ন্যাশনাল ব্যাংক আমানত স্কিম ২০২৩ । ডাবল বেনিফিট নাকি সেঞ্চুরি আমানতে টাকা রাখবেন?

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ মুনাফা বা সুদের হার অফার করছে যা অন্যান্য বেসরকারি ব্যাংক হতে বেশ ভাল – ন্যাশনাল ব্যাংক আমানত স্কিম ২০২৩

ন্যাশনাল ব্যাংক কি ঋণ খেলাপী ব্যাংক? হ্যাঁ। ঠিকই ধরেছেন – গত বছর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এখানে একইভাবে খেলাপির হার ২৭.৪৬ শতাংশ নিয়ে তালিকায় অষ্টম ন্থানে রয়ছে ন্যাশনাল ব্যাংক। তবে ভয় পাওয়া কিছু নেই ঋণ দিলে খেলাপী ঋণ থাকবেই, আশার বিষয় হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশে কোন ব্যাংক দেওলিয়া ঘোষিত হয়নি।

ডাবল বেনিফিট স্কিম কেমন? ডাবল বেনিফিট হচ্ছে আপনার সঞ্চিত টাকা দ্বিগুন হয়ে যাবে। আপনি যে টাকা জমা রাখবেন তা ৫ বছর ৬ মাস পর দ্বিগুন বা ডাবল টাকা পাবেন। এছাড়াও মিলিওনিয়ার স্কিমে ৮% মুনাফা পাওয়া যায়। মাসিক ভিত্তিতে ১৭,৭৩০ টাকা জমা করে ৪ বছরে মিলিওনিয়ার হওয়া যাবে এবং সর্বনিম্ন ৪২১০ টাকা মাসিক চাঁদা জমা করে ১২ বছরে ১০ লাখ টাকার মালিক বা মিলিওনিয়ার হওয়া যাবে।

সেঞ্চুরী আমানত প্রকল্প কি? সেঞ্চুরী মানে ১০০ অর্থাৎ ১০০ দিনের জন্য আমানত ব্যাংকে রাখতে পারবেন এবং যারা অল্প দিনের জন্য ব্যাংকে টাকা রাখতে চান তাদের জন্য সেঞ্চুরী স্কিমটি ভাল। এছাড়াও যারা যে কোন সময় এফডিআর ভাঙ্গাতে চান তাদের ক্ষেত্রে এটি খুবই উপযোগী স্কিম। টাকা জমার ক্ষেত্রে আমানত সঠিক হিসাবে পাওয়া যায়, লং টার্মে টাকা রেখে তা সর্ট টার্মে ভেঙ্গে ফেললে মুনাফা অনেক কম পাওয়া যায় কিন্তু ১০০ দিনের সঞ্চয় স্কিমে এমনটি নয় ৮% মুনাফা পাওয়া যাবে।

ন্যাশনাল ব্যাংক মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস / মাত্র ১০০০ টাকা থেকে সঞ্চয় করা যাবে

১০০০ টাকা জমা রাখলে ১০ বছরে ১,৮৩,৭৭৭ টাকা পাওয়া যাবে।

Caption: National Bank Sanchay Scheme

ন্যাশনাল ব্যাংক এফডিআর রেট ২০২৩ । কত টাকা কত দিনের জন্য রাখলে মুনাফার বা সুদের হার কত?

  1. ০১ মাসের জন্য যে কোন এমাউন্ট রাখলে ৬.৫% সুদ বা মুনাফা প্রযোজ্য হইবে।
  2. ০৩ মাসের জন্য যে কোন এমাউন্ট রাখলে ৭.৫- ৮.০% সুদ বা মুনাফা প্রযোজ্য হইবে (টাকার এমাউন্ট ভেদে)।
  3. ০৬ মাসের জন্য যে কোন এমাউন্ট রাখলে ৭.৭৫- ৮.২৫% সুদ বা মুনাফা প্রযোজ্য হইবে (টাকার এমাউন্ট ভেদে)।
  4. ০১ বছর বা গুনিতকের জন্য যে কোন এমাউন্ট রাখলে ৭.৭৫- ৮.২৫% সুদ বা মুনাফা প্রযোজ্য হইবে (টাকার এমাউন্ট ভেদে)।

ন্যাশনাল ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের সুবিধা কি?

ভুল ব্যাংকি ১৮ বছরের কম বয়সী র ছাত্র/ছাত্রীদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা এবং তাদেরকে সঞ্চয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শাখায় এই হিসাব খোলা এবং পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই হিসাবে কোন প্রকারের ফি কর্তন করা হবে না। অত্র শাখায় Debit/Credit Card (ATM) সুবিধা পাওয়া যায় ।সেভিংস হিসাব এর আকর্ষনীয় মুনাফার হার। চলতি হিসাব খোলা হয়। এস.টি.ডি/পি.এ হিসাব এর আকর্ষনীয় মুনাফার হার।

সোনার বাংলা আমানত ৭.৫% হারে ৪৫ দিন মেয়াদের বিশেষ আমানত স্কিম। Loan Calculator । ডিপিএস, এফডিআর ও লোনের হিসাব করুন সহজেই
সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৩ (Updated) । সঞ্চয়পত্র কেন কিনবেন? ৫০০০ টাকার ডিপিএস ২০২৩ । কোন ব্যাংকে এখন ডিপিএস লাভজনক?

যে কোন দেশ হতে কি রেমিট্যান্স পাঠানো যায়?

হ্যাঁ। বিশ্বের যেকোন দেশ থেকে আসা প্রবাসী রেমিটেন্স প্রদান করা হয়। যেকোন ব্যাংক অনলাইন করা যায় কোন রকম সার্বিস চার্জ ছাড়া। আমার একাউন্ট হিসাব আকর্ষনীয় মুনাফা মাসিক ভিত্তিতে প্রদান করা হয়। বিশ্বের যেকোন দেশ থেকে পাঠানো রেমিটেন্সের বোনাস হয় প্রদান করা হয় খুব সহজে। বেসরকারি ব্যাংক গুলোতে সরকারি ব্যাংক হতে অনেক ভাল সেবা পাওয়া যায়। নিরাপদে, সহজে এবং স্বস্তি নিয়ে ব্যংকিং করুন, আমদের সেবা নিন ।

https://reportbd.net/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *