আমানত হবে দ্বিগুন– এই স্কিমের আওতায় ১১ বছরে আপনার জমাকৃত টাকা দ্বিগুন হয়ে যাবে। যে কোন ধরনের কাস্টমার ১০, ২০, ৩০, ৫০, ১ লক্ষ বা ৫০ লক্ষ টাকা ১১ বছরের জন্য জমা রাখবে। ১১ বছর শেষ দ্বিগুণ অর্থ গ্রহণ করবেন। এই স্কিমটিতে কোন ফাকিঁঝুকি নেই। দীর্ঘ মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম।

দ্বিগুন আমানত স্কিম খোলার যোগ্যতা- যে কোন বাংলাদেশী ১৮ বছর বয়সী মানুষ বৈধ ইনকাম দিয়ে এ স্কিমটি চালু করতে পারে অথবা কোন প্রতিষ্ঠানও এ স্কিমটি নিতে পারবে। তবে আমানতের পরিমাণ কোন ভাবেই ১০ হাজার টাকার নিচে হবে না। নিজ নামে, যৌথ নামে, কোম্পানীর নামে, অংশীদারী প্রতিষ্ঠান, লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানী, সমাজ, সরকারি বা আধা-সরকারী যে কোন প্রতিষ্ঠান এ স্কিমটি গ্রহণ করতে পারবে।

মুনাফা বা সুদের হার কি হবে?- NRBC Double Benefit Deposit Scheme টির আওতায় আমানত ১১ বছর ৯ মাসে দ্বিগুন হবে। এখানে কোন সুদের হার নির্ধারিত থাকবে না। হার যাই হোক না কেন মেয়াদ শেষে দ্বিগুন অর্থ পাবেন। তবে নির্ধারিত সময়ের পূর্বে যদি নগদায়ন করা হয় ঐ সময়ের এফডিআর অনুসারে সুদ গননা করা হবে।

Double Benefit Deposit Scheme / Best Looking Man in Bangladesh

সরকারি ট্যাক্স, শুল্ক, ডিউটি ইত্যাদি কেটে রাখা হবে যখন স্কিমটি নগদায়ণ করা হবে।

এনআরবিসি ডাবল বেনিফিট স্কিম

Caption:  Customer will get double the amount of deposit in Encashment at maturity

এনআরবিসি ডাবল বেনিফিট স্কিম খুলতে কি কি কাগজপত্র লাগবে?

  1. পাসপোর্ট সাইজের পরিচয়কারী দ্বারা সত্যায়িত ০২ কপি ছবি।
  2. একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত নমিনির ০১ কপি ছবি।
  3. পাসপোর্ট/ নিয়োগকারীর প্রত্যয়নপত্র, আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি কার্ড/ইউপি সার্টিফিকেট এর সত্যায়িত কপি।
  4. ট্যাক্স সার্টিফিকেট যদি থাকে।
  5. বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ওয়াসা বিল ইত্যাদি যে কোন একটি কপি।
  6. পরিচিতি বা ইনকাম সোর্সের যে কোন একটি প্রমানক।

যদি মেয়াদ পূর্তির পূর্বেই নগদায়ন করা হয় তবে মুনাফা বা সুদ পাবে কি?

হ্যাঁ পাবে – ৬ মাস অতিক্রান্ত হওয়া পূর্বেই যদি নগদায়ন করা হয় তবে আপনাকে মূল টাকা ফেরত দেওয়া হবে। যে টাকা আপনি জমা দিয়েছেন তাই ফেরত দেওয়া হবে। কোন মুনাফা বা সুবিধাই দেওয়া হবে না। যদি ৬ মাস অতিক্রম করে তবে যে কয়মাস অতিক্রম করেছে সেই কয় মাসের জন্য FDR বা ফিক্সড ডিপোজিট হারে সুদ গণনা করে প্রদান করা হবে। ঐ সময়ে এফডিআর হার যা থাকবে সেই হারেই দেওয়া হবে।

সূত্র: এনআরবিসি ব্যাংক