জনতা মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (জেএমডিএস) – জনতা ব্যাংকের এ স্কিমটি ৩-১৫ বছর মেয়াদী হয়ে থাকে এবং মুনাফা হার ৬% প্রতিমাসের ১১-২০ তারিখের মধ্যে ডিপিএস এর অর্থ জমা দিতে হয়। মাত্র ৩৫৩০ টাকা হতে ২৫৩৭০ টাকা পর্যন্ত কিস্তি প্রদানের আপনি মিলিওনিয়ার হয়ে যেতে পারেন মাত্র ৩ বা ১৫ বছরেই। মিলিওনিয়ার স্কিমটির বিস্তারিত দেখুন নিচে।

জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ২৩,১৪০ মিলিয়ন টাকা এই ব্যাংকটি স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে গঠিত হয়েছিল। ১৯৭২ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার নং ২৬-এর আওতায় জাতীয়করণ করা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর এটি কর্পোরেটভুক্ত হয়। ১১০ মতিঝিলে ২৪ তলা উঁচু জনতা ব্যাংক ভবনে জনতা ব্যাংক লিমিটেডের বর্তমান প্রধান কার্যালয় অবস্থিত। ডিসেম্বর ২০১৫ পর্যন্ত জনতা ব্যাংক লিমিটেডের, দেশে গ্রাম-শহর এবং বিদেশে সর্বমোট ৯১২ টি শাখা রয়েছে। Janata Bank Deposit Scheme Form Download

বাংলাদেশ একটি জনবহুল উন্নয়নশীল দেশ। দেশের অধিকাংশ মানুষের স্বপ্ন থাকে নিজস্ব সঞ্চয় দ্বারা নিজের ভাগ্য উন্নয়ন করাসহ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। নিজস্ব তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়ােগ এর মাধ্যমে একদিকে যেমন ব্যক্তি জীবনে আর্থিক সচ্ছলতা আসে তেমনি অঞ্চলভিত্তিক অর্থনৈতিক চিত্রেরও আমূল পরিবর্তন ঘটে। সার্বিকভাবে এসব ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সঠিক আয়বর্ধক খাতে বিনিয়ােগ করা হলে ব্যক্তির জীবনযাত্রার মানােন্নয়নের সাথে সাথে বিপুল বেকার জনগােষ্ঠীর কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি হয়। জনগণের এসব উপার্জিত আয় থেকে আমানত সংগ্রহ করার জন্য আলােচ্য স্কীমটি চালু করা হলে সর্বসাধারণ যেমন সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত হবে তেমনি তাদের নিকট থেকে সংগৃহীত আমানত অত্র ব্যাংকের আমানত সমৃদ্ধ করবে যা দেশের উন্নয়ন কর্মকান্ডে বিনিয়ােগ করার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক “জনতা মিলিয়নিয়ার ডিপােজিট স্কীম (জেএমডিএস)” নামে একটি মাসিক আমানত প্রকল্প চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলােচ্য প্রকল্পের আওতায় আঠার বছর বা তদুর্ধ্ব বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন বাংলাদেশী নিজ নামে জনতা ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় এ হিসাব খুলতে পারবেন।

Janata Bank Millionaire Scheme 2022 / নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী সঞ্চয় স্কিম খুলতে পারেন কারণ এটি একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক

এ প্রকল্পের আওতায় খােলা হিসাবের বিপরীতে হিসাবধারীদেরকে প্রতি মাসের ১১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে হিসাব খােলার ফরমে উল্লিখিত কিস্তি অনুযায়ী সংশ্লিষ্ট মাসের কিস্তি জমা প্রদান করতে হবে। কোন মাসে কিস্তি জমা। প্রদানের সর্বশেষ তারিখ সরকারি/সাপ্তাহিক ছুটির দিন হলে পরবর্তী প্রথম কার্যদিবসে স্বাভাবিক নিয়মে মাসিক কিস্তির অর্থ জমা করা যাবে।

Janata Bank Millionaire Scheme ২০২২

মাসিক কিস্তির টাকা নগদে জমা করতে হবে। তবে হিসাবধারী ইচ্ছা করলে হিসাবের মাসিক কিস্তি অনলাইন/জেবি রেমিট্যান্স এর মাধ্যমে জমা করতে পারবেন। অনলাইন/জেবি রেমিট্যান্স এমন সময়ে প্রেরণ করতে হবে যাতে কিস্তি জমার জন্য নির্ধারিত তারিখের মধ্যে উক্ত টাকা সংশ্লিষ্ট হিসাবে জমা হয়। অন্যথায় হিসাবধারী ঐ মাসের কিস্তি খেলাপী হিসেবে বিবেচিত হবেন।

জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিমটির বিশেষ সুবিধা ২০২২

  1. প্রয়ােজনে অত্র ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় বিনাখরচে হিসাব স্থানান্তর করা যাবে;
  2. ত্রৈমাসিক ভিত্তিতে বিনাখরচে হিসাব বিবরণী প্রদান;
  3. জমাকৃত টাকার বিপরীতে তাৎক্ষণিক বিশেষ ঋণ সুবিধা;
  4. মেয়াদান্তে নির্ধারিত হারে বােনাস সুবিধা;
  5. হিসাব পরিচালনা ফি (AMF), এসএমএস (SMS) চার্জ বাবদ কোন টাকা কর্তন করা হবে না।

জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিমটির নাম ও মেয়াদকাল হয়?

জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিমটির নাম “জনতা মিলিয়নিয়ার ডিপােজিট স্কীম (জেএমডিএস)”। এ স্কিমটির জন্য আলাদা ডিপিএস স্কিম হিসাব খোলা হয়। এ হিসাবের মেয়াদকাল হয়ে থাকে- ০৩ (তিন) বছর, ০৪ (চার) বছর, ০৫ (পাঁচ) বছর, ০৬ (ছয়) বছর, ০৭ (সাত) বছর, ০৮ (আট) বছর, ০৯ (নয়) বছর, ১০ (দশ) বছর, ১২ (বারাে) বছর এবং ১৫ (পনেরাে) বছর।

সরকার কর্তৃক প্রবর্তিত বর্তমান উৎসে কর, আবগারি শুল্ক এর ধাপ/হার বিবেচনায় উপরােক্ত হিসাবায়ন করা হয়েছে, ভবিষ্যতে আদায়যােগ্য সরকারি পাওনা (উৎসে কর, আবগারি শুল্ক ইত্যাদি) এর ধাপ/হার পরিবর্তন হলে পরিবর্তিত ধাপ/হার অনুযায়ী তা কর্তনপূর্বক গ্রাহককে অবশিষ্ট টাকা প্রদান করতে হবে। সুদের হার : ৬.০০% (চক্রবৃদ্ধি)। হিসাব খােলার যােগ্যতা: আঠার বছর বা তদুর্ধ্ব বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশী নাগরিক।

জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিমটি খুলতে কি কি কাগজপত্র লাগে?

হিসাব খােলার পদ্ধতি ও নিয়মাবলি – হিসাব খােলার জন্য প্রয়ােজনীয় কাগজপত্র  যা যা লাগবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি বা প্রিমিয়ামের অর্থ পরিশোধ করতে হবে।

  • প্রতি মাসের ১১ তারিখ হতে ২০ তারিখের মধ্যে জনতা ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় নিম্নলিখিত নিয়মাচার পরিপালন সাপেক্ষে বর্ণিত স্কীমের আওতায় হিসাব খােলা যাবে।
  • জাতীয় পরিচয়পত্র/পাসপাের্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি;
  • হিসাবধারীর সদ্য তােলা ২(দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি;
  • নমিনির ১(এক) কপি ছবি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত);
  • সকল দলিলের ফটোকপি অত্র ব্যাংকের সিনিয়র অফিসার ও তদুর্ধ্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • হিসাব খােলার ফরমে বিশেষ করে হিসাবের মেয়াদ, মাসিক কিস্তি লেখার ক্ষেত্রে কোনরূপ কাটাকাটি, ঘষামাজা, উপরিলিখন, পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন কোন অবস্থাতেই গ্রহণযােগ্য হবে না।

বিশেষ নির্দেশাবলি- এ হিসাবের বিপরীতে কোন চেকবই প্রদান করা হবে না। হিসাবধারীর মৃত্যু হলে হিসাবটি আপনাআপনি বন্ধ বলে গণ্য হবে। হিসাবের কিস্তির পরিমাণ ও মেয়াদ কোনভাবেই পরিবর্তন করা যাবে না। উৎসে করসহ অন্যান্য আদায়যােগ্য সরকারি পাওনা বিধি মােতাবেক কর্তনযােগ্য। সরকারি আদেশ/নির্দেশের প্রেক্ষিতে কর/অন্যান্য পাওনা আদায়যােগ্য হবে। হিসাব খােলা ও পরিচালনার নিয়মাবলি/নীতিমালা (“পরিশিষ্ট-ক” মােতাবেক) সরবরাহ করতে হবে যা হিসাবধারী পাঠ করে সম্মতি প্রদানপূর্বক স্বাক্ষর করবেন। উল্লেখ্য হিসাবধারী কর্তৃক স্বাক্ষরিত কপি শাখায় Account Opening Application Form এর সাথে সংরক্ষণ করতে হবে এবং এক কপি হিসাবধারীকে প্রদান করতে হবে। মেয়াদপূর্তিতে সকল কিস্তি যথানিয়মে জমা হয়েছে মর্মে নিশ্চিত হতে হবে। সকল কিস্তি জমা নিশ্চিত হওয়ার পর সরকারি কর্তনসহ অন্যান্য কর্তন, সুদ প্রদান পুনঃ নিশ্চিত হয়ে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদেয় হবে। হিসাব খােলার ফরম এ গ্রাহকের পরিবারের ২-৩ জন সদস্য/আপনজনের স্থায়ী/বর্তমান পূর্ণ ঠিকানা, যােগাযােগের জন্য মােবাইল নম্বর নিশ্চিত হয়ে সংরক্ষণ করতে হবে।

জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিমটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে জনতা ব্যাংকের এ সংক্রান্ত আদেশ বা অর্ডার দেখে নিতে পারেন: ডাউনলোড

গ্রাহক একটি কিস্তি জমা না দিতে পারলে পরবর্তী মাসের শুরুতেই তাকে বিষয়টি আবশ্যিকভাবে অবহিত করতে হবে।  বাংলাদেশ সরকার কর্তৃক বর্তমান উৎসেকর, আবগারি শুল্কসহ অন্যান্য আদায়যােগ্য সরকারি পাওনা এর ধাপ/হার পরিবর্তন হলে পরিবর্তিত ধাপ/হার অনুযায়ী তা আদায়যােগ্য হবে।

 

Janata Bank DPS Scheme New Profit Rate । জনতা ব্যাংক ডিপিএস ২০২২