রেপো সুদহার ২০২৪ । ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি করে এখন কয় শতাংশ?

রেপো সুদ হার হচ্ছে এক ব্যাংক হতে অন্য ব্যাংকের ধার বা ঋণ নেয়ার সুদ হার- যা মূল্যস্ফিতি কমানো বৃদ্ধি করা হচ্ছে–রেপো সুদহার ২০২৪

নীতি সুদহার কি এখন ৯%? না। গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৫ম সভায় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুসৃত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে ওভারনাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা ৯.০০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯.৫০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।

ডিপোজিট নিম্ন রেট কত? ব্যাংকসমূহের তারল্য ব্যবস্থাপনা অধিকতর দক্ষতার সাথে পরিচালন করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এর ক্ষেত্রে বিদ্যমান সুদহার শতকরা ১০.৫০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ১১.০০ শতাংশে এবং নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) শতকরা ৭.৫০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৮.০০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে। বর্ণিত সিদ্ধান্ত আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণের জন্য ঋণের সুদ হার বাড়াচ্ছে। গ্রাহক পর্যায়েও ধীরে ধীরে সুদ হার বাড়বে

Caption: Repo Rate Bangladesh bank

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *