বিকাশ টু ব্যাংক করার নিয়ম ২০২৪ । ক্যাশ আউটের প্রায় অর্ধেক খরচে ব্যাংকে টাকা পাঠানো যাবে?

বিকাশ ব্যবহারের ফলে প্রায়ই অনেক টাকা বিকাশে আসে এবং জমা হয়- এই টাকাগুলো ক্যাশ আউট করতে ১৮-২০ টাকা হাজারে ব্যয় হয়- এই ব্যয় সহজেই কমানো সম্ভব – বিকাশ টু ব্যাংক করার নিয়ম ২০২৪

কোন কোন ব্যাংকে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যাবে? –বিকাশ টু ব্যাংক সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন যেকোনো সময়। বিকাশ টু ব্যাংক সার্ভিস দিয়ে শুধুমাত্র সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এ.বি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেডে টাকা পাঠাতে পারবেন।

সর্বোচ্চ কত টাকা ব্যাংক হিসাবে ট্রান্সফার করা যাবে? পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত একজন বিকাশ গ্রাহক একটি বিকাশ একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা বিকাশ টু ব্যাংক করতে পারবেন। এই নতুন আপডেট করা লিমিটটি ৭ আগস্ট, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। সকল ধরনের অনাকাঙ্ক্ষিত প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আপনার বিকাশ একাউন্ট সুরক্ষিত রাখতে এই লিমিট পরিবর্তন করা হয়েছে। অন্য কোনো সেবায় লিমিট পরিবর্তন করা হয়নি।

লিমিট শেষ হলে করণীয় কি? গ্রাহক বিকাশ অ্যাপে ডিসবার্সমেন্ট লিমিট অ্যাপে চেক করতে পারবেন না। বিকাশ টু ব্যাংক লেনদেনের জন্য, বিকাশ অ্যাপের লিমিট সেকশনে সম্পূর্ণ লিমিট এবং ব্যবহৃত লিমিট উল্লেখ করা হয়েছে (বিকাশ টু ব্যাংক-এ)। দৈনিক লিমিটের জন্য, লিমিট অতিক্রম করলে পরবর্তী দিনে আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে। মাসিক লিমিটের জন্য, অনুগ্রহ করে পরবর্তী মাসে পুনরায় চেষ্টা করুন যদি আপনি ইতোমধ্যে লেনদেনের সংখ্যা এবং পরিমাণের লিমিট অতিক্রম করে থাকেন।

সব ব্যাংকেই কি বিকাশ টু ব্যাংক করা যাবে? / রাষ্ট্রায়াত্ত ব্যাংক চার্জ ১.৮ এর স্থলে মাত্র ১% প্রযোজ্য

এবি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, এনাআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড

বিকাশ টু ব্যাংক করার নিয়ম ২০২৩ । ক্যাশ আউটের প্রায় অর্ধেক খরচে ব্যাংকে টাকা পাঠানো যাবে?

Caption: bkash

বিকাশ টু ব্যাংক ট্রান্সফার নিয়ম ২০২৪ ।  অন্য কারও ব্যাংক হিসাবেও কি টাকা পাঠানো যাবে? না।

  1. বিকাশ অ্যাপে লগ ইন করুন।
  2. বিকাশ টু ব্যাংক আইকন সিলেক্ট করুন।
  3. আপনি যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন
  4. ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন।
  5. আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন
  6. লেনদেনের একটি রেফারেন্স দিন।
  7. আপনার বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন

প্রতিদিন সর্বোচ্চ কত টাকা ব্যাংক হিসাবে পাঠানো যাবে?

ব্যাংক একাউন্টে রেজিস্টার করা মোবাইল নাম্বারে OTP পাঠানো হবে। প্রয়োজনে, নাম্বার হালনাগাদ করতে ব্যাংকে যোগাযোগ করুন।

সার্ভিস- বর্তমান লেনদেনের সংখ্যার লিমিট বর্তমান লেনদেনের পরিমাণ
বিকাশ (লিংকড এবং নন লিংকড) টু ব্যাংক + ভিসা ডেবিট কার্ড প্রতিদিন: ১০ প্রতি মাসে: ১০০ প্রতিদিন: ৫০,০০০ প্রতিমাসে: ৩,০০,০০০ প্রতি লেনদেনে (সর্বনিম্ন) = ৫০ প্রতি লেনদেনে (সর্বোচ্চ) = ৫০,০০০
https://banksbd.xyz/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a5%a4-%e0%a6%85/

One thought on “বিকাশ টু ব্যাংক করার নিয়ম ২০২৪ । ক্যাশ আউটের প্রায় অর্ধেক খরচে ব্যাংকে টাকা পাঠানো যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *