Janata Bank DPS Scheme New Profit Rate । জনতা ব্যাংক ডিপিএস ২০২২

জনতা ব্যাংক ডিপিএস খুবই জনপ্রিয়। ব্যাংকটি রাষ্ট্রাত্ত হওয়ার কারণে এটি বেসরকারি ব্যাংক হতে তুলনামূলকভাবে অধিক নিরাপদ। আপনি আপনার কষ্টে উপার্জিত অর্থ হতে মাসিক ভিত্তিতে সঞ্চয়ী করতে আকর্ষনীয় এই ডিপিএস স্কিমটি গ্রহণ করতে পারেন।

জনতা ব্যাংক ডিপিএস হিসাবের মেয়াদ ও কিস্তির পরিমান

জনতা ব্যাংকের জনতা ডিপোজিট স্কিম (জেডিএস) হিসাব ০৫ বছর মেয়াদী হয়ে থাকে। এখানে এটি সাধারণ ৩ বছর বা ১০ বছর মেয়াদী হয় না। সুতরাং আপনি যদি জনতা ডিপোজিট স্কিম ডিপিএস করতে চান তবে আপনাকে ৫ বছর মেয়াদী-ই করতে হবে।

মাসিক কিস্তির পরিমান ১০০০ বা তার গুনিক হবে যেমন, ১০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০, ২৫০০০ হতে পারে। এখানে চাইলে আপনি ৪০০০ বা ৯০০০ টাকা এমন হারে করতে পারবেন না। যে সিডিউল দেয়া আছে সেই সিডিউল অনুসারে করতে হবে।

৫ বছর মেয়াদী সুদের হার কত?

জনতা ডিপোজিট স্কিমটিতে বর্তমানে ৬% হারে চক্রবৃদ্ধি সুদ বা লাভ দেয়া হয়। সুদের হার পরিবর্তনশীল যে কোন সময় এটি পরিবর্তন হতে পারে। তবে আপনি যে হারে ডিপিএস করবেন সেটি বহাল থাকবে। মনে রাখবেন কিস্তি প্রদানের ডিফল্ট হওয়া যাবে না। কিস্তি অবশ্যই ১ হতে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

জনতা ব্যাংক ডিপিএস ২০২২

ডিপিএস হিসাব খোলার নিয়ম ২০২২

  • প্রাপ্ত বয়স্ক, সুস্থ্য মস্তিস্কসম্পন্ন এবং ১৮ বছরের বেশি বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক এ ডিপিএস হিসাবটি খুলতে পারবেন।
  • এনআইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি।
  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (ব্যাংকে হিসাব রয়েছে এমন কারও দ্বারা)।
  • নমিনির এক কপি ছবি (পাসপোর্ট সাইজ)।
  • এটি যৌথ নামে করা যাবে না অথবা একই নামে একাধিক ডিপিএস করা যাবে না।
  • নাবালকের নামে অভিভাবক কর্তৃক ডিপিএস পরিচালনা করা যাবে।

এক বছর উত্তীর্ণ হওয়ার পূর্বে হিসাব বন্ধ করা হলে নিয়মানুযায়ী আবগারি শুল্ক ও অন্যান্য পাওনা কর্তনের পর অবশিষ্ট অর্থ লাভ হিসেবে আমানত কারীকে ফেরত দেওয়া হবে। ১-৫ বছরের মধ্যে হিসাব বন্ধ বা ভাঙ্গাতে চাইলে নিয়ম অনুযায়ী আবগারি শুল্ক ও অন্যান্য পাওনা কর্তনের পর প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদের হার সরল হারে প্রদান করা হবে।

সূত্র: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *