Nagad account check । নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩
Nagod Balance Check is now very easy and convinient by Nagod App – Just Login and Tap for Balance – Nagad account check 2023
নগদ এখন কত নম্বর পজিশনে আছে? – দেশে সর্বোচ্চ ব্যবহৃত মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক হচ্ছে বিকাশ। বিকাশের পর রকেটের দখল রয়েছে। তবে নগদ স্বল্প সময়ে খুব দ্রুত প্রসার লাভ করেছে। অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে নগদ এখনও জনপ্রিয়। নগদ সম্পর্কে স্ক্যামের অভিযোগ থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতায় নগদ এখন ডাকবিভাগের অংশ।
নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম হলো- *167# ডায়াল করা অর্থাৎ, আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য নগদ কোড *167# ডায়াল করুন। এরপর 7 লিখে Send অপশনে চাপ দিন। ম্যানুয়ালী ডায়াল করে চেক করার চেয়ে অ্যাপের মাধ্যমে চেক করা খুবই সহজ। প্রথমে আপনাকে অ্যাপে লগিন করতে হবে। অতপর Tap For Balance অথবা ব্যালেন্স জানতে ট্যাপ করুন ক্লিক করলেই বর্তমান ব্যালেন্স জানতে পারবেন। নগদে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ক্যাশব্যাক অফার ২০২২ । বাটা ১৫% শপিং ক্যাশ ব্যাক
NID বা ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কি নগদ একাউন্ট খোলা যায়? হ্যা যায়। এয়ারটেল বা রবি নম্বর হতে নগদের ডায়াল কোড *167# লিখে ডায়াল করুন। বর্তমানে যে কোন সিম থেকে খোলা যায়। আপনার একাউন্ট নিরাপত্তার জন্য 4 ডিজিটের পিন সেট করুন (সংখ্যায় যেমন, 3412)। কোন ভাবে 1234 পিন নম্বর হিসেবে সেট করবেন না। পুনরায় একই পিন লিখে send অপশনে ক্লিক করুন। এবার আপনার সামনে দুইটা অপশন আসবে। যদি একাউন্টে থাকা টাকা থেকে লাভ নিতে চান, তবে 1 লিখুন। লাভ নিতে না চাইলে 2 লিখে Send করুন। এবার আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ আসবে। ব্যাস, হয়ে গেল আপনার নগদ একাউন্ট!
নগদ কেন ব্যবহার করবেন? / নগদ কি দেশী কোম্পানী?
বিকাশ ব্র্যাক ব্যাংকের প্রডাক্ট, রকেট ডাচবাংলা ব্যাংকের মালিকানায় পরিচালিত হচ্ছে। এদিক থেকে নগদ একটি দেশী প্রডাক্ট যা ব্যবহারে দেশের টাকা দেশেই রাখা সম্ভব?
Caption: visit Nagod to know more details
USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট চেক করা খুবই সহজ। এজন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। একাউন্ট চেক করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
- প্রথমে *167# ডায়াল করুন।
- এরপর My nagad অপশন এর জন্য 7 লিখে Send করুন।
- Balance inquiry এর জন্য 1 লিখে send করুন।
- আপনার নগদ একাউন্টের পিন কোড দিন এবং send করুন।
- স্ক্রিনে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।
নগদ অ্যাপে একাউন্ট কিভাবে খুলতে হয়?
অন্যান্য যে কোন অ্যাপের থেকে নগদ অ্যাপে একাউন্ট খোলা খুব সহজ। প্রথমে Nagad App ইনস্টল করে নিন। অ্যাপ ওপেন করলে নাম্বার দেওয়ার অপশান আসবে, আপনার মোবাইল নাম্বার লিখুন। এবার পিন দেওয়ার অপশন দেখতে পাবেন। চার ডিজিটের (সংখ্যা) পিন দিন। এবার আপনার কাছে একটি OTP আসবে, যা লিখে দিতে হবে। এনআইডি কার্ড এর দুইপাশের ছবি তুলুন। আপনার নিজের সেলফি তুলে জমা দিন। ব্যাস! হয়ে গেল আপনার নগদ একাউন্ট। আপনি যদি প্রফিট নিতে না চান, তবে একাউন্টে লগইন করে My Nagad এ চাপ দিন, এবার Account type সিলেক্ট করে Islamic কর দিন।
ক্রেডিট কার্ড ছাড়াই Samsung ফোন কেনার উপায় ২০২২ । নগদ বা বিকাশে প্রতিমাসের কিস্তি পরিশোধ করা যাবে