No additional bkash charge । ঠিক কত টাকা সেন্ডমানি করলে কোন চার্জ কাটে না?

Bkash Send Money is not Free, You have to Pay more than 100 Taka Bkash to Any Non Prio Number – No additional bkash charge

বিকাশ সেন্ডমানি চার্জ ফ্রি– সঠিক টাকার পরিমান ৳০.০১ থেকে ৳২৫,০০০ টাকা পর্যন্ত ক্যালকুলেটরে হিসাব করা যায়। যেকোনো নাম্বারে ১০০ টাকা বা কম সেন্ড মানি’তে কোনো চার্জ নেই । প্রতিমাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে ১০০.০১ – ২৫,০০০ টাকা প্রতিবার সেন্ড মানি’তে ৫ টাকা প্রযোজ্য। পরবর্তী মাস না আসা পর্যন্ত প্রিয় নম্বর ব্যতীত ২৫ হাজার টাকার বেশি সেন্ডমানি করা যায় না।  প্রতিমাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে ২৫,০০০ টাকার বেশি প্রতিবার সেন্ড মানি’তে ১০ টাকা চার্জ প্রযোজ্য। কোনো লেনদেন একটি লিমিট অতিক্রম করলে, পরবর্তী লিমিট অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে।

প্রিয় নাম্বারে সেন্ড মানি করলে চার্জ করে কি? একজন বিকাশ গ্রাহক একটি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার হিসেবে ৫টি বিকাশ গ্রাহক একাউন্ট নাম্বার (এজেন্ট বা মার্চেন্ট নাম্বার নয়) যুক্ত করতে পারবেন। বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবেনা। প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবেনা। প্রতিমাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রিয় নাম্বারে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

প্রিয় নম্বরেও কি চার্জ কাটে? বর্ডার লেনদেনের ক্ষেত্রে, উচ্চতর চার্জ প্রযোজ্য হবে। উদাহরণ: একজন গ্রাহক ইতোমধ্যে ১ মাসে ২৪,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নাম্বারে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। একইভাবে, একজন গ্রাহক ইতোমধ্যে ১ মাসে ৪৯,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নাম্বারে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ৫০,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। একজন গ্রাহকের যেকোনো মুহূর্তে সর্বোচ্চ ৫টি প্রিয় নাম্বার থাকতে পারবে। ‘প্রিয় নাম্বারে সেন্ড মানি’ ফিচারটি বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) উভয় চ্যানেল থেকে পাওয়া যাবে।

bKash cash out charge । বিকাশ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর । বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২৩

কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়ম কি?  প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন। ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন। প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন।

Caption: Bkash charge calculator 

প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট । বিকাশ এজেন্ট নম্বরেও কি কম খরচে ক্যাশ আউট করা যায়?

  1. একটি ক্যালেন্ডার মাসে একজন গ্রাহক যেকোনো এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন।
  2. গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।
  3. এই ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।
  4. ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  5. ক্যালেন্ডার মাসে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে। প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা আর পরিবর্তন করা যাবে না।
  6. পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন।
  7. গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপ উভয় মাধ্যমেই প্রিয় এজেন্ট নাম্বার যোগ/বাদ দিতে পারবেন।
  8. গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার চেক করতে পারবেন।
  9. গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট দেখতে পারবেন।
  10. যদি কোনো লেনদেন ২৫,০০০ টাকার লিমিট অতিক্রম করে, তবে সেই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  11. উদাহরণ: কোনো এক মাসে একজন গ্রাহক ইতিমধ্যে ২৪,৫০০ টাকা ক্যাশ আউট লেনদেন করেছেন। এখন, তিনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৬০০ টাকা ক্যাশ আউট করতে চান (মোট ২৫,১০০ টাকা) তাহলে এই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  12. একজন গ্রাহকের যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ১ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।

প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি করলে চার্জ কেমন?

প্রতিমাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতিমাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ১০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রতিমাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ২৫,০০০ টাকার বেশি যেকোনো পরিমাণ সেন্ড মানি’র ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। উপরে উল্লিখিত লিমিট অনুযায়ী, বর্ডার লেনদেনের ক্ষেত্রে, ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। উদাহরণ: একজন গ্রাহক ১ মাসে ইতোমধ্যে ২৪,৫০০ টাকা প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি আরো ৬০০ টাকা পাঠাতে চান (মোট ২৫,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *