সোনালী ই ওয়ালেট খোলার নিয়ম ২০২৪ । সোনালী ই ওয়ালেট এর সুবিধা কি কি জেনে নিন
প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী এটি ব্যবহারের ফলে ব্যাংকিং আওয়ারে ছুটি নিয়ে ব্যাংকে যেতে হবে না – অফিসে বসে ব্যালেন্স দেখা এবং লেনদেন করা যায় – সোনালী ই ওয়ালেট এর সুবিধা ২০২৪
সোনালী ই ওয়ালেট ডাউনলোড – Sonali E Wallet মোবাইলের প্লে স্টোরে গিয়ে “Sonali e-Wallet” লিখে সার্চ করলে পাওয়া যাবে অ্যাপটি। তাছাড়া নিচের লিংকে ক্লিক করেও ইন্সটল করতে পারবেন। সোনালী ই-ওয়ালেটের পিন পরিবর্তন করার নিয়ম ২০২২ । Sonali E wallet Pin Change
- এন্ড্রয়েড ফোনঃ https://play.google.com/store/apps/details?id=bd.com.sonalibank.sw এবং
- আইফোন – https://apps.apple.com/app/id1504192221
সোনালী ই ওয়ালেট এর সুবিধা – সোনালী ব্যাংকের এক একাউন্ট থেকে সোনালী ব্যাংকের অন্য শাখার যে কোন একাউন্টে ২৪ ঘন্টা যে কোন সময় টাকা পাঠানো। সোনালী ব্যাংকের একাউন্ট থেকে BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো। একাউন্ট থেকে Wallet এ টাকা নিয়ে মোবাইল রিচার্জ করা। ওয়ালেট থেকে ওয়ালেট সেন্ড মানি করা। ইউটিলিটি বিল প্রদান করা। ব্যালেন্স চেক করতে আর শাখায় যেতে হবে না। এক ক্লিকেই যে কোন সময় যতবার খুশি ব্যালেন্স চেক করতে পারবেন। শেষ দশটা ট্রানজেকশন এর স্টেটমেন্ট চেক করা। ক্রেডিট কার্ড এর বিল প্রদান। ব্রাঞ্চ এর লোকেশন জানা যাবে। ATM বুথ এর লোকেশন জানা যাবে। ধীরে ধীরে আরও অনেক ফিচার যুক্ত হবে। Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা।
ই ওয়ালেট ব্যবহারে সতর্কতা/শর্তসমূহ – একাউন্টে দেয়া মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে। যে মোবাইল দিয়ে রেজিস্টার করবেন শুধুমাত্র সেই মোবাইলে এই এ্যাপ ব্যাবহার করতে পারবেন। মোবাইল হারিয়ে গেলে ডিভাইস আপডেট করে নিতে হবে। এক্ষেত্রে শাখায় যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন করে ব্যাংকের এপ্রুভাল এর জন্য অপেক্ষা করতে হবে। এপ্রুভালে দেরি হলে শাখায় যোগাযোগ করে এপ্রুভ করিয়ে নিতে হবে। Sonali e wallet । ই ওয়ালেট ব্যবহারে সতর্কতা অবলম্বন
আমার একাউন্ট পরের দিনই এপ্রুভ হয়েছিল। কেবলমাত্র ব্যক্তিক হিসাব (সঞ্চয়ী/চলতি) এ Sonali e-wallet সুবিধা পাওয়া যাবে। যৌথভাবে/ যৌথনামে (Joint Client) পরিচালিত হিসাব এবং কোম্পানি/ প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবে এই সেবা প্রদান করা হবে না। কেবলমাত্র Android বা iOS ভিত্তিক স্মার্টফোন সমূহের মাধ্যমে এই সেবা ব্যবহার করা যাবে। Dormant/ Inoperative/ Deceased হিসাবে এই সেবা প্রদান করা হবে না। একজন গ্রাহক একই সাথে একাধিক মোবাইল Device -এ এই সেবা ব্যবহার করতে পারবেন না।
সোনালী থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম / সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম
লগ ইন করার পর ট্রানজেকশনে ক্লিক করুন। এবার সেন্ড মানি অপশনে ক্লিক করুন। একাউন্ট টু একাউন্ট(সোনালী ব্যাংক) নির্বাচন করুন। খেয়াল করুন আপনার ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে। এমাউন্টের ঘরে কত টাকা পাঠাবেন তা লিখুন। ব্যাংক একাউন্টের ঘরে প্রাপকের অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার একাউন্ট নাম্বার দিন। এর পরের ঘরেই তার নাম দেখাবে। যদি নাম মিলে যায় তবেই কেবল পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।
আপনার মোবাইলে OTP নাম্বার আসবে। সেই নাম্বারটি দিয়ে সাবমিট করুন। লগ ইন করার পর BEFTN বাটনে ক্লিক করুন।যার একাউন্টে টাকা পাঠাবেন তার একাউন্টটি যে জেলায় অবস্থিত, প্রথমে সেই জেলাটি নির্বাচন করুন। এরপর ব্যাংকের নাম নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করুন। যে শাখায় টাকা পাঠাবেন, সেই শাখার নাম নির্বাচন করুন। যার একাউন্টে টাকা পাঠাবেন তার নাম (একাউন্টের নামের সাথে মিলতে হবে), তার একাউন্ট নাম্বার, টাকার পরিমাণ, টাকা পাঠানোর উদ্দেশ্য লিখে পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে OTP নাম্বার আসবে। সেই নাম্বারটি দিয়ে সাবমিট করুন। পরের দিন ঐ একাউন্টে টাকা জমা হয়ে যাবে। ছুটির দিন বা ক্ষেত্র বিশেষে দেরি হতে পারে।
সোনালী ই ওয়ালেট খোলার নিয়ম ২০২৪ । এন্ড্রয়েট অ্যাপ ব্যবহার করুন খুব সহজেই
- প্রথমে আপনার মোবাইলের PlayStore এ প্রবেশ করুন Sonali e wallet লিখে সার্চ করুন। সোনালী ই ওয়ালেট লিখে সার্চ করলেই সোনালী ব্যাংকের লোগো সহঅ্যাপের ইনস্টল লিংক দেখতে পারবেন।
- Install লেখা সবুজ লিংকটিতে ক্লিক করলেই আপনার মোবাইলে অ্যাপটি ইন্সস্টল হতে থাকবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে Open লেখা দেখাবে।
- Open এ লিংক করার সাথে সাথেই অ্যাপটি চালু হতে শুরু করবে। চালু হওয়ার সময় বেশি কিছু Permission চাইবে, আপনি সবগুলোতে Allow করে দিন। এখানে আপনার স্টোরেজ, কন্টাক্ট ইত্যাদি বিষয়ে পারমিশন চাইবে।
- আপনার নাম, মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বর, ইত্যাদি ব্যবহার করে অ্যাপে রেজিষ্ট্রেশন করুন। সকল তথ্য প্রদানের পর আপনার মোবাইলে ভেরিফিকেশন ওটিপি আসবে সেটি অবশ্যই বসিয়ে নিন। রেজিস্ট্রেশন সম্পূন্নের পর স্থানীয় ব্যাংক বা আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন। যদিও সব তথ্য যদি আপনি ঠিকঠাক ভাবে সরবরাহ করে থাকেন তবে ব্যাংকে যোগাযোগ করতে হবে। ৭২ ঘন্টার মধ্যে আপনার আইডি অনুমোদন হয়ে যাবে।
ই ওয়ালেটে লেনদেনের সর্বোচ্চ লিমিট কত?
ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ সীমা- ব্যক্তি ই-ওয়ালেট হিসাবে স্থিতি ৪,০০,০০০ টাকা। জমা (Add Money) দৈনিক ১,০০,০০০ টাকা। ই-ওয়ালেট হিসাবে হতে স্থানান্তর (ব্যাংক হিসাবে/ পারসন টু পারসন) দৈনিক ১,০০,০০০ টাকা, মাসিক ৪,০০,০০০০ টাকা মাত্র। নিজ ব্যাংকে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ১,০০,০০০ টাকা ও মাসিক ৪,০০,০০০ টাকা এবং অন্যান্য ব্যাংকে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ৫০,০০০ টাকা ও মাসিক ২,০০,০০০ টাকা। অ্যাপটি চালুর ফলে সোনালী ব্যাংকের সেবার মান অনেক ধাপ এগিয়ে গেল।
আমি অদ্য 30 মে 2023 হতে প্রায় এক বছর আগে আমার আগের সিম্ফনি মোবাইল দিয়ে সোনালী ইওয়ালেট এপস চালু করি।সেবাও মোটামুটি সন্তোষজনক পাচ্ছিলাম। দুঃখের বিষয় হল, সাপ্তাহ খানিক আগে একটা নতুন মোবাইল নিয়েছি। এই মোবাইলে অনেক চেষ্টা করেও সোনালী ইওয়ালেট চালু করতে পারছি না। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কামনা করছি।
ব্রাঞ্চ হতে অনুমোদন নিয়ে নিতে হবে।