Paribar Sanchayapatra New Rules 2023 । নতুন নিয়মে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করুন

পরিবার সঞ্চয়পত্র মহিলাদের জন্য একটি আদর্শ সঞ্চয় স্কিম – ব্যাংক রেট সঞ্চয়পত্র হতে অনেক কম তাই জটিল প্রক্রিয়া হলেও এটিতেই সঞ্চয় করুন –Paribar Sanchayapatra New Rules 2023

কাদের জন্য পরিবার সঞ্চয়পত্র? – পরিবার সঞ্চয়পত্র হচ্ছে সাধারণত সাধারন মহিলা, শারীরিক প্রতিবন্ধী মহিলা বা পুরুষ, এবং আয় করতে অক্ষম ৬৫ বছর বা তার বেশি বয়স্ক কোন নাগরিকের জন্য সঞ্চয়পত্র অর্থাৎ পরিবার সঞ্চয়পত্র শুধু মহিলা নয় পুরুষ ও ক্রয় করতে পারবে তবে এজন্য তাকে ৬৫ বা তার বেশি বয়সের হতে হবে। সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। তবে বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেলে মুনাফার হার কিছুটা কমানো হয়েছে। এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে সাড়ে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার সাড়ে ৯ শতাংশ। সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৩ । সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি কাগজপত্র লাগে?

পরিবার সঞ্চয়পত্রের নতুন কি নিয়ম করা হয়েছে? বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া সোনালি ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ১ জন ব্যক্তি একক নামে ৫০ লাখ টাকার বেশি ক্রয় করতে পারবেন না। তাছাড়া, নতুন অর্থ আইন ২০২২ অনুসারে একজন ব্যাক্তি ৫ লক্ষ টাকার বেশি পরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করতে হলে, তাকে বিগত করবর্ষের আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণ দেখাতে হবে। তবে ৫ লক্ষ টাকার কম সঞ্চয়পত্র ক্রয়ে TIN Certificate বা আয়কর রিটার্নের কোন কাগজপত্র দেখাতে হবে না। মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম ২০২৩ । সঞ্চয়পত্র ভাঙতে কেমন সময় লাগতে পারে?

পরিবার সঞ্চয়পত্র ফরম কোথায় পাওয়া যাবে? জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ফরম আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন তারাই সরবরাহ করবে। আপনি, জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর জেলা অফিস, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ও ডাকঘর থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। যদি আপনি পরিবার সঞ্চয়পত্র ফরম ডাউনলোড করতে চান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে- পরিবার সঞ্চয়পত্র ফরম

পরিবার সঞ্চয়পত্র ৬৫ বছর বয়সের নিচের পুরুষদের জন্য প্রযোজ্য নয় / সবাই কি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন?

১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা। যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী নাগরিক (পুরুষ ও মহিলা)। ৬৫ বছর ও তদুর্ধ্ব যে কোন বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)।  ডাকঘর ছাড়াও সঞ্চয়পত্র সকল তফশিলী ব্যাংক ক্রয় করা যায়। তবে সকল ব্যাংকের সকল বাঞ্চে এটি চালু নেই। সঞ্চয়পত্র ক্রয় এখন কোন ব্যাপারই না- ফরম পূরণ করে ছবি, NID Card এবং TIN Certificate নিয়ে ব্যাংকে চলে যান মুহুর্তেই সঞ্চয়পত্র কেনা হয়ে যাবে।

সঞ্চয়পত্রের মুনাফার উপর কর কেটে রাখে নাকি? ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র, ৩ মাস পরপর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে ৫% হারে এবং তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১০% হারে উৎসে কর কর্তন করা হবে। আপনাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে এই কর প্রদানকে অগ্রিম কর হিসাবে দেখিয়ে রিটার্ন দাখিল করতে হবে। সঞ্চয়পত্রের কর প্রদানের প্রমাণস্বরুপ, আপনার যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখান থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর প্রদানের প্রত্যায়ন সংগ্রহ করে নিবেন।

পরিবার সঞ্চয়পত্র মুনাফা হিসাব । পরিবার সঞ্চয়পত্রে প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন

  1. মোট ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে ১১.৫২% মুনাফা প্রদান করা হয়। আবার, ৫ লক্ষ বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% এবং ৫ লক্ষের বেশি বিনিয়োগ করলে মুনাফার উপর ১০% হারে কর কর্তন করা হবে।
  2. আপনি যদি ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন প্রতি লাখে (১,০০,০০০ এর ১১.৫২%) ১১,৫২০ টাকা বাৎসরিক পাবেন। সুতরাং, প্রতি মাসে মুনাফা পাবেন- ১১,৫২০/১২ মাস = ৯৬০ টাকা।
  3. এখন, ৯৬০ টাকার উপর ৫% হারে কর (৯৬০ এর ৫%) ৪৮ টাকা কর্তন করে ৯৬০-৪৮ = ৯১২ টাকা আপনার একাউন্টে জমা হবে।
  4. অর্থাৎ, মোট ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পরিবার সঞ্চয়পত্রে প্রতি লাখে মাসে ৯১২ টাকা নীট মুনাফা পাবেন। সুতরাং ৫ লক্ষ টাকায় ৪৫৬০ টাকা পাবেন।
  5. আবার, ৫ লক্ষ টাকার বেশি এবং ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে, মুনাফার উপর ১০% কর্তন করা হবে। এক্ষেত্রে প্রতি লাখে মাসিক (৯৬০ এর ১০%) ৯৬ টাকা কর্তন করে ৯৬০-৯৬= ৮৬৪ টাকা পাবেন।

পরিবার সঞ্চয়পত্রে সুদ কেমন পাওয়া যায়?

পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ১১.৫২ শতাংশ। তবে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে ১০.৫০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই মুনাফার হার ৯.৫০ শতাংশ। পরিবার সঞ্চয়পত্রের মুনাফা বিনিয়েগের পরিমাণ ও মেয়াদের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ ১ বছর মেয়াদে বিনিয়োগের চেয়ে ৫ বছর মেয়াদে বিনিয়োগ করলে মুনাফার হার তুলনামূলক বেশি হবে। অপরদিকে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ বেশি হলে, মুনাফার হার তুলনামূলক কম হবে। ডাকঘর সঞ্চয়পত্রে প্রতি লাখে বিনিয়োগে মাসিক প্রাপ্য মুনাফা।

পরিবার সঞ্চয়পত্র কিনতে কি কি লাগে? পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম।  MICR চেক (ডিজিটাল চেকবুক-চেকের পাতায় গ্রাহকের নাম প্রিন্ট থাকে) (০১ লক্ষ টাকার বেশি হলে)। ক্রেতার ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি৷
ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। নমিনীর ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।ক্রেতার ই-টিনআইএন সার্টিফিকেটের ফটোকপি (০২ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয়)। আয়কর রিটার্ণ দাখিলের রশিদ (৫ লক্ষ টাকার উপরের সঞ্চয়পত্র ক্রয়)।

পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম কি? পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গানোর জন্য আপনি যে ব্যাংক, ডাকঘর বা সঞ্চয় অধিদপ্তর অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সেখানে একটি লিখিত আবেদন করুন। আবেদনের সাথে আপনার এনআইডি কার্ড, সঞ্চয়পত্রের Registration Copy ও সঞ্চয়পত্র ক্রয়ের Online Print Copy জমা দিন। কয়েকদিনের মধ্যে সঞ্চয়পত্রের মূল টাকা মুনাফা সমন্বয় করে আপনার Bank Account এ জমা করা হবে। আপনার বিশেষ প্রয়োজনে যে কোন সময় পরিবার সঞ্চয়পত্র ভাঙ্গাতে পারেন। মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র ভাঙ্গালে আপনি যত তম বছরে ভাঙ্গাচ্ছেন, তত তম বছরের নির্ধারিত হার অনুযায়ী মুনাফা পাবেন। এক্ষেত্রে আগে আপনাকে বেশি মুনাফা দেয়া হলে, তা বিনিয়োগকৃত টাকা থেকে সমন্বয়পূর্বক কর্তন করে আপনার Bank Account এ জমা করা হবে। সঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ সীমা ২০২৩ । একজন ব্যক্তি ঠিক কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন?

উদাহরণস্বরুপ, আপনি ৫ লক্ষ টাকা ৫ বছর মেয়াদে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন। এক্ষেত্রে সঞ্চয়পত্রের ৫ বছর মেয়াদের মুনাফা অনুযায়ী আপনাকে বাৎসরিক ১১.৫২% হারে মুনাফা প্রদান করা হচ্ছে। এভাবে আপনি ২ বছর মুনাফা গ্রহণের পর, সঞ্চয়পত্র ভাঙ্গাতে চাইলেন। যেহেতু আপনি ২ বছর পর্যন্ত চালু রেখেছেন, আপনাকে ২ বছর মেয়াদের মুনাফা ১০.০০% হারে মুনাফা দেয়া হবে। বিগত ২ বছরে আপনাকে অতিরিক্ত যে (১১.৫২% – ১০%) = ১.৫২% হারে অতিরিক্ত যে পরিমাণ মুনাফা প্রদান করা হয়েছে তা আপনার বিনিয়োগকৃত ৫ লক্ষ টাকা থেকে কর্তন করা হবে। সঞ্চয়পত্রের মেয়াদ শেষে স্বয়ংক্রীয়ভাবে আপনার বিনিয়োগকৃত টাকা আপনার ব্যাংক একাউন্টে Credit (জমা) করা হবে। এজন্য আপনাকে কিছুই করতে হবে না।

গভর্নমেন্ট ট্রেজারি বিল ও বন্ড ২০২৩ । যে কারণে আপনি ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *