মোবাইল ব্যাংকিংয়ে রেমিটেন্সের সীমা বৃদ্ধি ২০২৩ । ৩ (তিন লক্ষ) টাকার বেশি থাকলে রেমিটেন্স ঢুকবে না?

এমএফএস হিসাবে বৈধ উপায়ে প্রেরিত রেমিটেন্সের সীমা বৃদ্ধি করা হয়েছে- বিকাশ বা নগদ জমা ৩ লক্ষ টাকার বেশি থাকা যাবে না-মোবাইল ব্যাংকিংয়ে রেমিটেন্সের সীমা বৃদ্ধি ২০২৩

সর্বোচ্চ কত টাকা পাঠানো যাবে? –ব্যাংকিং চ্যানেলে আগত রেমিটেন্স মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের ক্ষেত্রে কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলে আগত রেমিটেন্সের অর্থ সুবিধাভোগীর এমএফএস হিসাবে সরাসরি বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা (নগদ প্রণোদনার অর্থ ব্যতীত) ব্যাংক কর্তৃক সরাসরি সুবিধাভোগীর এমএফএস হিসাবে প্রদান করা যাবে।

কত টাকার বেশি মোবাইল একাউন্টে জমা রাখা যাবে না? রেমিটেন্স গ্রহণের ফলে কোন বেনিফিশিয়ারি হিসাবের স্থিতি ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অতিক্রম করলে উক্ত হিসাবের স্থিতি পুনরায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকার মধ্যে না আসা পর্যন্ত ঐ হিসাবে নতুন করে কোনো ক্যাশ ইন/অ্যাড মানি করা যাবে না। রেমিটেন্স এর খাত ব্যতীত এমএফএস এর অন্যান্য সকল লেনদেনের ক্ষেত্রে এ বিভাগের ২৫/০৪/২০২২ তারিখের পিএসডি সার্কুলার নং -০৬/২০২২ এর নির্দেশনাসমূহ পরিপালন নিশ্চিত করতে হবে। ইতঃপূর্বে জারিকৃত ০২/১২/২০১৯ তারিখের পিএসডি সার্কুলার নং- ০৬/২০১৯ এ সার্কুলার দ্বারা রহিত করা হলো । বর্ণিত নির্দেশনাবলী অবিলম্বে কার্যকর হবে।

রেমিট্যান্স সরাসরি বিকাশে পাঠানো যায় কি? হ্যাঁ। বিকাশ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন নিয়ে এসেছে স্মার্ট সল্যুশন। এখন আপনি বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে গোপন নাম্বার (এমটিসিএন) দিয়ে পাঠানো রেমিটেন্সের টাকা আপনার বিকাশ একাউন্টে গ্রহণ করতে পারবেন ঘরের পাশের বিকাশ এজেন্ট থেকে খুব সহজে, মুহূর্তেই। সাথে পাবেন প্রতি হাজারে ২৫ টাকা সরকারি বোনাস।

বিকাশে রেমিটেন্স পাঠানোর নিয়ম । বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ গ্রাহকরা বিকাশ এজেন্টের সহায়তায় তাদের নিজস্ব বিকাশ একাউন্টে একটি ‘মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের গোপন নাম্বার ভিত্তিক রেমিটেন্স’ পেতে পারেন। গ্রাহককে বিকাশ এজেন্টকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে, এরপর এজেন্ট, গ্রাহকের পক্ষে হয়ে লেনদেন শুরু করবেন, যার ফলে গ্রাহকের বিকাশ একাউন্টে রেমিটেন্স জমা হবে।

Caption: new order for mobile finance

মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্ট থেকে নিরাপদে টাকা তুলতে প্রয়োজনঃ

  1. সচল বিকাশ একাউন্ট নাম্বার।
  2. গ্রাহকের জাতীয় পরিচয়পত্র।
  3. প্রবাসী প্রেরকের কাছ থেকে পাওয়া গোপন নাম্বার (MTCN) এবং পাঠানো টাকার পরিমাণ জানা থাকতে হবে।

রেমিটেন্স আনতে কেন মোবাইল ব্যাংকিং ব্যবহার করবেন?

ওয়েস্টার্ন ইউনিয়নের গোপন নাম্বার (এমটিসিএন) দিয়ে পাঠানো রেমিটেন্স বিকাশ এজেন্ট থেকে গ্রহণ করবেন। আপনার মুল্যবান সময় বাঁচবে। বিকাশ ব্যবহারে আপনার দূরে যেতে হবে না, যাতায়াতের খরচ বাঁচবে।  বিকাশ হতে টাকা তুলতে কোনো ফর্ম পূরণ করতে হবে না।  ছুটির দিনগুলো সহ সপ্তাহে ৭ দিন বিকাশ হতে টাকা তোলা যায়। ২৪ ঘন্টা যেকোনো সময় টাকা তোলা যাবে।

রেমিট্যান্স পেতে একটি বিকাশ একাউন্ট থাকা দরকার?

হ্যাঁ, এই রেমিটেন্স সেবা পেতে আপনার নিজের বিকাশ একাউন্ট থাকতে হবে। আপনার যদি বিকাশ একাউন্ট না থাকে, তবে আপনি যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট, বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র অথবা বিকাশ অ্যাপ থেকে নিজ একাউন্ট খুলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *