AB Bank Credit Card 2023 । বেতন ২৫ হাজার ব্যাংকে ঢুঁকলেই ক্রেডিট কার্ড নিতে পারবেন

সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ স্বল্প বেতন হলেও ক্রেডিট কার্ড নিতে পারবেন – AB Bank Credit Card 2023

কেন আপনি ক্রেডিট কার্ড নিবেন? – এবি ব্যাংক গোল্ড মাস্টার কার্ডের প্রতিটি ব্যবহারে উপভোগ করুন সর্বোচ্চ সুবিধা। এবি ব্যাংক গোল্ড মাস্টারকার্ড বাংলাদেশের ভেতরে ও বাইরে প্রায় ৪০,০০০,০০০(৪০ মিলিয়ন ) মার্চেন্ট পয়েন্ট এবং প্রায় ২,০০০,০০০(২ মিলিয়ন ) এটিএম-এ গৃহীত হয়। এই কার্ডটি সাধারণ কেনাকাটা থেকে শুরু করে সুপার স্টোর, হোটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইন, হসপিটাল, জুয়েলারী, ইলেকট্রনিক্স ও কম্পিউটার শপে কেনাকাটায় ব্যবহার করা সম্ভব।

গোল্ড মাস্টারকার্ড- টার্গেট গ্রাহক অংশের কথা বিবেচনা করে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে এবি ব্যাংক গোল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ৫,০০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্রেডিট সীমা প্রদান করে। এবি ব্যাংক লিমিটেডের কাছে আপনি এবং আপনার পরিবারই হলো আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একারণেই, প্রিয়জনের সাথে আপনার ক্রেডিট কার্ডের সুবিধাবলী ভাগাভাগি করে নিতে আমরা তাদের জন্য বিনামূল্যে সাপ্লিমেন্টারী এবি ব্যাংক ওয়ার্ল্ড মাস্টার কার্ড নেয়ার সুযোগ দিচ্ছি। একটি সাপ্লিমেন্টারী এবি ব্যাংক ক্রেডিট কার্ডে কিছু সুবিধাগুলো প্রদান করা হয়।

সাপ্লিমেন্টারী ক্রেডিট কার্ড ধারক আপনার ক্রেডিট কার্ডের সমস্ত সুবিধা এবং বৈশিষ্ট্যগুলো ভাগাভাগি করে নিতে পারবেন, যেমন, ডাইনিং ও শপিং সুবিধাবলী, এয়ারপোর্ট লাউঞ্জ এক্সেস এবং আরও অনেক কিছু।প্রত্যেক সাপ্লিমেন্টারী কার্ডের জন্য আপনি একটি নির্দিষ্ট সীমা ধার্য করে দিতে পারবেন যাতে মাসিক খরচ নিয়ন্ত্রণ করা যায়।আপনার মূল ক্রেডিট কার্ড এবং প্রতিটি সাপ্লিমেন্টারী কার্ডে কতো টাকা খরচ হচ্ছে তা মাসিক স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারবেন এবং আপনি খুব সহজেই আপনার মাসিক খরচ মনিটর করতে পারবেন। এছাড়াও, প্রত্যেক প্রাইমারী ও সাপ্লিমেন্টারী কার্ডধারী প্রতিটি লেনদেনের পর এসএমএস ও ই-মেইলে নোটিফিকেশন পাবেন।

সংক্ষেত্রে সুবিধাদি- No DBR Calculation, Annual Charge Free, সামান্য কিছু পেপার্স দিয়ে কার্ডটি পাচ্ছেন সম্পুর্ণ ফ্রী সারা দেশেই। যাদের সেলারী ২৫ হাজার এর উপরে ব্যাংকে যায় তারাও ক্রেডিট কার্ড নিতে পারবেন। আরও Duel Currency international credit card থাকছে এবং বিকাশ এবং নগদে ADD Money একদম ফ্রি। নগদে মাধ্যমে BILL PAYMENT এবং কেনাকাটায় ছাড় রয়েছে।

১৮ Transaction yearly কার্ড চার্জ ১০০% ফ্রি দ্বিতীয় বছর থেকে এবং কেনাকাটায় ইন্টারেস্ট ছাড়া ৪৫ দিনে বিল পেমেন্টের সুবিধা রয়েছে। ১২০০+ টির ও বেশী আউটলেট। আউটলেট থেকে পন্য কিনলে সর্বোচ্চ ৩৬ কিস্তি পর্যন্ত বিল পরিশোধের সুবিধা ( অতিরিক্ত চার্জ ছাড়াই) পাওয়া যাবে এবং ফ্রী লাউঞ্জ বাংলাদেশ এয়ারপোর্টে অবস্থান করা যাবে। ডুয়েল কারেন্সি কার্ড, সারা বিশ্বে ব্যবহারের সুবিধা এবং Meet & Greet সুবিধা পাওয়া যাবে। হিডেন কোন চার্জ নেই এবং প্রায়োরিটি পাস সুবিধা পাওয়া যাবে।

লাইফ স্টাইল অফার আছে কি? মাস্টারকার্ডের পাশাপাশি এবি ব্যাংক ক্রেডিট কার্ড শপিং, দারুন কোনো রেস্তোরাঁতে খেতে যাওয়া বা বিশ্বব্যাপী ভ্রমণের জন্য ডিসকাউন্টের পাশাপাশি একটি দুশ্চিন্তামুক্ত সেবা প্রদান করে। এবি ব্যাংকের ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্যে বাংলাদেশের প্রায় ১১০০ এর অধিক ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট এবং ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা। এটি কেবল আপনাকে অর্থ বাচাতেই সাহায্য করবে তা নয় বরং সঞ্চিত অর্থ দিয়ে আপনি আরো বেশি কেনাকাটা করতে সক্ষম হবেন। আপনার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে প্রতিনিয়ত আমাদের ডিসকাউন্ট পার্টনার এর সংখ্যা বেড়ে চলেছে। বিস্তারিত দেখুন

আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন / প্রয়োজনে যে কোন সময় নগদ টাকা উত্তোলন করতে পারবেন

এবি ব্যাংক মাস্টারকার্ডের ব্যালেন্স ট্রান্সফার সুবিধার আওতায়, একটি সাশ্রয়ী ট্রান্সফার রেটে, অন্য কোন ব্যাংকের পাওনা মেটান এবি ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে।

আপনি আপনার ক্রেডিট কার্ডের মাসিক বিল নগদ টাকা বা চেক-এর মাধ্যমে পরিশোধ করতে পারেন। এছাড়াও এবি ব্যাংক সঞ্চয় বা চলতি একাউন্ট থেকে কেটে নেয়ার মাধ্যমে পরিশোধ করতে পারেন। এছাড়াও আপনার সুযোগ রয়েছে: পাওনা অর্থের পুরোটাই পরিশোধ করার, অথবা আপনার ব্যালেন্সের সর্বনিম্ন পাওনার ৫% (অথবা ৫০০টাকা, যেটাই বেশি হয়) পরিশোধ করার, অথবামোট পাওনার জন্য ন্যূনতম পরিমাণ থেকে শুরু করে যে কোনো পরিমাণের অর্থ পরিশোধ করার। আপনি প্রতি মাসের বিল নির্দিষ্ট তারিখের ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে পারেন।

Caption: Source of Information

AB Bank Credit Card Campign । যারা এবি ব্যাংকের ক্রেডিট কার্ড পাবে সহজেই

  1. A Banker
  2. Doctor
  3. Govt Employee(Grade 1-10) &
  4. Teacher দের জন্য দারুন অফার।

তাৎক্ষণিক আগাম অর্থ উত্তোলন সুবিধা আছে কি?

জীবনের কিছু কিছু চাহিদা একেবারে অপ্রত্যাশিত মুহূর্তগুলোয় হাজির হয়। এবি ব্যাংক ক্রেডিট কার্ডকে ব্যবহার করুন আপনার প্রয়োজনীয় অর্থের তাৎক্ষণিক উৎস হিসেবে। আপনার সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ইমার্জেন্সী নগদ টাকা উত্তোলনে কার্ডটি ব্যবহার করতে পারবেন। আপনার নগদ অর্থের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে, এবি ব্যাংক মাস্টারকার্ডের আগাম নগদ উত্তোলন সুবিধার আওতায়, আপনি বাংলাদেশের যে কোনো এবি ব্যাংক এটিএম এবং মাস্টারকার্ড এটিএম থেকে ক্যাশ তুলতে পারবেন। এছাড়াও পৃথিবীর যে কোনো স্থানে, মাস্টারকার্ডের লোগো সম্বলিত যে কোনো এটিএম হতে ক্যাশ উত্তোলন করতে পারবেন। এই সুবিধার আওতায়, আপনি আপনার ক্রেডিট সীমার ৫০% পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

2 thoughts on “AB Bank Credit Card 2023 । বেতন ২৫ হাজার ব্যাংকে ঢুঁকলেই ক্রেডিট কার্ড নিতে পারবেন

  • 18/05/2023 at 10:07 PM
    Permalink

    I want credit card. i am doing job at Western Engineering Pvt. Ltd.
    Karwanbazar Dhaka.

    Reply
    • 19/05/2023 at 8:26 AM
      Permalink

      অনুগ্রহ করে ব্রাঞ্চে যোগাযোগ করুন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *