয়াখালী।

ইসলামী ব্যাংক এটিএম বুথ এর পাশে।

চাঁদপুর

শাহরাস্তি

গ্রাহক সেবা – শাহরাস্তি, চাঁদপুর

এম/এস সাবিহা এন্টারপ্রাইজ, শাহরাস্তি গেট, দোয়াডাঙ্গা, শাহরাস্তি, চাঁদপুর।

শাহরাস্তি মেডিকেল সার্ভিসের পাশে

খাগড়াছড়ি

মানিকছড়ি

গ্রাহক সেবা – মানিকছড়ি, খাগড়াছড়ি

মাহী টেলিকম, মানিকছড়ি বাজার, কেন্দ্রীয় মসজিদ মার্কেট, মানিকছড়ি, খাগড়াছড়ি

মানিকছড়ি বাজার

খাগড়াছড়ি

গুইমারা

গ্রাহক সেবা – গুইমারা, খাগড়াছড়ি

মা টেলিকম, ঝালিয়াপাড়া, গুইমারা, খাগড়াছড়ি

ঝালিয়াপাড়া বাজার

খাগড়াছড়ি

মাটিরাঙ্গা

গ্রাহক সেবা – মাটিরাঙ্গা, খাগড়াছড়ি

তৃষা ইলেকট্রিক এন্ড মোবাইল সেন্টার, মেইন রোড, ৩ নং গলি মাটিরাঙ্গা বাজার, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি

মাটিরাঙ্গা বাজার

খাগড়াছড়ি

রামগড়

গ্রাহক সেবা – রামগড়, খাগড়াছড়ি

পাওয়ার পয়েন্ট কম্পিউটার, ওয়াপদা মার্কেট, মাস্টার পাড়া, রামগড়, খাগড়াছড়ি

রামগড় বাজার

খাগড়াছড়ি

লক্ষীছড়ি

গ্রাহক সেবা – লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি

স্মৃতি ডিজিটাল ষ্টুডিও এন্ড সার্ভিসিং সেন্টার, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি

লক্ষ্মীছড়ি বাজার

খাগড়াছড়ি

দিঘীনালা

গ্রাহক সেবা – দীঘিনালা, খাগড়াছড়ি

অরভিল কুলিং কর্নার, ওয়ার্ড নং – ০৭, দীঘিনালা, খাগড়াছড়ি

দীঘিনালা বাস স্টেশন

খাগড়াছড়ি

মহালছড়ি

গ্রাহক সেবা – মহালছড়ি, খাগড়াছড়ি

বাপ্পি টেলিকম এন্ড লাইব্রেরি, মাইসছড়ি বাজার, ৪ নং মাইসছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি

মাইসছড়ি বাজার

খাগড়াছড়ি

পানছড়ি

গ্রাহক সেবা – পানছড়ি, খাগড়াছড়ি

রাফি কম্পিউটার এন্ড রবি সেবা, পানছড়ি বাজার, পানছড়ি, খাগড়াছড়ি

পানছড়ি বাজার

Check More Service Point : Click Here

একজন ব্যক্তি কয়টি বিকাশ একাউন্ট খুলতে পারবে?

একটা এনআইডি দিয়ে মাত্র একটাই বিকাশ একাউন্ট খোলা যায়। সে আপনি যে কয়টা নাম্বার ব্যবহার করেন না কেন। একটি এনআইডি দিয়ে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট ই খোলা যায়। তাই আপনার কাছে যতগুলো নম্বর ই থাকুকনা কেনো, আপনি একটার বেশি একাউন্ট খুলতে পারবেন না। তাই বিকাশ একাউন্ট পরিবর্তনের ক্ষেত্রে পুরাতনটি বন্ধ করে নতুন হিসাব খুলতে হবে।

One thought on “Bkash Mobile Number Change System 2023 । বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম কি?

  • 16/03/2023 at 9:51 AM
    Permalink

    ধন্যবাদ আপনাকে

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *