সোনালী ব্যাংক স্কুল ব্যাংকিং ২০২২ । ২০০ টাকা জমা দিয়ে স্টুডেন্ট সেভিংস একাউন্ট খোলা যাবে

ছাত্র-ছাত্রীদের জন্য ব্যাংকিং হবে এখন আরও সহজ, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকে এ হিসাব খোলা যাবে এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করা যাবে – স্টুডেন্ট সেভিংস একাউন্ট খোলার নিয়ম ২০২২

কাগজপত্র কি কি লাগবে? ২য় হতে ১০ম শ্রেণী পড়ুয়া যেকোনো শিক্ষার্থীর সাথে বৈধ একজন অভিভাবকের যৌথনামে হিসাবটি খোলা যাবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, ২ কপি পাসপোর্ট সাইজ এর ছবি, নমিনীর জাতীয় পরিচয়পত্র এবং এক কপি পাসপোর্ট সাইজ এর ছবি এবং প্রতিষ্ঠান প্রধান এর একটি প্রত্যয়নপত্র।

সোনালী ব্যাংক এর ‘স্কুল ব্যাংকিং স্কীম’ একাউন্টের সাথে অনেকেই পরিচিত। ৭ বছর হতে ১৭ বছর বয়স্ক বা ২য় শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক কিংবা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা একজন বৈধ অভিভাবকের সাথে যৌথভাবে এ হিসাবটি খুলতে পারে। কিন্তু আমাদের যেসকল ছাত্র/ছাত্রীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের অনেকেরই দাবী ছিল তাদের জন্য যেন সোনালী ব্যাংকে একটা স্টুডেন্ট একাউন্ট খোলার ব্যবস্থা নেয়া হয়।

তাদের সেই আগ্রহের প্রতি সাড়া দিয়ে ‘স্টুডেন্ট সেভিংস একাউন্ট’ নামে নতুন একটি আমানত প্রোডাক্ট চালু করেছে আমাদের সোনালী ব্যাংক লিমিটেড। ১৮ বছর থেকে ২৩ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী খুব সহজেই এই একাউন্টটি খুলতে পারবেন। এছাড়া আমাদের Sonali eSheba মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই মাত্র ২ মিনিটেই হিসাবটি খুলে ফেলতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ছোট বেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

Sonali Bank Student Banking Account / অন্যান্য হিসাবের মতো সকল ধরনের লেনদেনই এই হিসাবে করা যাবে।

সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এ হিসাব খোলা যাবে। লেনদেন করা যাবে। ঘরের কাছে এজেন্ট পয়েন্ট হতে যে কোন সময় এবং যখন তখন লেনদেন করতে পারবেন।

সোনালী ব্যাংক স্কুল ব্যাংকিং ২০২২ । ২০০ টাকা জমা দিয়ে স্টুডেন্ট সেভিংস একাউন্ট খোলা যাবে

Caption: source of information

ছাত্র ছাত্রীদের জন্য স্টুডেন্ট একাউন্ট ।  কী কী সুবিধা পাওয়া যাবে?

  1. মাত্র ২০০ টাকা জমা দিয়ে হিসাব খোলার সুযোগ
  2. মাত্র ২০০ টাকা ন্যূনতম স্থিতি
  3. মাত্র ২০০ টাকা বাৎসরিক চার্জ এর বিনিময়ে ডেবিট কার্ড সুবিধা
  4. কোনো ধরনের মেনটেনেন্স চার্জ নেই
  5. ২৩ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিভাবে সঞ্চয়ী হিসাবে রূপান্তর করার সুযোগ
  6. সারাদেশব্যাপী বিস্তৃত ও সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ

বাৎসরিক কি কি চার্জ কাটবে?

না কোন চার্জই কর্তন করা হবে না। এ ধরনের হিসাব খোলার ক্ষেত্রেও বেশি অর্থে প্রয়োজন হবে না। মাত্র ১০০-২০০ টাকা জমা দিয়ে হিসাব খোলা যাবে। কোনো ধরনের চার্জ নেই এমনকি চেক বইও ফ্রি, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট প্রযোজ্য হইবে। এ স্কিমটির মাধ্যমে সরকার ও ব্যাংক কোন মুনাফা করতে চায় না মূলত সঞ্চয়ী প্রবনতা গড়ে তোলার জন্য বিভিন্ন সুযোগ ও সুবিধা দিয়ে অফার করা হয়েছে।

ই ওয়ালেট ব্যবহার করা যাবে কি?

হ্যাঁ যাবে। সোনালী ব্যাংক লিমিটেড এ চালু হয়েছে “স্টুডেন্ট সেভিংস একাউন্ট”! সুবিধা সমূহ- বাৎসরিক কোন মেইনটেইনেন্স ফি নেই। মাত্র ২০০ টাকা রেখে বাকি সব টাকা তোলা যায়। এটিএম কার্ড (ভিসা) পাবেন, বাৎসরিক ফি মাত্র ২৩০ টাকা। এসএমএস ব্যাংকিং সুবিধা যার বাৎসরিক ফি মাত্র ১১৬ টাকা। ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে ব্যালান্স চেক, স্টেটমেন্ট দেখা, ফান্ড ট্রান্সফার, বিইএফটিএন সুবিধাসহ আরো অনেক সুবিধা পাবেন, বিনামূল্যে! বিকাশের সাথে লিংক একাউন্ট স্থাপনের সুযোগ। (বিকাশ থেকে একাউন্টে হাজারে ১০ টাকায় এবং একাউন্ট থেকে বিকাশে বিনামূল্যে টাকা ট্রান্সফার করা যাবে)। ১৮ থেকে ২৩ বছর বয়সী যেকোনো ছাত্র “স্টুডেন্ট একাউন্ট” খুলতে পারবেন। বাংলাদেশের প্রায় সকল প্রত্যন্ত অঞ্চল থেকে নিরাপদে আর্থিক লেনদেন করতে আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী সোনালী ব্যাংক লিমিটেড এর শাখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *