মিওচুয়াল ট্রাস্ট ব্যাংকে ডিপিএস করুন – এনআরবি ডিপিএস, একটি মাসিক কিস্তি সম্পন্ন সেভিংস ডিপোজিট প্রোডাক্ট। এই বিশেষায়িত ডিপোজিট স্কিম প্রবাসী গ্রাহক ও তাদের মনোনীত ব্যক্তিদের কথা বিবেচনা করে সাজানো হয়েছে। আপনার আজকের ক্ষুদ্র ক্ষুদ্র জমাই আগামীর ভবিষ্যত। বিকাশ নিয়ে এল নতুন ডিপিএস স্কিম ২০২২ । মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা জমান বিকাশে!

ডিপিএস একাউন্ট খোলার আবেদনের যোগ্যতা ২০২২ – কেবল এনআরবি (প্রবাসী বাংলাদেশী) গ্রাহকরা এই অ্যাকাউন্টটি তাদের নিজের নামে বা তাদের মনোনীত ব্যক্তির নামে খুলতে পারবেন। একটি লিংকড এনআরবি সেভিংস অ্যাকাউন্ট আবশ্যক। একজন ডিপোজিটর একই শাখায় একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। Pubali Bank DPS Interest Rate । পূবালী ব্যাংক ডিপিএস রেট ২০২২

একেবারে সহজ বাংলায় বলতে গেলে এটা বলতে হবে যে, আপনি যদি কোনো ব্যাংকের অধীনে কোনো টাকা সঞ্চয় করতে চান, তাহলে সেই টাকা সঞ্চয় করার বিষয়টিকে ডিপিএস বলা হয়। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা রয়েছে এবং বিভিন্ন রকমের নাম দিয়ে এই অ্যাকাউন্টটি কে মেনশন করা হয়। সাধারণ একাউন্ট এবং ডিপিএস একাউন্ট এক নয়। Janata Bank Millionaire Scheme । জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২২

Mutual trust Bank dps rate chart / ডিপিএস ইন্টারেস্ট রেট ৪-৫% হয়ে থাকে এখানে ম্যাচুরিটি শেষে মোট প্রদেয় টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

মেয়াদ উর্ত্তীণের পূর্বে ডিপিএস ভাঙ্গালে ব্যাংক রেট হারে মুনাফা বা সুদ প্রাপ্য হবেন।

 Mutual trust Bank dps rate chart

Caption: Deposit Scheme Products MTB Brick By Brick

সর্বনিম্ন কত টাকা দিয়ে ডিপিএস খোলা যাবে? মেয়াদ কত বছরের?

  1. এনআরবি ডিপোজিট পেনশন স্কিম একটি নতুন ও অনন্য ডিপোজিট সার্ভিস প্রকল্প কেননা প্রবাসী গ্রাহকদের জন্য আলাদা কোনো পেনশন প্রকল্প নেই।
  2. মাসিক কিস্তির পরিমাণ ৫০০/-, ১০০০/-, ২০০০/-, ৫০০০/- কিংবা ৫০০/- এর যেকোনো গুণিতক হতে পারে।
  3. এনআরবি সেভিংস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে মাসিক কিস্তি জমা।
  4. অন্যান্য ডিপোজিট সার্ভিসের তুলনায় এখানে ইন্টারেস্ট রেট অনেক বেশি। (বর্তমান ইন্টারেস্ট রেট জানতে, রেটের উপর ক্লিক করুন)।
  5. ডিপোজিটের উপর ৮০% পর্যন্ত (সর্বনিম্ন লোন ২৫,০০০) লোন সুবিধা।
  6. দ্রুত এন-ক্যাশমেন্ট এর সুবিধা।
  7. ম্যাচিউরিটি: সময়কাল ৫ এবং ১০ বছর।

Mutual Trust Bank এ ডিপিএস খুলতে কি কি ডকুমেন্ট লাগবে?

হিসাব খোলার প্রয়োজনীয় কাগজপত্র – ব্যাংক নির্ধারিত অ্যাকাউন্ট খোলার ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে (ডাউনলোড) । আবেদনকারীর তিনটি পাসপোর্ট সাইজ ছবি (অন্য প্রবাসী দ্বারা সত্যায়িত)। গ্রাহকের পাসপোর্ট, ওয়ার্ক পারমিট এবং স্যালারি সার্টিফিকেট এর কপি। বৈধ ফটো আইডির কপি।  মনোনীত ব্যক্তিবর্গ / নমিনীদের ছবি (একজন নমিনীর জন্য একটি পাসপোর্ট সাইজ ছবি)

DPS Rate in Bangladesh 2022 । কোন ব্যাংকে ডিপিএস খুললে ভালো হবে