ব্যাংক আমানতের সুদের হার ২০২৩ । ডিপোজিট রেট কিভাবে মূল্যস্ফীতির চেয়ে কম হবে না?

তিন মাসের অধিক স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার কোন ক্রমেই মূল্যস্ফিতির হারের চেয়ে কম হওয়া যাবে না – ব্যাংক আমানতের সুদের হার ২০২৩

বর্তমানে আমানতের সুদের হার কত? – দেশের ব্যাংকগুরোতে আমানতে ও ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪ দশমিক ৪১ শতাংশ এবং ৭ দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন বলছে, গত জুন মাসে ব্যাংকগুলোর আমানত সংগ্রহের ক্ষেত্রে সুদের হার ছিল গড়ে ৪ দশমিক ৩৮ শতাংশ।

সুদের হার মূল্যস্ফিতির চেয়ে বেশি হতে হবে? হ্যাঁ। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদ এর ভারসাম্যহীনতা রোধকল্পে ৩ মাস ও তদুর্ধ্ব মেয়াদী ব্যক্তি পর্যায়ের আমানত এবং বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অবসরোত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশোধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যে কোনো পরিমাণ মেয়াদী আমানতের উপর সুদ/মুনাফা হার মূল্যস্ফীতি হার অপেক্ষা কোনোক্রমেই কম নির্ধারণ করা যাবে না মর্মে আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হয়। বর্তমানে ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণের বাজার ভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষিতে সূত্রোক্ত সার্কুলারে নির্দেশিত আমানতের সুদহারের নিম্নসীমার আবশ্যকতা নেই।

বাংলাদেশে মূল্যস্ফিতি এখন কত? বাংলাদেশে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে পৌছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুসারে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক বেড়ে হয়েছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।  সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ, যা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশে। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৮২ শতাংশ, যা অক্টোবরে হয়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

মূল্যস্ফিতি বিবেচনায় নীতি সুদহার । বিভিন্ন ব্যাংকের সুদের হার ২০২৩

বাংলাদেশ ব্যাংক জারিকৃত আমানতের উপর সুদের হার মূল্যস্ফিতি বিবেচনায় ধার্য্য করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিআরপিডি সার্কুলার নং-১৭, তারিখ: ০৮ আগস্ট ২০২১ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে । ২. সূত্রোক্ত সার্কুলারের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদ এর ভারসাম্যহীনতা রোধকল্পে ৩ মাস ও তদুর্ধ্ব মেয়াদী ব্যক্তি পর্যায়ের আমানত এবং বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অবসরোত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশোধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যে কোনো পরিমাণ মেয়াদী আমানতের উপর সুদ/মুনাফা হার মূল্যস্ফীতি হার অপেক্ষা কোনোক্রমেই কম নির্ধারণ করা যাবে না মর্মে আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হয়। বর্তমানে ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণের বাজার ভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষিতে সূত্রোক্ত সার্কুলারে নির্দেশিত আমানতের সুদহারের নিম্নসীমার আবশ্যকতা নেই।

Caption: The order from Bangladesh Bank

সরকারি ও বেসরকারি ব্যাংকে আমানতের রেট ২০২৩ । এখন ব্যাংকগুলো সঞ্চয় হিসাবে জমাকৃত আমানতের উপর সুদ হার কত?

  1. AB Bank Limited Interest Rate 2.5- 5.00% Source
  2. Agrani Bank Limited Interest Rate 3-9.00%Source
  3. Al-Arafah Islami Bank Interest Rate 2-7.25%Source
  4. Bangladesh Commerce Bank Limited Interest Rate 3- 6.00%Source
  5. Bangladesh Development Bank Limited Interest Rate 2.75-6.50% Source
  6. Bangladesh Krishi Bank Interest Rate 1-7.00% Source
  7. Bank Al-Falah Limited Interest Rate 11.5-14.00% Source
  8. Bank Asia Limited Interest Rate 2.93-6.59.00% Source
  9. BASIC Bank Limited Interest Rate 6.75-7.75.00% Source
  10. Bengal Commercial Bank Limited Interest Rate 2.5-7.18.00% Source
  11. BRAC Bank Limited Interest Rate  1.5-6.50% Source
  12. Citibank N.A Interest Rate 2.5-5.50% Source
  13. Citizens Bank PLC Interest Rate 01-7.75%  Source
  14. Commercial Bank of Ceylon Limited Interest Rate 0.75-7.50%Source
  15. Community Bank Bangladesh Limited Interest Rate 2.25-7.18% Source
  16. Dhaka Bank Limited Interest Rate 1.5-5.60%Check Source
  17. Dutch-Bangla Bank Limited Interest Rate 0.50-5.90% Check Source
  18. Eastern Bank Limited Interest Rate 1-7.00% Check Source
  19. EXIM Bank Limited Interest Rate 2.5.7.50% Source
  20. First Security Islami Bank Limited Interest Rate 1-6.00%Check Source
  21. Global Islami Bank PLC Interest Rate 1-6.00% Check Source
  22. Habib Bank Ltd. Interest Rate 2.5-6.50% Check Source
  23. ICB Islamic Bank Ltd. Interest Rate 5.00% Check Source
  24. IFIC Bank PLC Interest Rate 2-7.75% Source
  25. Islami Bank Bangladesh Ltd Interest Rate 2.5.6.80%Source
  26. Jamuna Bank Ltd Interest Rate 5.00% Check Source
  27. Janata Bank Limited Interest Rate 3.75.7.75%Source
  28. Meghna Bank Limited Interest Rate 5.00% Check Source
  29. Mercantile Bank Limited Interest Rate 5.00% Check Source
  30. Midland Bank Limited Interest Rate 5.00% Check Source
  31. Modhumoti Bank Limited Interest Rate 5.00% Check Source
  32. Mutual Trust Bank Limited Interest Rate 5.00% Check Source
  33. National Bank Limited Interest Rate 5.00% Check Source
  34. National Bank of Pakistan Interest Rate 5.00% Check Source
  35. National Credit & Commerce Bank Ltd Interest Rate 5.00% Check Source
  36. NRB Bank Limited Interest Rate 5.00% Check Source
  37. NRB Commercial Bank Limited Interest Rate 5.00% Check Source
  38. One Bank Limited Interest Rate 5.00% Check Source
  39. Padma Bank Limited Interest Rate 5.00% Check Source
  40. Premier Bank Limited Interest Rate 5.00% Check Source
  41. Prime Bank Ltd Interest Rate 5.00% Check Source
  42. Probashi Kollyan Bank Interest Rate 5.00% Check Source
  43. Pubali Bank Limited Interest Rate 2-8.05% Source
  44. Rajshahi Krishi Unnayan Bank Interest Rate 5.00% Check Source
  45. Rupali Bank Limited Interest Rate 3-7.00% Source
  46. Shahjalal Islami Bank Limited Interest Rate 5.00% Check Source
  47. Shimanto Bank Limited Interest Rate 5.00% Check Source
  48. Social Islami Bank Ltd. Interest Rate 5.00% Check Source
  49. Sonali Bank PLC Interest Rate 2.04-6.35%Source
  50. South Bangla Agriculture & Commerce Bank Limited Interest Rate 5.00% Check Source
  51. Southeast Bank Limited Interest Rate 5.00% Check Source
  52. Standard Bank Limited Interest Rate 5.00% Check Source
  53. Standard Chartered Bank Interest Rate 5.00% Check Source
  54. State Bank of India Interest Rate 5.00% Check Source
  55. The City Bank Ltd. Interest Rate 5.00% Check Source
  56. The Hong Kong and Shanghai Banking Corporation. Ltd. Interest Rate 5.00% Check Source
  57. Trust Bank Limited Interest Rate 5.00% Check Source
  58. Union Bank Limited Interest Rate 5.00% Check Source
  59. United Commercial Bank PLC Interest Rate 5.00% Check Source
  60. Uttara Bank PLC Interest Rate 5.00% Check Source
  61. Woori Bank Interest Rate 3.75-6.75%Source

সঞ্চয়ী হিসাবে সার্ভিস চার্জ কিভাবে কাটে?

বাংলাদেশ ব্যাংক বলছে, সঞ্চয়ী হিসাবে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংকে থাকলে হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা যাবে না। ১০ হাজার টাকার উপরে ২৫ হাজার টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে প্রতি ছয় মাসে সর্বোচ্চ সার্ভিস চার্জ ১০০ টাকা। ২৫ হাজার টাকার উপরে ২ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা, দুই লাখ টাকার উপরে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা এবং ১০ লাখ টাকার বেশি আমানত স্থিতির ক্ষেত্রে ৩০০ টাকা ফি আদায় করা যাবে।

বিভিন্ন ব্যাংকের সুদের হার ২০২৩ । দেশের ৬১টি ব্যাংকের আমানতের সুদের হার দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *