ibbl Bank Balance Check by Missed Call । বিনা খরচে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর একাউন্ট চেক করুন মুহুর্তেই

ইসলামী ব্যাংক বাংলাদেশ সেলফিনের মত অ্যাপের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এবং যে কোন ব্যাংক হতে শীর্ষ স্থানে ছিল- হ্যাঁ ব্যাংকটি এখন কিছু বেকায়দায় রয়েছে কিন্তু তাদের সেবার মান খুবই সন্তোষজনক– ibbl Bank Balance Check by Missed Call

ইসলামী ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?– ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে।

ইসলামী ব্যাংক মুনাফা কিভাবে হিসাব করে? সেভিংস একাউন্টে প্রতিদিনের ব্যালেন্সের ভিত্তিতে মুনাফা হিসাব করা হয়। মুনাফা ক্রেডিট হয় ষান্মাসিক ভিত্তিতে (৩০ জুন ও ৩১ ডিসেম্বর)। অর্থাত, এর মধ্যবর্তী সময়ে মুনাফা উত্তলোন করা যাবে না। মাসে মাসে মুনাফা পাওয়া যাবে Monthly Income Scheme (MIS)-এ। এটি একটি Term Deposit বা মেয়াদী আমানত, যেখানে লাম্প সাম কিছু টাকা ১/৩/৫ বছরের জন্যে জমা রাখা হয়। পুরো মেয়াদের জন্যে প্রদেয় মুনাফা মাসে মাসে একাউন্টে জমা করা হয়।

ইসলামী ব্যাংকে কত দিনে চেক বই পাওয়া যায়? ইসলামি ব্যাংকে একাউন্ট খোলার পর,চেক বই এর জন্য আবেদন করতে হয়।এতে সর্বনিম্ন ৮০টাকা চার্জ কাটবে।চেক দুই রকমের হয়, যদি ইমার্জেন্সী প্রয়োজন হয় তাহলে, তাদের কাছে থাকা ইনস্টান্ট চেক বই দিয়ে দিবে,তাতে আপনার নাম লেখা থাকবে না,তবে লেনদেন করতে পারবেন। আরেকধরনের চেক বই হয়, তাতে আপনার নাম লেখা থাকবে।সেটার জন্য আবেদন করতে হয় এবং আনুমানিক ৭-১৪ দিনের মধ্যে আপনার নাম লেখা চেক বই সংশ্লিষ্ট অফিসে চলে আসবে,আপনাকে সংগ্রহ করে নিতে হবে।

সুদ দেয় না তবে মুনাফা কিভাবে দেয়? ইসলামী ব্যাংকের যে মুনাফার কথা বর্ণনা করা হলো তার সবকয়টি Provisional বা অস্থায়ী। অর্থাৎ ইসলামী ব্যাংক বলে না আপনাকে MMPDSA ৫ বছর মেয়াদি একাউন্টের জন্য ৬.২৫% লাভই দেওয়া হবে, এটি কমও হতে পারে, বেশিও হতে পারে। যদি আপনি স্থায়ী বা ফিক্সড লাভ নিতে চান তাহলে দেশের কনভেনশনাল বা সুদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন। তবে এতটুকু নিশ্চিত হতে পারেন, ইসলামী ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করে, যে একাউন্টের যে লভ্যাংশ হার বলা হয়ে থাকে সেটি গ্রাহকদের প্রদান করার। আর এছাড়াও বর্তমানে দেশের প্রতিটা ব্যাংকে প্রতি ২-৪ মাস পরপর লভ্যাংশ হার কমতে থাকে। অর্থাৎ আগামি ২-৪ মাস পর আপনি হয়তো এই লভ্যাংশ পাবেন না, তখন আরো কম পেতে পারেন। একারণে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা দিয়েছে, ব্যাংকগুলো তাদের গ্রাহককে আমানতের লভ্যাংশ হার কখনোই মুদ্রাস্ফীতি হারের চেয়ে কম দিতে পারবে না।

ibbl Bank Balance Check by Missed Call / কোন নম্বরে মিসড কল দিয়ে ব্যালেন্স দেখাবে?

Islami Bank Account Balance Check via SMS. To check Islami Bank account balance from GP SIM, first, enter your message option and type IBB. Then put a space in between. Then type BAL again. Once typed, send this SMS to 16259. Easy way to check balance by message option.

ibbl Bank Balance Check by Missed Call । বিনা খরচে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর একাউন্ট চেক করুন মুহুর্তেই

Caption: Balance Check Missed Call Number: 09617516259

ইসলামী ব্যাংক বাংলাদেশের ডিজিটাল সেবা সমূহ দেখুন

  1. আই ব্যাংকিং।
  2. সেলফিন।
  3. এসএমএস ব্যাংকিং।
  4. মোবাইল ব্যাংকিং।
  5. এটিএম সেবা।
  6. এজেন্ট ব্যাংকিং সেবা।
  7. সিআরএম/সিডিএম সেবা।

ইসলামী ব্যাংকে টাকা রাখলে চার্জ কেমন কাটে?

একাউন্টে ৫ বছরের জন্য ২০ লাখ টাকা আমানত রাখেন তাহলে আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে আপনি প্রতি মাসে যে লভ্যাংশ পাবেন তা নিচে বর্ণনা করা হলো। ২০,০০০,০০ × ৬.২৫% = ১২৫,০০০ টাকা (১ বছর বা ১২ মাসের) ১২৫,০০০ ÷ ১২ = ১০,৪১৬.৬৭ টাকা (১ মাসের) ১০,৪১৬.৬৭ × ১৫% = ১৫৬২.৫ টাকা (সরকার কর্তৃক ট্যাক্স) ১০,৪১৬.৬৭ – ১৫৬২.৫ = ৮,৮৫৪.১৬৭ টাকা (ট্যাক্স কাটার পর) ৮,৮৫৪.১৬৭ – ১৭৫ = ৮৬৭৯.১৬৭ টাকা (ব্যাংক কর্তৃক এসএমএস সার্ভিস চার্জ, যদি চালু থাকে) ৮,৬৭৯.১৬৭ – ৩,০০০ = ৫,৬৭৯.১৬৭ টাকা (সরকার কর্তৃক আবগারি শুল্ক, বছরে ১ বার) যদি আপনি এটিএম কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে ব্যাংক কর্তৃক তারও চার্জ কাটা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *