ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সম্পর্কে বিস্তারিত । BRAC BANK Multi Currency Debit Card 2023

দেশে এবং দেশের বাইরে ট্রানজেকশন বা পজ মেশিনে কেনা কাটা করতে পারবেন যে কোন মুদ্রায় ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে। যে কোন দেশে ভ্রমণকালে আপনি ব্র্যাক ব্যাংক মাল্টিকারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের কোন ঝামেলা পোহাতে হবে না, প্রয়োজনে আপনি এটির মাধ্যমে এটি এম বুথ ব্যবহার করে নগদ অর্থও উত্তোলন করতে পারবেন।

ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের বিশেষ সুবিধা ২০২৩

  • ট্রাভেল কোটা অনুযায়ী ডেবিট কার্ড দিয়েই দেশে এবং দেশের বাইরে ট্রানজেকশনের সুবিধান রয়েছে।
  • বিশ্বে যে কোন প্রান্তে ২৪/৭ ক্যাশ উত্তোলনের সুবিধা রয়েছে।
  • দেশের একমাত্র ডেবিট কার্ড যা আপনার লোকাল ও আন্তর্জাতিক কেনাকাটায় দিচ্ছে রিওয়ার্ড পয়েন্টস সুবিধা।

ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ডে যে সকল সুবিধা পাবেন

  • বিশ্বের যেকোন মুদ্রায় লেনদেন।
  • বিশ্বের যেকোনাে ভিসা এটিএম 24/7 থেকে নগদ তােলার সুবিধা।
  • ফেইসবুক, গুগল বুস্টিং, সহ যেকোন সবাস্ক্রিপশন ফী প্রদান সুবিধা।
  • অনলাইন এবং পস কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট সুবিধা।
  • ব্র্যাক ব্যাংকের পার্টনার মার্সেন্টে ডিস্কাউন্ট সুবিধা।
  • ব্র্যাক ব্যাংকের Astha অ্যাপের মাধ্যমে QR পেমেন্ট সুবিধা এবং অ্যাপের মাধ্যমে কার্ডের’ সকল ডিটেলস দেখতে পাবেন।

ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ডে যে অফারগুলো প্রথমবারের মত ছিল

  • বর্তমানে যাদের ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড আছে তার ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে বিনামূল্যে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করতে পারবেন।
  • ডেবিট কার্ড নেই এমন বর্তমান অ্যাকাউন্ট হােল্ডাররাও ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে বিনামূল্যে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করতে পারবেন।
  • মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড নেওয়ার পর ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে আপনি যদি ১০০০ ডলার এন্ডােসমেন্ট করেন তাহলে ৫০০ রিওয়ার্ড পয়েন্ট বােনাস পাবেন।
  • মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড বিনামূল্যে পেতে, অনুগ্রহ করে ‘16221’ কল করুন বা আপনার নিকটতম ব্র্যাক ব্যাংক শাখায় যােগাযােগ করুন।
  • বর্তমানে যাদের ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড আছে তারা ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে বিনামূল্যে মাল্টি কারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করতে পারবেন।
  • বর্তমানে যাদের ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড আছে তার ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে বিনামূল্যে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করতে পারবেন।
  • ডেবিট কার্ড নেই এমন বর্তমান অ্যাকাউন্টহােল্ডাররাও ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে বিনামূল্যে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করতে পারবেন।
  • মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড নেওয়ার পর ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে আপনি যদি ১০০০
    ডলার এন্ডাের্সমেন্ট করেন তাহলে ৫০০ রিওয়ার্ড পয়েন্ট বােনাস পাবেন।
  • মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড বিনামূল্যে পেতে, অনুগ্রহ করে ‘16221’ কল করুন বা আপনার নিকটতম ব্র্যাক ব্যাংক শাখায় যােগাযােগ করুন।।

কারা এ কার্ড নিতে পারবেন?

  • ব্র্যাক ব্যাংকে যাদের একাউন্ট আছে তারা এ কার্ড নিতে পারবেন।
  • যাদের ডেবিট কার্ড আছে তারা মাল্টিকারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করতে পারবেন।
  • যাদের একাউন্ট নেই বা একাউন্ট করা ছাড়া কোন ব্যক্তি এই কার্ড পাবেন না। অর্থাৎ এটি কোন প্রি-পেইড কোন কার্ড নয়।
  • নতুন একাউন্ট হোল্ডারগণও এ কার্ড নিতে পারবেন।

BRAC Bank Astha অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন।

এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। মনে রাখবেন আন্তর্জাতিক লেনদেন করতে আপনাকে অবশ্যই ডলার এনডোর্সমেন্ট করতে হবে। অর্থাৎ বুস্টিং বা অন্যান্য যে কোন ইন্টারন্যাশনাল লেনদেনের ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট হোল্ডার হতে হবে।

ইন্টারেস্ট চার্জ বা বিলম্ব জরিমানা (লেট ফি) নিয়ে গ্রাহকদের চিন্তা করতে হবে না। এটি ডেবিট কার্ড হওয়ায় এতে এই ধরনের কোনো চার্জ প্রযোজ্য হবে না। বরং গ্রাহকরা ৩০০টিরও বেশি পার্টনার মার্চেন্টে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পেতে, ফোন করুন ১৬২২১ নম্বরে অথবা যোগযোগ করুন নিকটস্থ ব্রাঞ্চে।

4 thoughts on “ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সম্পর্কে বিস্তারিত । BRAC BANK Multi Currency Debit Card 2023

    • 23/09/2022 at 1:43 PM
      Permalink

      Aita Dynamic Card …

      Reply
  • 24/09/2022 at 9:33 PM
    Permalink

    মাল্টি কারেন্সী কাড পেতে কত দিন সময় লাগে।আর যাদের ডেবিট কাড আছে তারা এটা কে মাল্টি কারেন্সীতে আপডেট করতে পারবে।

    Reply
    • 27/09/2022 at 1:49 PM
      Permalink

      ডেবিট কার্ড মাল্টি কারেন্সিতে আপডেট করতে পারবেন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *