Sonali Bank DPS । ১০ বছর মেয়াদী সোনালী ব্যাংক ডিপিএস ২০২২

সোনালী ব্যাংকের ডিপিএস বা মাসিক এমডিএস, ইডিএস ১০ বছর মেয়াদী। আপনি ১০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত মাসিক ডিপিএস করতে পারেন যেখানে ২০০০ টাকা ১১০০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে।

৫০০০ টাকার ডিপিএস করলে মেয়াদ শেষে ঠিক কত টাকা পাওয়া যাবে?

আপনি যদি সোনালী ব্যাংকে মাসিক ৫০০০ টাকা কিস্তিতে একটি ডিপিএস খোলেন তা যদি হয় ১০ বছর মেয়াদী তবে আপনি ১০ বছর শেষে আসল জমা করবেন ৫০০০*১২০ = ৬,০০,০০০ টাকা। মুনাফা হিসেবে ২,৪৩,৮৯৮ টাকা মুনাফা পাওয়া যাবে।

প্রাথমিক জমার পরিমাণঃ নূন্যতম ১০০০/- টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে। মাসের যে কোন সময় যে কোন পরিমাণ টাকা জমা করতে পারবেন। তবে ৬ (ছয়) মাসে নূন্যতম ৫০০.০০ টাকা জমা করতে হবে।অন্যথায় হিসাবটি বন্ধ হয়ে যাবে।

সুদের হার : সঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ৩% হারে মাসিক জমার উপর অর্ধ বার্ষিক ভিত্তিতে মুনাফা প্রদেয় হবে। সঞ্চয়ী মুনাফার হার ৬.৫% পাবেন এবং সাথে আরও ৩% মুনাফা পাওয়া যাবে।

 

sonali bank DPS 2022

ঋণসুবিধা- মেয়াদ কমপক্ষে ০২ বছর পূর্ণ হতে হবে। ঋণসীমা, হিসাবের স্থিতির সর্বোচ্চ ৮০ শতাংশ। ঋণের সময় কাল- ১২ মাস, তবে সংশ্লিষ্ট হিসাবের মেয়াদের মধ্যে নবায়নযোগ্য। ঋণের প্রকৃতি- ওভার ড্রাফট। মুনাফার হার- বিদ্যমান মুনাফা হারের ৩% বেশি। পরিশোধ পদ্ধিতি- ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীন পরিশোধযোগ্য। মঞ্জুরীর ক্ষমতাঃ শাখা প্রধান। ঋণ প্রাপ্তির যোগ্যতা – কেবলমাত্র চালু হিসাবের ক্ষেত্রে এ ঋণ মঞ্জুর করা যাবে।বিস্তারিত জানতে আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সূত্র: ডাউনলোড

One thought on “Sonali Bank DPS । ১০ বছর মেয়াদী সোনালী ব্যাংক ডিপিএস ২০২২

  • 09/01/2023 at 10:05 AM
    Permalink

    my opinion,its a creditable banking system for ordinary people.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *