Sonali Bank FDR Rate 2024 । ৫ লক্ষ টাকা ৩ বছরের জন্য রাখলে সোনালী ব্যাংক কত টাকা দিবে?

ব্যাংকগুলো আমানত বৃদ্ধির জন্য ডিপোজিট রেট বাড়াচ্ছে কোন কোন ব্যাংক ১৩% এর বেশিও ডিপোজিট রেট দিচ্ছে- ফলে কেউ কেউ সঞ্চয়পত্র ভেঙ্গেও এফডিআর করছে- যদিও নিরাপদ ব্যাংকগুলোর এফডিআর রেট অনেক কম– Sonali Bank FDR Rate 2024

৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত টাকা হাতে পাবেন? – হ্যাঁ। আপনি চাইলে মেয়াদ শেষে পুন: বিনিয়োগও করতে পারেন। চাইলে মেয়াদ শেষে বা যে কোন সময় ভেঙ্গে ফেলতে পারবেন। যে কোন সময় ভাঙ্গালে সঞ্চয়ী হিসাবের রেট পাবেন অর্থাৎ সেটি ২.৯০-৫% হতে পারে। ৫ লক্ষ টাকা রাখলে ৫,০০,০০০*৭.৭৫% = ৩৮,৭৫০ টাকা (বছরে)। ৫ বছর হবে ৩৮,৭৫০ *৫ = ১,৯৩,৭৫০ টাকা। এই টাকার উপর ১০% কর কর্তন করা হবে অর্থাৎ ১৯,৩৭৫ টাকা কর্তন করা হবে এবং ৫০০ টাকা আবগারিশুল্ক কাটা হবে। তাহলে সুদ বাবদ হাতে পেলেন ১,৯৩,৭৫০-২০,২৫০ = ১,৭৩,৫০০ টাকা হতে পাবেন। সে হিসেবে মুনাফাকে ৬০ দিয়ে ভাগ করলে প্রতিমাসে ২৮৯১ টাকা। প্রতি লাখে ৫৭৮ টাকা।

ঘরে বসে এফডিআর খোলা যাবে? হ্যাঁ। সোনালী ই ওয়ালেটে টাকা জমা করে আপনি মোবাইলের মাধ্যমে ব্যাংকে না গিয়েই আপনি এফডিআর একাউন্ট খুলতে পারবেন। মেয়াদ শেষে অটো টাকা ব্যাংক হিসেবে জমা হবে বা চাইলে অটো রিনোয়াল অন করে রাখতে পারেন। অটো রিনুয়াল অন করে রাখলে মেয়াদ শেষ হলে পুনরায় এফডিআর একটিভ হয়ে যাবে।

সবচেয়ে বেশি সুদ কি ইউসিবি দিচ্ছে? হ্যা। ১৩% সুদ দিচ্ছে। ইনকাম প্লাস ফান্ডের বিনিয়োগের সুবিধা অনেক। ১০০ দিনেই Floating rate এ পাচ্ছেন নিশ্চিত মুনাফা। এছাড়া যেকোনো সময়ে মুনাফাসহ সম্পূর্ণ/ আংশিক উত্তোলনের সুবিধা রয়েছে। ট্যাক্স রিবেটের সুবিধা তো পাবেনই এবং ক্যাপিটাল গেইনে ০% কর সুবিধা বিদ্যমান। মাত্র ৫,০০০ টাকা দিয়েই পেতে পারেন সর্বোচ্চ মুনাফার সুযোগ রয়েছে। বিনিয়োগের ১০০ দিন পরে বিনিয়োগকৃত অর্থ উত্তোলনে কোনো চার্জ/ ফি নেই।

সোনালী ব্যাংক এফডিআর সুদের হার ২০২৪ / মেয়াদ শেষে অটো রিনিউ হয়ে পুনরায় ইনভেস্ট হয়ে যাবে

অনলাইনে সোনালী ই ওয়ালেট হতেই আপনি এফডিআর একাউন্ট খুলতে পারবেন এবং অনলাইন রিসিড পেয়ে যাবে। অ্যাপে এফডিআর করা খুবই সিম্পল এবং সহজ। আপনাকে ব্যাংকে যেতে হবে না এফডিআর করতে। সোনালী ব্যাংক এফডিআর সুদের হার ৭.৭৫% ।

Sonali Bank FDR Rate 2024 । ৫ লক্ষ টাকা ৩ বছরের জন্য রাখলে সোনালী ব্যাংক কত টাকা দিবে?

Caption: FDR by Sonali E wallet

সোনালী ব্যাংক ই ওয়ালেট ২০২৪ । যে কারণে আপনি ই ওয়ালেট ব্যবহার করবেন

  1. ব্যালেন্স চেক– নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা।
  2. ফান্ড ট্রান্সফার- যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ।
  3. এড মানি- একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা।
  4. সেন্ড মানি- ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ।
  5. ডিপিএস/ঋণের কিস্তি প্রদান-ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা।
  6. ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা- অনলাইনেই এখন মিলিওনিয়ার স্কিম সহ অন্য স্কিমগুলো খোলা যায় এবং এফডিআর করা যায় টাকা।

অ্যাপের কি ডিপিএস খোলা যায় ?

হ্যাঁ। ঠিকই শুনেছেন। যুগের সাথে তাল মিলিয়ে সোনালী ই ওয়ালেট ব্যাংকিং করেছে আরও সহজ। এখন আপনি অ্যাপ হতে ডিপিএস খুলে টাকা জমা করতে পারবেন। বিবাহ ডিপিএস, মেডিকেল ডিপিএস এবং মিলিওনিয়ার স্কিম আপনি ঘরে বসেই খুলতে পারেন। সোনালী ই ওয়ালেটে টাকা থাকলে মাসিক ডিপিএস অটো জমা হবে।

Sonali e-Wallet DPS and FDR Account । ডিপিএস এবং টাকা এফডিআর করতে আর ব্যাংকে যেতে হবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *