Sonali Bank Account Check 2022– ঘরে বসে খুব সহজেই এসএমএস করার মাধ্যমে সোনালী ব্যাংক একাউন্টে কত টাকা রয়েছে, সেটি চেক করা যায়। আজ আমরা দেখে নিব এসএমএস দিয়ে কিভাবে ব্যাংক ব্যালেন্স চেক করা যায়। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের যে মেসেজ অপশন রয়েছে সেই মেসেজ অপশনে চলে যেতে হবে এবং তারপরে মেসেজ অপশনে চলে যাওয়ার পরে টাইপ করুন SBL <space> BAL এবং তার পরে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

সোনালী ব্যাংকে কারও যদি একাধিক একাউন্ট থাকে তবে সেক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। মেসেজ দেওয়ার সময় খেয়াল রাখবেন সোনালী ব্যাংকে যদি আপনার এসএমএসকৃত সিম দিয়ে একাউন্ট তৈরি করা কিনা এবং ভেরিফাইড করা থাকে তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স জেনে নিতে পারবেন। SONALI BANK SMS BANKING । মোবাইলে ট্রানজেকশন এসএমএস আসবে

সরকারি চাকরিজীবী ছাড়াও সাধারণ মানুষের ব্যাংক হিসাব রয়েছে সোনালী ব্যাংকে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, এবং সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করতে ইচ্ছুক। এরা প্রত্যেকেই চায় যে, মোবাইল দিয়ে ঘরে বসে কিভাবে সোনালী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করা যায় এ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। কারণ আপনি যদি এমনিতে Sonali Bank Balance Check করতে চান, তাহলে বাংকে যাওয়া ছাড়া এবং অ্যাপস ব্যবহার করা ছাড়া আর কোন উপায় আছে বলে মনে হয় না। তবে, এপসটি ব্যবহার করলে ডাটা চার্জ প্রযোজ্য হতে পারে, কিংবা আপনার ফোনে হয়তো এই অ্যাপসটি ব্যবহার উপযোগী নাও হতে পারে। সেজন্য আপনি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন। এটি একটি সহজ প্রক্রিয়া। আপনি আপনার ফিচার ফোন দিয়েও ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। Bank Balance check by Sonali e wallet । ঘরে বসে সোনালী ব্যাংক হিসাব চেক করুন।

সর্বশেষ লেনদেনের অবস্থা জানতে মেসেজ করুন / ঘরে বসে ব্যাংক ব্যালেন্স জেনে নিতে পারেন।

প্রথমত সোনালী ই ওয়ালেট ব্যবহার করুন / মেসেজ করেই জেনে নিন ব্যাংক ব্যালেন্স ২০২২

Caption: Check Bank Balance by sms / Statement Query by sms charge 50 taka half yearly for this service

How to Enquiry Bank Balance, Bank Statement

  1.  First go to message option from your mobile phone smart phone or feature phone
  2. Write SBL <Space> BAL (SBL = Sonali Bank Limited, BAL = Balance)
  3. Send your message to 26969
  4. You will get return message
  5. See your Ending Balance
  6. done

যে কোন সিম দিয়ে মেসেজ দিলেই ব্যালেন্স দেখাবে?

না। –ব্যাংক একাউন্ট নম্বরে যে মোবাইল নম্বর দেওয়া সেই মোবাইল নম্বর দিয়েই মেসেজ করতে হবে। প্রতিটি মেসেজের ক্ষেত্রে মোবাইল অপারেটরগুলো ২.৩০ টাকা চার্জ কাটবে। অর্থাৎ ব্যাংকে না গিয়েও আপনি মাত্র ২.৩০ পয়সা খরচ করে ব্যাংক ব্যালেন্স জেনে নিতে পারেন। ও আর হ্যাঁ সোনালী ব্যাংক হতে আপনি লাস্ট্র ট্রানজেকশনের স্টেটমেন্টও মেসেজের মাধ্যমেই জানতে পারেন। এজন্য আপনি SBL STM SEND 26969  ফরম্যাটে মেসেজ দিন। Source: sonali Bank

SONALI BANK SMS BANKING । বাটন মোবাইল হতেই ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পাওয়া যাবে?