ডাচ-বাংলা ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ । ব্যাংক ঋণ নিতে কি কি কাগজপত্র লাগে?

ডাচ বাংলা ব্যাংক ইন্ড্রাস্ট্রিয়াল লোনসহ ব্যক্তিগত বা কনজুমার লোনও প্রদান করে থাকে- রিক্স বিবেচনা করেই মূলত লোন পাস করা হয় – ডাচ-বাংলা ব্যাংকের পার্সোনাল লোন ২০২৩

ডাচ ব্যাংলা পার্সোনাল লোন পাওয়ার যোগ্যতা ও পেশা কি কি? – ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি, এফসিএ, সিএ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সরকার গেজেটেড অফিসার ও ১ম শ্রেণীর অফিসার। আধা সরকারী 1ম শ্রেণীর কর্মকর্তা স্বায়ত্তশাসিত সংস্থা, আধা স্বায়ত্তশাসিত, কর্পোরেশন ইত্যাদি। যে কোন ব্যাঙ্কের সাথে অ্যাকাউন্ট প্রাপকের বেতন সহ এক্সিকিউটিভ, বহুজাতিক কোম্পানি সংস্থা, ব্যাঙ্ক ও এনবিএফআই, টেলিযোগাযোগ, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, বিখ্যাত এনজিও, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, আর্থিক কোম্পানি, বড় কর্পোরেট হাউসের নির্বাহী। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতালগুলির প্রশাসনিক স্টাফ হতে হবে।

ডাচ বাংলা ব্যাংক হতে কি কি কারণে লোন নেয়া যায়? ব্যক্তিগত ঋণ, DBBL SME ও খুচরা ঋণ, বিভিন্ন ভোগ্যপণ্য ক্রয় করতে (আসবাবপত্র, ইলেকট্রনিক্স আইটেম ইত্যাদি), জরুরি চিকিৎসা খরচ মেটাতে, বিয়ের খরচ মেটাতে, ভ্রমণ এবং উৎসবের খরচ মেটাতে, ঘর সাজাতে বা সংস্কার করতে, গাড়ি কেনার জন্য, পেশাদার সরঞ্জাম, সরঞ্জাম, যন্ত্রপাতি, অফিস সজ্জা আইটেম বা অন্য কোন ব্যক্তিগত প্রয়োজনে অর্থায়ন করা যায়।

ডাচ বাংলায় কত  DBBL SME এবং খুচরা ঋণ পাওয়া যায়? ঋণের পরিমাণ পেশার ধরনের উপর নির্ভর করে। ঋণ পরিশোধ ক্ষমতা পরিমাপ করে লোন প্রদান করা হয়। সর্বনিম্ন ৫০,০০০/- থেকে সর্বোচ্চ ২০,০০,০০০/- বা মোট মাসিক আয়ের সর্বোচ্চ বার মাসের গুনফলে যা আসে তা লোন দেয়া হয়। ভোক্তার অবস্থা, পাওয়ার প্লাস লাইন, ডিবিবিএল কর্মচারী, নির্বাচিত কর্পোরেট সংস্থার কর্মচারী যারা DBBL-এর সাথে বেতন অ্যাকাউন্ট বজায় রাখতে হয়। ব্যাংক হিসাব না থাকলে তো আর লোন দেয়া হয় না, বেতন ভাতাদি ঐ ব্যাংক ঢুকতে হবে।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন ফরম ।  ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন

ডাচ বাংলা ব্যাংকের ব্যক্তিগত ঋণ টেকওভার করা যায়? পাওয়ার লাইনের জন্য ১১% সুদ এবং প্রক্রিয়াকরণ ফি ০.৭৫% শুধুমাত্র এবং এক্সিকিউটিভ লাইনের জন্য ১১.৫০% সুদ এবং প্রক্রিয়াকরণ ফি ১%  দিতে হয়। গ্রাহক ডিবিবিএল থেকে একাধিক ঋণ নিতে পারেন যদি আয় এবং ডিবিআর সমর্থন করে তাহলে গ্রাহক নতুন বা অতিরিক্ত ঋণ টপ আপ বা আলাদা করতে পারেন।

ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর দেখুন

ডাচ বাংলা ব্যাংক লোন ডকুমেন্ট ২০২৩ । ব্যাংক লোন নেয়ার প্রয়োজনীয় কাগজপত্র কি কি?

  1. দুই কপি পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি
  2. বেতন সনদপত্র
  3. NID এর কপি
  4. টিআইএন সার্টিফিকেট
  5. বর্তমান বাসস্থানের ইউটিলিটি বিল
  6. অফিস আইডির কপি
  7. পরিদর্শন কার্ড
  8. আবেদনকারীর দুজন ব্যক্তিগত গ্যারান্টার।
  9. গ্যারান্টারের নথি
  10. এক কপি ল্যাব প্রিন্ট ছবি
  11. NID এর কপি

ডাচ বাংলা ব্যাংক পারসোনাল লোনের সুদের হার কেমন?

ব্যাংক ঋণের সুদের হার বাংলাদশে ব্যাংক কর্তৃক নির্ধারিত থাকলেও প্রতিটি ব্যাংকের সুদের হার কিছুটা ভিন্ন হয়ে থাকে এবং ব্যাংক প্রক্রিয়াকরণ ফি নিয়ে থাকে। এছাড়া প্রতিবছর ঋণ সুপারভাইজের জন্যও চার্জ করে থাকে।  পাওয়ার প্লাস লাইন, স্পেশাল ক্যাটাগরির গ্রাহক এবং ৯-১০.৫০% সুদ এবং প্রসেসিং ফি ০.৫০% প্রদান করতে হবে। লোন নিষ্পত্তি বা টেকওভারের পরিমাণ পর্যন্ত প্রসেসিং ফি মওকুফ করা হবে। ডাচ বাংলা ব্যাংক অনলাইন ফরমে এখনই আবেদন করুন- লোন ফরম

DBBL Personal Loan । ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩

4 thoughts on “ডাচ-বাংলা ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ । ব্যাংক ঋণ নিতে কি কি কাগজপত্র লাগে?

  • 26/08/2023 at 11:01 AM
    Permalink

    আমার ছমিল আছে আমি আবার ব্যবোসা করি মাসে 30থেকে40হাজার লাভ আসে এমন্ত অবস্থায় আমি কি লোন পাবো

    Reply
    • 27/08/2023 at 10:08 PM
      Permalink

      পাবেন। তবে আয় ব্যাংকে হিট করতে হবে।

      Reply
  • 19/11/2023 at 1:04 PM
    Permalink

    আমি কি লোনটা পাব,,,৩ লাখ টাকা

    Reply
    • 27/11/2023 at 6:14 PM
      Permalink

      লোন পরিশোধের সক্ষমতা অনুসারে ঋণ প্রদান করা হয়। প্রতিমাসে মোট আয়ের অর্ধেক কিস্তি হিসাব করে লোনের পরিমাণ নির্ধারন করা হয়।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *