সোনালী ব্যাংক সার্ভিসেস ২০২৩ । সোনালী ব্যাংকে ৫ বছর মেয়াদ ডিপিএস খোলার নিয়ম

সোনালী ব্যাংক সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি গ্রাহকদের জন্য বিভিন্ন রকমের কাজ কর্ম করে থাকে – সোনালী ব্যাংক সার্ভিসেস ২০২৩

৫০০০ টাকার ডিপিএস করলে মেয়াদ শেষে ঠিক কত টাকা পাওয়া যাবে? আপনি যদি সোনালী ব্যাংকে মাসিক ৫০০০ টাকা কিস্তিতে একটি ডিপিএস খোলেন তা যদি হয় ১০ বছর মেয়াদী তবে আপনি ১০ বছর শেষে আসল জমা করবেন ৫০০০*১২০ = ৬,০০,০০০ টাকা। মুনাফা হিসেবে ২,৪৩,৮৯৮ টাকা মুনাফা পাওয়া যাবে।

ডিপিএস খুলতে গ্রাহকদের যা যা প্রয়োজন হবে –গ্রাহকের দুই (২) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগে। নমিনির এক(১) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি প্রয়োজন পড়বে। উভয়ের জাতীয় পরিচয় পত্র/ অনলাইন নিবন্ধন থাকতে হবে। হিসাব খুলতে প্রাথমিক জমা সর্বনিম্ন সঞ্চয়ী ৫০০, চলতি ১০০০ ও ডিপিএস প্রথম কিস্তি জমা দিতে হবে।

সোনালী ফিক্সড ডিপিএস-এই অফারে আপনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য আপনার টাকা জমা দিতে পারেন এবং আপনি একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত মুল্যে ফেরত পাবেন। এছাড়াও সোনালী ডাবল ডিপিএস সঞ্চয় স্কিম রয়েছে- এই অফারে আপনি আপনার টাকা জমা দিতে পারেন এবং আপনি জমা করা পরিমাণের সমান পরিমাণ টাকা আর একটি সমস্ত মুল্য বৃদ্ধি পেতে পারেন এবং সোনালী স্মার্ট ডিপিএস: এই অফারে আপনি প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ জমা দিতে পারেন এবং আপনি প্রতিমাসে সর্বনিম্ন ৫ বছর পর সম্পূর্ণ পরিমাণ টাকা ফেরত পাবেন।

সোনালী ব্যাংক একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংক / সোনালী ব্যাংকের ডিপিএস আপনার অর্থ নিরাপদ রাখবে

ডিপিএস খুলতে যে সকল কাগজপত্র লাগে- ডিপিএস খুলতে হিসাবধারীর দুই (২) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে। নমিনির এক (১) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি জমা দিতে হবে। উভয়ের ১ কপি করে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে।

Caption: Source of information

ডিপিএস ছাড়াও সোনালী ব্যাংক আর কি কি সেবা গ্রাহকদের দিয়ে থাকে চলুন দেখে নিই

  1. সঞ্চয়ী, চলতি, এসএনডি, স্কুল ব্যাংকিং (ছাত্রছাত্রীদের) হিসাব, মেয়াদী আমানত হিসাব (DPS) ও এফডিআর খোলা হয়।
  2. বিদেশ গমন ইচ্ছুকদের সরকারী ব্যাংকে হিসাব খোলার জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়।
  3. নগদ টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর সুবিধা রয়েছে।
  4. সোনালী ব্যাংকের যেকোন শাখা ও আউটলেটে খোলা ডিপিএস এর কিস্তি জমা নেওয়া হয় ।
  5. দ্রুত সময়ের মধ্যে চেকবই ও এটিএম কার্ড দেওয়া হয়।
  6. পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার সুবিধা রয়েছে।
  7. প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এর ২.৫% বোনাস সহ টাকা উত্তোলন করা যায়।
  8. অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখা ও আউটলেটের একাউন্টে টাকা পাঠানো যায়।
  9. পাসপোর্ট ফি, মূসক, শুল্ক ও আয়কর দেয়া যায়৷
  10. BEFTN ও RTGS এর মাধ্যমে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো যায় ৷
  11. বাংলাদেশ সরকারের প্রদান করা মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল প্রকার ভাতা উত্তোলন করা যায়।
  12. Sonali e-wallet এর মাধ্যমে সরকারি চাকুরীজীবি ও সকল শিক্ষকদের বেতন উত্তোলন করা যায়৷
  13. ঋণের কিস্তি গ্রহণ করা হয় এবং ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। (ঋণ প্রদান খুব শীগ্রই শুরু হবে।
  14. সঞ্চয় পত্র ক্রয় করা যায়।
  15. এছাড়াও সোনালী ব্যাংকের অনেক ধরনের সেবা দিয়ে থাকে।

ডিপিএস খোলার সময় কত টাকা জমা দিতে হবে?

প্রাথমিক জমার পরিমাণ- নূন্যতম ১০০০/- টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে। মাসের যে কোন সময় যে কোন পরিমাণ টাকা জমা করতে পারবেন। তবে ৬ (ছয়) মাসে নূন্যতম ৫০০.০০ টাকা জমা করতে হবে। অন্যথায় হিসাবটি বন্ধ হয়ে যাবে। ডিপিএস এ টাকা সময় মত জমা দেওয়া খুব একটি বড় ব্যাপার। বর্তমানে যদিও অ্যাপের মাধ্যমে ডিপিএস এর টাকা জমা দেওয়া যায়।

Sonali Bank DPS । ১০ বছর মেয়াদী সোনালী ব্যাংক ডিপিএস ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *