দারাজ বিকাশ অফার ২০২৩ । কখন বিকাশে কেনাকাটা করলে ক্যাশব্যাক পাওয়া যায়?

বাংলাদেশের দারাজ এখন কেনাকাটার সবচেয়ে বড় প্লাটফর্ম-এখানে দেশী বিদেশী বিভিন্ন পন্য কেনা কাটায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পাবেন – দারাজ বিকাশ অফার ২০২৩

কি বারে কেনাকাটা করতে হবে? – এখন সপ্তাহ ঘুরে বুধবার আসলেই কেনাকাটা হবে আরো সাশ্রয়ী। গ্রাহকেরা প্রতি বুধবার Daraz থেকে দরকারি যেকোনো কেনাকাটার বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক! অফারের মেয়াদ- ১২ জুলাই থেকে ৩০ আগস্ট ২০২৩ পর্যন্ত এবং প্রতি বুধবার (১২ জুলাই, ১৯ জুলাই, ২৬ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট, ১৬ আগস্ট, ২৩ আগস্ট, ৩০ আগস্ট) পেমেন্ট করতে হবে।

কত% ক্যাশব্যাক পাওয়া যাবে?  গ্রাহকেরা প্রতি বুধবার Daraz থেকে যেকোনো কেনাকাটায় ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০% করে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহকেরা প্রতি মাসে ২ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। গ্রাহকেরা অফার চলাকালীন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ইনকামিং লেনদেন ও একাউন্ট স্ট্যাটাস সচল থাকা এবং সফলভাবে পেমেন্ট হওয়া সাপেক্ষে যেকোনো গ্রাহক ক্যাশব্যাকের জন্য বিবেচিত হবেন। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সংক্রান্ত ইস্যুর কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে গ্রাহক এই অফারের জন্য বিবেচিত হবেন না। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হয় হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাকের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না। ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফলভাবে পেমেন্ট করতে হবে।

Bkash Daraz Cash Back offer in Bangladesh / এখন সপ্তাহ ঘুরে বুধবার আসলেই কেনাকাটা হবে

শুধুমাত্র পেমেন্ট গেটওয়েতে বিকাশ সিলেক্ট করে (টোকেনাইজড) ক্যাশব্যাক উপভোগ করা যাবে। সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

Caption: Check Offer Details

বিকাশ দ্যারাজ ক্যাশব্যাক অফার ২০২৩ । কেনাকাটায় ক্যাশ ব্যাক অফার পাওয়া যাবে

  1. বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  2. কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  3. যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ক্যাশব্যাক গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  4. যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে গ্রাহকের দাবি ও সত্যতা যাচাই করে বিষয়টি পর্যালোচনা করবে বিকাশ।
  5. অজানা যেকোনো কারণে ক্যাশব্যাক পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গ্রাহক প্রতিমাসে কতবার ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন?

অফারটি ১২ জুলাই ২০২৩, ০০:০০:০০ থেকে ৩০ আগস্ট ২০২৩, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে। না, অফার চলাকালীন প্রত্যেক বুধবার গ্রাহকেরা বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। গ্রাহকেরা Daraz-এ প্রতি বুধবার ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০% করে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহক এক মাসে ২ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন, প্রতিবার ১০০ টাকা করে সর্বোচ্চ ২০০ টাকা। গ্রাহক অফার চলাকালীন ৪ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন, প্রতিবার ১০০ টাকা করে সর্বোচ্চ ৪০০ টাকা। গ্রাহকেরা পেমেন্ট গেটওয়ে (টোকেনাইজড) ব্যবহার করে সফল পেমেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

হ্যাঁ, ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না। হ্যাঁ, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে যদি গ্রাহকের পেমেন্ট সফল হয়, তবেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে। অফারের শর্তাবলি অনুযায়ী পেমেন্ট করার সাথে সাথে গ্রাহক ক্যাশব্যাক পাবেন। অজানা যেকোনো কারণে ক্যাশব্যাক পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।  রিফান্ড বিষয়ক যেকোনো সিদ্ধান্ত মার্চেন্টের নিজস্ব রিফান্ড পলিসি অনুযায়ী নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *