সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৩ (Updated) । সঞ্চয়পত্র কেন কিনবেন?

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হলেও বর্তমানে সঞ্চয় স্কীমে এর থেকে উত্তম কিছু নেই – সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৩ (Updated)

৫ লাখ টাকা পর্যন্ত কি টিন লাগে না? না। সোনালী ব্যাংক লিমিটেডে নিজ নামে পরিচালিত সঞ্চয়ী হিসাব ও চেক বই লাগবে। সঞ্চয়পত্র ক্রেতা ও নমীনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। ক্রেতা ও নমীনির ১ কপি করে পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে। ৫,০০,০০০/- পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে আয়কর রিটার্ন স্লিপ এর কপি প্রয়োজন হইবে অন্যথায় রিটার্ন স্লিপ বা রশিদ লাগবে না।

৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে মাসে কত টাকা পাওয়া যাবে? সব মিলিয়ে আপনার যদি ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র থাকে আপনি প্রতি লাখের জন্য ৯১২ টাকা মুনাফা পাবেন। পরিবার সঞ্চয়পত্র কিনলে ৫ টাকার জন্য ৪৫৬০ টাকা আপনার ব্যাংক হিসেবে ঢুকবে। আয়কর বা অন্যান্য কর্তন বাদেই আপনি লাখে ৯১২ টাকা অর্থাৎ ৪৫৬০ টাকা হাতে পাবেন। পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১.৫২ টাকা বার্ষিক এবং এক্ষেত্রে ৫ বছর টাকা খাটলে এই হারে পাবেন। মেয়াদ পূর্তির আগেই যদি আপনি টাকা উত্তোলন করে ফেলেন বা সঞ্চয়পত্র ভেঙ্গে ফেলেন তবে মুনাফা কম আসবে। পরিশোধিত মুনাফা এডজাস্ট করে বা কেটে মূল টাকা ফেরত দেওয়া হবে।

একজন পুরুষ যদি ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে মাসে কত টাকা পাবেন? পুরুষদের জন্য প্রতি মাসে মুনাফা পাওয়ার কোন স্কিম নেই। তাই ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে হবে। প্রতি তিন মাস পর পর ২৬২২ টাকা ব্যাংক হিসেবে জমা হবে। আপনি সকল কর্তন বাদেই ২৬২২ টাকা হাতে পাবেন। তাই এফডিআর না কিনে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনুন। চাইলে আপনি ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারেন এক্ষেত্রে মুনাফা সহ মুল টাকা ৫ বছর পরে একই সাথে পাবেন।

পুরুষের জন্য তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র / নারীদের জন্য পরিবার সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র একটি সরকারি স্কিম, ব্যাংক গুলো সঞ্চয়পত্র বিক্রির জন্য কমিশন পায় মাত্র। তাই নিরাপদ বিনিয়োগের জন্য জাতীয় সঞ্চয় পরিদপ্তর একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য সঞ্চয় মাধ্যম।

সঞ্চয়পত্র ২০২৩ । সঞ্চয়পত্রের মুনাফার হার ও নিয়ম কানুন জেনে রাখুন

Caption: Sonali Bank Sanchayapatro

পরিবার সঞ্চয়পত্র ২০২৩ । প্রতিমাসে কি মুনাফা পাওয়া যায়? হ্যাঁ।

  1. (ক) মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;  
  2. (খ) নমিনি নিয়োগ / পরিবর্তন ও বাতিল করা যায়;  
  3. (গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন।

পরিবার সঞ্চয়পত্র মুনাফা হার কত?

পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। এখন এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে সাড়ে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার সাড়ে ৯ শতাংশ। অন্যান্য সঞ্চয়পত্র হতে পরিবার সঞ্চয়পত্রের রেট বেশি।
ক্রমিক নং সঞ্চয় স্কিমের নাম মেয়াদ (উত্তীর্ণ হইলে) বিদ্যমান মুনাফার হার ১৫,০০,০০০ টাকা পর্যন্ত ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ ৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব
পুনঃনির্ধারিত মুনাফার হার (%)
  পরিবার সঞ্চয়পত্র ১ম বছরান্তে ৯.৫০% ৯.৫০ ৮.৬৬ ৭.৮৩
২য় বছরান্তে ১০.০০% ১০.০০ ৯.১১ ৮.২৫
৩য় বছরান্তে ১০.৫০% ১০.৫০ ৯.৫৭ ৮.৬৬
৪র্থ বছরান্তে ১১.০০% ১১.০০ ১০.০৩ ৯.০৭
৫ম বছরান্তে ১১.৫২% ১১.৫২ ১০.৫০ ৯.৫০

সর্বনিম্ন কত বছর বয়সে সঞ্চয়পত্র কেনা যায়?

১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা কিনতে পারবেন।  যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক হতে হবে। একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে।
https://youtu.be/3t6tircNnYo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *