UCB Bank Money Maximizer Double 2024 । ইউসিবি ১৩% সুদ সাড়ে ৫ বছরে টাকা ডাবল হবে?

কোন ব্যাংকে টাকা রাখবেন বুঝতে পারছেন না এবং আপনার কি সঞ্চয়পত্রের কোটা শেষ হয়ে গেছে  তবে ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বা এফডিতে টাকা রাখতে পারেন- UCB Bank Money Maximizer Double 2024 

ইসিবি কি নিরাপদ? অবশ্যই।– একটি স্বল্পমেয়াদী, স্থিতিশীল আয়ের মাধ্যম। সরকারি বন্ড এবং অন্যান্য সরকারি-বেসরকারি ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করে রিটার্ন নিশ্চিত করা হয়ে থাকে ইউসিবি ইনকাম প্লাস ফান্ডে। ফান্ডের মুনাফার হার মুদ্রাবাজার এবং জাতীয় অর্থনীতির ওপর নির্ভরশীল। বিনিয়োগ মাত্রই ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ইউসিবি কোন ঝুঁকিপূর্ণ ব্যাংক নয় তাই নিরাপদে টাকা রাখতে পারেন।

ইউসিবিতে কি ১০০ দিনের জন্য টাকা রাখা যায়? ইনকাম প্লাস ফান্ডের বিনিয়োগের সুবিধা অনেক। ১০০ দিনেই Floating rate এ পাচ্ছেন নিশ্চিত মুনাফা। এছাড়া যেকোনো সময়ে মুনাফাসহ সম্পূর্ণ/ আংশিক উত্তোলনের সুবিধা রয়েছে।  ট্যাক্স রিবেটের সুবিধা তো পাবেনই এবং ক্যাপিটাল গেইনে ০% কর সুবিধা বিদ্যমান।  মাত্র ৫,০০০ টাকা দিয়েই পেতে পারেন সর্বোচ্চ মুনাফার সুযোগ রয়েছে।  বিনিয়োগের ১০০ দিন পরে বিনিয়োগকৃত অর্থ উত্তোলনে কোনো চার্জ/ ফি নেই।

ইউসিবি মানি ম্যাক্সিমাইজার কেমন? বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স ১৮ বছর এবং তার বেশি হতে হবে।  UCB এর সংশ্লিষ্ট শাখায় একটি CD/SB অ্যাকাউন্ট থাকতে হবে। UCB মানি ম্যাক্সিমাইজার ডাবল ৫ বছর এবং ৬ মাস ডাবল হবে নতুন সুদ হার মোতাবেক। সর্বনিম্ন পরিমাণ ২৫০০০ টাকা হতে সর্বাধিক ২৫,০০,০০০/- পর্যন্ত রাখা যাবে। ট্যাক্স, ভ্যাট এবং ইডি: সরকার উৎসে কর। ভ্যাট এবং আবগারি শুল্ক আমানতকারী বহন করবে এবং এনবিআর নিয়ম অনুযায়ী কাটা হবে।

ইউসিবি ব্যাংক এফডিআর ২০২৪ । United commercial bank interest rates updated

UCB Fixed Deposit UCB MONEY MAXIMIZER Scheme updated interest rate apply

UCB Bank Money Maximizer Double 2024 । ইউসিবি ১৩% সুদ সাড়ে ৫ বছরে টাকা ডাবল হবে?

Caption: New Interest Rate Full Circular Download

UCB Bank Money Maximizer Double 2024 । ইউসিবি ১৩% সুদ সাড়ে ৫ বছরে টাকা ডাবল হবে

  1. Retail UCB Money Maximizer Double Tanor 5 Years 6 Months only at 13.40% interest Rate

টাকা রাখতে কাগজপত্র কি কি লাগবে?

ব্যাংক একাউন্ট ডিটেলস অর্থাৎ নাগরিকের ব্যক্তিগত তথ্য লাগবে। জাতীয় পরিচয়পত্র (বিনিয়োগকারী ও নমিনি) লাগবে। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ((বিনিয়োগকারী ও নমিনি) লাগবে এবং মোবাইল নম্বর ও ইমেইল আইডি (বিনিয়োগকারী) লাগবে। টিআইএন (যদি থাকে), থাকলে তো নাই। এছাড়াও আপনার পর্যন্ত পরিমাণ টাকা থাকতে হবে যা আপনি এফডি করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *