BKB Millionaire Scheme – Bangladesh Krishi Bank  –বিকেবি মিলিয়নিয়ার স্কীম সেই ব্যক্তিদের জন্য একটি আকর্ষণীয় মাসিক আমানত স্কিম যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান যাতে আমানতের পরিপক্কতার উপর একক পরিমাণ অর্থ পাওয়া যায়। গ্রাহকের বড় সুবিধা হচ্ছে খুব দ্রুত ও সহজেই এই স্কিমটিতে অন্তর্ভূক্ত হওয়া যায়। মাত্র একটি ফরম পূরণ করেই এ স্কিম চালু করা যায় এবং কৃষি ব্যাংকে একাউন্ট না থাকলেও একটি ডিপিএস একাউন্ট খুলে স্কিমটি চালু করা হয়। সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম । sonali bank millionaire scheme 2022

সর্বনিম্ন কত টাকার স্কিম রয়েছে? মাসিক কিস্তি ৬,০৯০/- জমায় সুদের হার ৭% সুদে ১০ বছর পর ১০ লক্ষ টাকার মালিক হওয়া যাবে। মাসিক কিস্তি ৯,৭৭০/- জমায় সুদের হার ৬.৫% সুদে ০৭ বছর পর ১০ লক্ষ টাকার মালিক হওয়া যাবে। মাসিক কিস্তি ১৪,৬০০/- জমায় সুদের হার ৬.২৫%  সুদে ০৫ বছর পর ১০ লক্ষ টাকার মালিক হওয়া যাবে। মাসিক কিস্তি ২৫,৮৩০/- জমায় সুদের হার ৬.০০%  সুদে ০৩ বছর পর ১০ লক্ষ টাকার মালিক হওয়া যাবে। এবি ব্যাংক মিলিয়নিয়ার সঞ্চয়ী হিসাব ২০২২

সুদ কিভাবে নির্ধারিত হবে? প্রদেয় সুদ বার্ষিক ভিত্তিতে হিসাব করা হবে। আপনি যদি ১০ বছরের জন্য এ স্কিমটি চালু করেন তবে আপনি সর্বোচ্চ সুদ হার অর্থাৎ ৭% মুনাফা পাবেন এবং যদি আপনি মাত্র ৩ বছর মেয়াদ স্কিমটি চালু করেন তবে জমা কিস্তির পরিমান বেশি হবে এবং সুদের হার কম হবে। ৩ বছর মেয়াদের ক্ষেত্রে ৬% মুনাফা পাওয়া যাবে।

BKB Millionaire Scheme / বাংলাদেশ কৃষি ব্যাংক মিলিওনিয়ার স্কিম

আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যত তাই আজই আপনার মাসিক মোট আয় হতে কিছু অর্থ জমার করুন ডিপিএস স্কিমে এবং তা যদি হয় মিলিওনিয়ার বা ১০ লাখপতি স্কিম তাহলে তো কথাই নাই। এ স্কিমটি চালু করতে আপনার বয়স ১৮ বছর হতে হবে এবং আপনাকে বাঙলাদেশের নাগরিক হতে হবে।

কৃষি ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২২, বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপোজিট, BKB Millionaire Scheme, BKB Millionaire Scheme - Bangladesh Krishi Bank

কৃষি ব্যাংক মিলিওনিয়ার স্কিম

মিলিওনিয়ার স্কিম খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র

  1. যথাযথভাবে পূরণ করা অ্যাকাউন্ট খোলার ফর্ম।
  2. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বিকেবির যেকোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন
  3. গ্রাহক/ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত।
  4. আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র/ বাংলাদেশ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি।
  5. আবেদনকারীর ইটিইন(আয়কর) সার্টিফিকেটের সত্যায়িত কপি।
  6. নমিনীর এক কপি ছবি।
  7. নমিনীর বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
  8. অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।

মিলিওনিয়ার স্কিম বা ডিপিএস করলে কি এর বিপরীতে লোন নেয়া যাবে?

হ্যাঁ যাবে– আপনার মিলিওনিয়ার স্কিমটির মোট জমার ৮০% আপনি লোন নিতে পারবেন এবং লোনের সুদ আপনার ডিপিএস বা স্কিমের সুদ হতে ১% কম হবে। ডিপিএস এর বিপরীতে ব্যক্তিগত ঋণ অবশ্যই জামানত বিহীন ঋণ এবং যা খুব দ্রততম সময়ে প্রসেস হয়। যেকোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন। আপনার কৃষি ব্যাংকের মিলিওনিয়ার স্কিমের চাঁদা আপনি খুব সহজেই দেশের যে কোন ব্যাংক হতে অনলাইনে জমা করতে পারবেন। চাইলে BEFTN ফান্ড ট্রান্সফার সিস্টেম ব্যবহার করেও ডিপিএস চাঁদা জমা করা যাবে। Sonali Bank Millionaire Scheme । মিলিওনিয়ার স্কিম ২০২২

কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২২ । গম ও ভূট্টা উৎপাদনে ৪% সুদে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা