ব্যাংক কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নীতিমালা ২০২৪ । ০১ ব্যাংকে সর্বোচ্চ ২০ (বিশ) জন পরিচালক থাকিবেন?

সূচীপত্র

ব্যাংক-কোম্পানীতে “স্বতন্ত্র পরিচালক” নিয়োগ এবং তাঁদের দায়িত্ব ও কর্তব্য এবং সম্মানি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক নীতিমালা জারি করেছে – ব্যাংক কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নীতিমালা ২০২৪

স্বতন্ত্র পরিচালক নিয়োগ নীতিমালা? হ্যাঁ। –তফসিলভুক্ত ব্যাংকের নীতিমালা প্রণয়ন এবং ব্যাংকিং কার্যক্রম সুচারুরূপে সম্পাদন তথা ব্যাংকের সুশাসন নিশ্চিত করার জন্য উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হওয়া অপরিহার্য। ব্যাংকের অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো আমানতকারী কর্তৃক জমাকৃত আমানতের অর্থ। ফলশ্রুতিতে আমানতকারীগণের আস্থা অর্জন ও বজায় রাখা একটি ব্যাংক- কোম্পানীর জন্য অপরিহার্য। ব্যাংক-কোম্পানীর পরিচালনা পর্ষদে স্বাধীনভাবে এবং কেবল ব্যাংকের আমানতকারীগণের স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালকের দায়-দায়িত্ব অপরাপর পরিচালকদের তুলনায় অধিকতর গুরুত্বপূর্ণ। স্বার্থের সংঘাত পরিহার করে আমানতকারীর স্বার্থ রক্ষার্থে ব্যাংক-কোম্পানীর জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা আবশ্যক।

সর্বনিম্ন পরিচালক কত জন থাকতে পারবে? স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞা: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ১৫ এর উপধারা (৯) এর ব্যাখ্যা অনুযায়ী, “স্বতন্ত্র পরিচালক” বলিতে “এইরূপ ব্যক্তিকে বুঝাইবে যিনি ব্যাংক-কোম্পানীর ব্যবস্থাপনা ও শেয়ারধারক হইতে স্বাধীন এবং যিনি কেবল ব্যাংক-কোম্পানীর স্বার্থে স্বীয় মতামত প্রদান করিবেন এবং ব্যাংকের সহিত কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোন ব্যক্তির সহিত যাহার অতীত, বর্তমান বা ভবিষ্যত কোন প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নাই।” স্বতন্ত্র পরিচালকের সংখ্যা: ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ১৫ এর উপধারা (৯) মোতাবেক, “আপাততঃ বলবৎ অন্য কোন আইন অথবা কোন ব্যাংক-ে -কোম্পানীর সংঘ/স্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, অন্যূন ৩ (তিন) জন স্বতন্ত্র পরিচালকসহ কোন ব্যাংক-কোম্পানীতে সর্বোচ্চ ২০ (বিশ) জন পরিচালক থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোন ব্যাংক- কোম্পানীর পরিচালক সংখ্যা ২০ (বিশ) জনের নিম্নে হইলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা অন্যূন ২ (দুই) জন হইবে:”।

স্বতন্ত্র পরিচালক হতে অভিজ্ঞতা কেমন লাগবে? স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম ১০ (দশ) বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৭৫ (পঁচাত্তর) বছর। তাঁকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বা Cost Accounting বিষয়ের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নতুন প্রবর্তিত ডিজিটাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে ।

ব্যাংক কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নীতিমালা ২০২৪ / স্বতন্ত্র পরিচালক নিজে ০৭ (সাত) দিনের নোটিশ প্রদান করে স্বতন্ত্র পরিচালক পদ হতে পদত্যাগ করতে পারবেন । ঘ) বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক যে কোনো স্বতন্ত্র পরিচালককে অপসারণ করতে পারবে।

সাধারণভাবে স্বতন্ত্র পরিচালকগণ ০৩ (তিন) বছর মেয়াদের জন্য নিযুক্ত হবেন এবং মেয়াদ শেষে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ১৫ ধারার বিধান সাপেক্ষে পরবর্তী মেয়াদে নিয়োগের জন্য নির্বাচিত হতে পারবেন। সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালককে অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে পারবে।

ব্যাংক কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নীতিমালা ২০২৪ । ০১ ব্যাংকে সর্বোচ্চ ২০ (বিশ) জন পরিচালক থাকিবেন?

Caption: Full Order Bangladesh Bank Download

স্বতন্ত্র পরিচালকদের বেতন ভাতাদি ২০২৪ । ব্যাংক-কোম্পানীর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বপালনকারি ব্যক্তি নিম্নরূপ আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন

  1. ব্যাংক-কোম্পানীর স্বতন্ত্র পরিচালকগণ প্রতি মাসে স্থায়ী সম্মানি বাবদ ৫০,০০০ টাকা (প্রযোজ্য কর কর্তন সাপেক্ষে) প্রাপ্য হবেন।
  2. ব্যাংক-কোম্পানীর পর্ষদ/সহায়ক কমিটির প্রতিটি সভায় উপস্থিতির জন্য সম্মানি হিসেবে সর্বোচ্চ ১০,০০০ টাকা (প্রযোজ্য কর কর্তন সাপেক্ষে) প্রাপ্য হবেন।
  3. কোনো মাসে ব্যাংক-কোম্পানীর পর্ষদ ও অন্যান্য সহায়ক কমিটির যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, প্রতি মাসে সর্বোচ্চ পরিচালনা পর্ষদের ০২(দুই)টি সভা, নির্বাহী কমিটির ০৪(চার)টি সভা, অডিট কমিটির ০১(এক)টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ০১(এক)টি সভায় উপস্থিতির জন্য এরূপ সম্মানি প্রাপ্য হবেন ।
  4. ব্যাংকের পর্ষদ/সহায়ক কমিটির সভায় অংশগ্রহণের জন্য দেশের অভ্যন্তরে অন্য কোনো বিভাগীয়/জেলা শহর থেকে প্রধান কার্যালয়ে/সভাস্থলে আসা যাওয়ার জন্য সর্বোচ্চ ০২(দুই) দিনের জন্য হোটেলে অবস্থান ও ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন।
  5. সংশ্লিষ্ট পরিচালককে ভ্রমণ খরচ ও হোটেলে অবস্থান বিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রকৃত খরচের রসিদ (যেমন- ভ্রমণ টিকেট, বিমানের টিকেট, হোটেলে অবস্থানের বিল পরিশোধের রসিদ/ভাউচার ইত্যাদি) দাখিল করতে হবে এবং দাখিলকৃত প্রমাণাদি ব্যাংক কর্তৃক সংরক্ষণ করতে হবে।

মামলা থাকলে পরিচালক হওয়া যাবে না?

সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, হিসাব পেশায় নিয়োজিত হিসাববিজ্ঞান বিষয়ে প্রফেশনাল ডিগ্রিধারী ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাগণকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে। কোনো ব্যাংক বা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তির সাথে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনো ব্যক্তি উক্ত ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না । ব্যাংক-কোম্পানীতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের জন্য মনোনীত ব্যক্তির পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট ব্যাংক- কোম্পানীর শেয়ার ধারণ করতে পারবেন না এবং উক্ত ব্যাংক-কোম্পানীর কোনো লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না । স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত কোনো ব্যক্তি অন্য কোনো ব্যাংক-কোম্পানী, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর আওতায় প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানী বা উক্তরূপ কোম্পানীসমূহের কোনো সাবসিডিয়ারি কোম্পানীর পক্ষে পরিচালক হিসেবে নিযুক্ত থাকতে পারবেন না। তাছাড়াও মনোনীত স্বতন্ত্র পরিচালক এরূপ কোনো কোম্পানী বা প্রতিষ্ঠান যা উক্ত ব্যাংক- কোম্পানী, আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানীর উপর নিয়ন্ত্রণ, যৌথ নিয়ন্ত্রণ বা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে এরূপ কোম্পানী বা প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না । মনোনীত স্বতন্ত্র পরিচালক ফৌজদারী কোনো অপরাধে দণ্ডিত হননি কিংবা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত নেই বা ছিলেন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *