Sonali Bank Millionaire Scheme 2024। ১৯৬০ টাকায় সোনালী ব্যাংকে মিলিয়নিয়ার স্কিম খুলুন
সোনালী ব্যাংক কোটিপতি বা মিলিওনিয়ার স্কিম খুব অল্প টাকায় চালু করা যায় – ৪ বছর থেকে ২০ বছর সময়ের জন্য স্কিমটি চালু করা যায়– sonali bank millionaire scheme
সোনালী ব্যাংকের কতটি শাখা রয়েছে? – সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২২৯ টি। এর মধ্যে দেশের অভ্যন্তরে ১২২৭টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে। দেশের অভ্যন্তরে ১২২৭টি শাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৭২৭ টি এবং অবশিষ্ট ৫০০টি শহরাঞ্চলে। সকল শাখার মধ্যে ৪৫টি শাখার (অথরাইজড ডিলার বা এডি শাখা) মাধ্যমে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করা হয়। বিদেশে ২টি শাখার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১টি ও শিলিগুড়িতে ১টি। ব্যাংকের প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত রয়েছে ১১টি জেনারেল ম্যানেজার’স অফিস, ৪৬টি প্রিন্সিপাল অফিস ও ১৬টি আঞ্চলিক কার্যালয়। প্রধান কার্যালয়ের ৪৭টি বিভাগের মাধ্যমে ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোনালী ব্যাংকে কম-বেশি ২.৪৭ কোটি বিভিন্ন ধরনের গ্রাহকের হিসাব রয়েছে। Mudarabah Millionaire Deposit Scheme । ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২৩
মিলিওনিয়ার স্কিমের মুনাফা হার – সোনালী ব্যাংকে মিলিওনিয়ার স্কিমটির মুনাফার হার মেয়াদ ভেদে ভিন্ন হয়। ০৪ থেকে ০৮ বছর মেয়াদী স্কিমটিতে মাত্র ৬.০০% চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয়। খোলা যাবে। ০৯ থেকে ১৪ বছর মেয়াদী স্কিমটিতে ৬.৫০% চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয়। মেয়াদ বৃদ্ধি হলে মুনাফার হারও বৃদ্ধি পায়। যদি আপনি ১৫ থেকে ২০ বছর মেয়াদে মিলিওনিয়ার স্কিম খোলেন তবে ৭.০০% চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। কৃষি ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২২ । ৬০৯০ মাসিক জমায় ১০ বছরে মিলিওনিয়ার হয়ে উঠুন
২০ বছরে আপনার আসল জমা হবে ২৪০*১৯৬০ = ৪,৭০,৪০০ টাকা মুনাফা ও বোনাস সহ আপনি মেয়াদ শেষে সর্বমোট ১০ লক্ষ টাকা পাবেন। ক্ষুদ্র জমা বা আপনার কাঙ্খিত জমা অংশ আপনাকে মিলিওনিয়ার বানিয়ে দিতে পারে। যদি আপনি ১০ বছরে ১০ লক্ষ টাকার মালিক হতে চান তবে মাসে আপনাকে জমা করতে হবে ৫,৯৭০ টাকা মাত্র। Janata Bank Millionaire Scheme । জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২২
১৯৬০ টাকা সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম / Sonali Bank Millionaire Scheme
মিলিওনিয়ার স্কিম ছাড়াও আর ৮ রকমের সঞ্চয় স্কিম রয়েছে।
Caption: Sonali Bank Millionaire Scheme 2022
Sonali Bank Millionaire Scheme । মিলিওনিয়ার স্কিম এসবিএমএস
- 18,455 taka @ 4 Years
- 14,325@ 5 years
- 11,575 taka @ 6 Years
- 8160 taka @ 8 Years
- 6,865 taka @ 9 Years
- 5970 taka @ 10 Years
- 4500 taka @ 12 Years
সর্বনিম্ন কত টাকা মিলিওনিয়াম স্কিম খোলা যায়?
মিলিওনিয়ার স্কিম মুনাফার হার ২০২২ – ৭.০০% (সরল হার) মাসিক কিস্তিঃ ৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ টাকা। সোনালী ব্যাংকমাত্র ২০ বছর ১৯৬০ টাকা করে জমা করে আপনিও চাইলে মিলিওনিয়ার হয়ে উঠতে পারেন। আপনি বিশ বছরে ৪৭০৪০০.০০ টাকা জমা করে ১০ লক্ষ টাকার মালিক হয়ে উঠতে পারেন।