BTCL bill bkash Payment 2022 । টেলিফোন বিল বিকাশ করার নিয়ম
সরকারি বা বেসরকারি অফিসের বিলও বিকাশ করা যাবে। আপনি অনলাইনে অফিসে বা ঘরে বসেই টেলিফোন বিল বিকাশ করতে পারেন। এখন আর ব্যাংকে গিয়ে বিটিসিএল বিল দিতে হবে না। দেশের যেখানেই থাকুন, ঘরে বসেই আপনার টেলিফোন বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর বিকাশ অ্যাপ থেকে টেলিফোন বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বিল প্রদানের ক্ষেত্রে যেকোনো ইনভয়েস অ্যামাউন্টের ১% অথবা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
বিটিসিএল বিল বিকাশ করার নিয়ম ২০২২
প্রথমে আপনার বিকাশ পার্সোনাল একাউন্টে লগিন করবেন। পে বিল সিলেক্ট করবেন>টেলিফোন>এরিয়া কোড নম্বর সহ ফোন নম্বর> পে বিল করতে এগিয়ে যান> পিন কোড দিন> ট্যাপ করে ধরে রাখুন>বিল প্রদান শেষ এমন ম্যাসেজ দেখাবে।
বিটিসিএল আলাপ অ্যাপ-এ ব্যালেন্স রিচার্জ করার নিয়ম ২০২২
প্রথমে আপনি বিকাশ অ্যাপে লগিন করবেন>বিটিসিএল আলাপ>আইপি ফোন নম্বর এবং কন্টাক নম্বর>রিচার্জ এমাউন্ট>পরের ধাপ>পিন নম্বর দিন>ট্যাপ করে ধরে রাখুন>ব্যাস কাজ শেষ।
প্রতিটি টেলিফোন বিল বিকাশ করতে আপনাকে ১% হারে অর্থ পরিশোধ করতে হবে এবং সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ফি প্রদান করতে হবে। ফলে ছোট ছোট বিলগুলো আপনি খুব স্বল্প খরচে বিকাশ পেমেন্ট করতে পারবেন।