কোন ব্যাং ডিপিএস করবেন?– বাড়ি নিকটে যে ব্যাংক আছে সেখানে করুন-কারণ ডিপিএস রেট সব ব্যাংকে প্রায় একই করম। ৬-৭% এর মধ্যেই ডিপিএস রেট রাখা হয়েছে। তাই এতে বেশি চিন্তা না করে হাতের কাছের ব্যাংকে ডিপিএস করুন এতে করে ডিপিএস মাসিক সঞ্চয় জমা দেয়া সহজ হবে।

যে পরিমাণ মুনাফা পাবেন এবং মূল্য স্ফিতি সমন্বয় করলে আপনার অর্থ নেগেটিভ থাকবে। ডিপিএস বা এফডিআর করার চেয়ে এখন জমি ও স্বর্ণে বিনিয়োগ লাভজনক বলে মনে করছি। তবে মাসিক বেতন বা ব্যবসায়িক আয় থেকে কিছু অর্থ বাঁচিয়ে আপনি ডিপিএস করতেই পারেন এক্ষেত্রে অবশ্যই সহজ জমা এবং হাতের কাছের ব্যাংকটি বিবেচনা করুন।

সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ডিপিএস একাউন্ট খুলে দেখতে পারেন। সোনালী ব্যাংকের ডিপিএস রেটও ভাল তবে বর্তমান সময়ে দীর্ঘ মেয়াদী ডিপিএস এর চেয়ে স্বল্প মেয়াদী ডিপিএস করাই ভাল।

ডিপিএস বা ডিপোজিট স্কীম বলতে বোঝায় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা ও আসল সহ একটি বড় অংকের অর্থ পাওয়া। ডিপিএস রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফাকারী ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক ডিপিএস ২০২২

মাসিক সঞ্চয় মাসিক প্রকল্প ২০২২ / বেসিক ব্যাংক লিঃ, শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক।

যে কোনো সরকারি/ইসলামিক ব্যাংকে রাখলে ভাল হবে মনে করি। মুসলমান হিসেবে ইসলামী ব্যাংকগুলো মাথায় রাখতে পারেন।

বেসিক ব্যাংক লিঃ, শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক।

এছাড়াও  রূপালী ব্যাংকে মিলিয়নিয়ার স্কীম খুলতে পারেন। রেট ৭.৫০%

ডিপিএস স্কিমটি খুলতে কি কি ডকুমেন্ট লাগবে?

  1. ডিপোজিট হিসাব খুলতে আইডি কার্ড এর ফটোকপি (গ্রাহক ও নমিনী)।
  2. নমিনির ভোটার আইডি না থাকলে জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে।
  3. ছবি (গ্রাহক ০২ কপি, নমিনি ০১ কপি)

বেসরকারি ব্যাংকগুলোতে রাখা যায় কি?

সরকারি ব্যাংকে করুন। বেসরকারি ব্যাংক হতে সরকারি ব্যাংক বেশি নিরাপদ – মিলিওনিয়ার স্কিম গ্রহণের মাধ্যমে ভবিষ্যত সুনিশ্চিত করুন – স্বল্প ডিপোজিটে আপনিও ১০ লক্ষ টাকার মালিক হতে পারেন। ২০ বছরে আপনার আসল জমা হবে ২৪০*১৯৬০ = ৪,৭০,৪০০ টাকা মুনাফা ও বোনাস সহ আপনি মেয়াদ শেষে সর্বমোট ১০ লক্ষ টাকা পাবেন। ক্ষুদ্র জমা বা আপনার কাঙ্খিত জমা অংশ আপনাকে মিলিওনিয়ার বানিয়ে দিতে পারে। যদি আপনি ১০ বছরে ১০ লক্ষ টাকার মালিক হতে চান তবে মাসে আপনাকে জমা করতে হবে ৫,৯৭০ টাকা মাত্র।  সোনালী ব্যাংক মিলেনিয়াম স্কিম ২০২২

১০ বছর মেয়াদী ডিপিএস করলে ১০ বছর পর টাকার মান কোথায় গিয়ে ঠেকবে তা কি কেউ জানে? তাই ছোট মেয়াদে ডিপিএস করুন।