Dual Currency Visa card for eCab Member in Bangladesh । পাসপোর্ট ছাড়াই ডুয়েল কারেন্সি ভিসা কার্ড!

ইক্যাপের সদস্যগণ ইসলামী ব্যাংক বাংলাদেশ হতে পাসপোর্ট ছাড়া ভিসা কার্ড যাবেন যাতে ডলার ইনডোর্স করা যাবে – Dual Currency Visa card without passport from islami Bank Bangladesh

যে কেউ কি ডুয়েল এ ভিসা কার্ড পাবেন? না। শুধুমাত্র ই-ক্যাপ এর সদস্যগণ ব্যবসা করার সুবিধার্থে এ ভিসা কার্ডটি পাবেন। এটি দিয়ে আন্তর্জাতিক লেনদেন এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। লিমিট অনুযায়ী ডলার এনডোর্স করে অনলাইনে ব্যয় করতে পারবেন।

পাসপোর্ট ছাড়াই ই-ক্যাব সদস্যদের জন্যে বার্ষিক ১০ হাজার ডলার এলোকেশন এর IBBL Prepaid Card এর টেস্টিং সফল ভাবে শেষ করলাম। এটি দিয়ে উদ্যোক্তারা ফেসবুক বুস্টিং, ডোমেইন হোস্টিং পেমেন্ট সহ ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন।যেহেতু এটি একদমই একটি স্পেশাল কার্ড, তাই সব ধরনের টেস্টিং করতে আমাদের কিছুটা সময় লেগেছে। অতি শীঘ্রই এই কার্ডটি সকল ই-ক্যাব মেম্বারদের জন্যে উম্মুক্ত করা হবে।

আধুনিক ব্যাংকিং সিস্টেম কার্ড ও নেটভিত্তিক অনলাইন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাশ কাউন্টার বাদ দিয়ে ATM বুথ এবং বর্তমানে ক্যাশ টাকা ছাড়াই আর্থিক লেনদেন বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করছে। তাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড VISA ডেবিট কার্ড প্রবর্তনের মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক সেবা এবং বিশ্বের সর্ববৃহৎ পেমেন্ট নেটওয়ার্ক সুবিধা গ্রহণের সুযােগ করে দিয়েছে। যার মাধ্যমে গ্রাহকগণ দেশ-বিদেশে হােটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, জুয়েলার্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার শপে কেনাকাটা এবং বাস, ট্রেন, বিমানের বুকিং দেয়ার ক্ষেত্রে দ্রুত ও নিরাপদে ক্যাশ টাকা ছাড়াই আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কি ডলার খরচ করা যাবে? হ্যাঁ ডলার এনডোর্স করে ব্যয় করা যাবে।

VISA ডেবিট কার্ড কি ? VISA ডেবিট কার্ড, ATM কার্ডের বিকল্প বহুবিধ সুবিধা সম্বলিত কার্ড। এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, বিল পরিশােধ এবং ATM থেকে টাকা উত্তোলন করা যায়। শুধু IBBL ATM বুথ নয়, যে বুথেই VISA চিহ্ন রয়েছে সেসব বুথে এই কার্ড ব্যবহার করা যাবে। কিভাবে এটি ATM কার্ড থেকে ভিন্ন? ATM কার্ড শুধুমাত্র ATM থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রযােজ্য। কিন্তু VISA ডেবিট কার্ডের ATM থেকে টাকা উত্তোলন ছাড়াও বহুবিধ ব্যবহার রয়েছে। POS এবং Internet এ ব্যবহারের মাধ্যমে ক্যাশ ছাড়াই কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করা যায় ।

পাসপোর্ট ছাড়াই ডুয়েল কারেন্সি ভিসা কার্ড!

কোথায় VISA ডেবিট কার্ড ব্যবহার করা যাবে? VISA নেটওয়ার্ক বিশ্বের প্রায় সকল দেশেই রয়েছে। তাই ATM বুথ ছাড়াও দেশের সকল VISA_Logo সংযুক্ত POS এ VISA ডেবিট কার্ড ব্যবহার করা যাবে । দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনাকাটা, টিকিট ক্রয়, বিল পরিশােধসহ নানাবিধ কাজে কার্ডটি POS এ ব্যবহার করে নগদ টাকা ছাড়াই আর্থিক লেনদেন সম্পন্ন করা যায় ।

VISA ডেবিট কার্ড পাওয়ার নিয়মাবলী ২০২২ । এক নজরে সুবিধাবলী

  1. ব্যাংকে সেভিংস বা কারেন্ট একাউন্ট খুলে VISA ডেবিট কার্ড নেয়া যাবে।
  2. ২৪/৭, দ্রুত, নিরাপদ এবং সুবিধাজনক ব্যাংকিং
  3. Balance চেক করুন।
  4. নিত্য প্রয়ােজনীয় পণ্য ক্রয় করুন
  5. লােভনীয় অফার, ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সুবিধা নিন।
  6. VISA ডেবিট কার্ড ফ্রি ISSUE করা হয়।
  7. নতুন একাউন্ট খােলার সাথে নতুন কার্ড এক বছরের জন্য ফ্রি দেওয়া হয়।
  8. স্টুডেন্ট একাউন্টে কার্ডের জন্য কোন ফি নাই।
  9. কার্ড নবায়ন ফি ৩০০ টাকা।
  10. নিজস্ব ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের ATM থেকে টাকা তােলা যায়।
  11. প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ উত্তোলন অথবা কেনাকাটা করা যায়।

VISA কার্ডের মাধ্যমে কিভাবে কেনাকাটা করা যায়?

যে দোকানে POS আছে সেখানে পণ্য পছন্দ করে আপনার কার্ডটি POS মেশিনে প্রবেশ করায়ে মেশিনে নির্দিষ্ট টাকার পরিমাণ লিখতে হবে । সে পরিমাণ টাকা আপনার একাউন্ট থেকে কমে যাবে এবং মেশিন থেকে ২ সেট ভাউচার প্রিন্ট হবে । যার ১টি আপনি সংরক্ষণ করবেন এবং অন্যটিতে স্বাক্ষর করে দোকানদারকে দিবেন। কার্ড চুরি বা হারিয়ে গেলে যদি VISA কার্ড চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে ব্যাংকের কল সেন্টার ১৬২৫৯ বা ৮৩৩১০৯০ এ ফোন করে চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া কার্ড সম্পর্কে জানালে, ব্যাংক অফিসার আপনার কার্ডের লেনদেন বন্ধ করবেন। পরবর্তীতে নতুন কার্ড নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *