ঘরে বসে নগদে ইন্সুরেন্স কিস্তি পেমেন্ট ২০২৩ । Sonali Life Insurance-এর বিল পেমেন্টে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন

নগদেও ইন্সুরেন্স প্রিমিয়াম দেওয়া যায়– ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে পেমেন্টের ক্ষেত্রে এ ক্যাশব্যাক উপভোগ করা যাবে-ঘরে বসে নগদে ইন্সুরেন্স কিস্তি পেমেন্ট ২০২৩

নগদ মোবাইল ব্যাংকিং এ কি পলিসি ফি পরিশোধ করা যায়? – হ্যাঁ। ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে, অনেকেইতো লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে থাকেন। আর ইন্স্যুরেন্সের বিল পেমেন্টে আপনাদের বেশি লাভ দিতে, নগদ ও Sonali Life Insurance Ltd নিয়ে এসেছে দারুণ অফার। এখন নগদ একাউন্ট থেকে Sonali Life Insurance Ltd-এর প্রতি ন্যূনতম ২১,০০০/- টাকা বা তার বেশি ইন্স্যুরেন্স বিল দিলেই, পাচ্ছেন ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি কি? নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

১। প্রথমে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলতে হবে।

২। এরপর আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট এ লগ ইন করতে হবে।

৩। এবারে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ইন্সুরেন্স কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপ এর পেজ খুলতে হবে।

৪। একবার ওয়েবসাইট বা অ্যাপ খুললে আপনাকে আপনার পলিসি নাম্বার এবং প্রিমিয়াম পরিশোধের পরিমাণ প্রবেশ করতে হবে।

৫। এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং একটি ভ্যারিফিকেশন কোড প্রবেশ করতে হবে। ভ্যারিফিকেশন কোডটি আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে পাঠানো হবে।

৬। আপনার ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ সম্পন্ন হলে, আপনাকে একটি রশিদ ডাউনলোড করা সুযোগ দিবে। এটি আপনি চাইলে পরেও ডাউনলোড করতে পারবেন।

কোন ব্যক্তির হাতে নয়, সরাসরি প্রতিষ্ঠানে পৌছে যাবে আপনার টাকা / ঘরে বসে অনলাইনে পরিশোধে নির্দিষ্ট স্থানে পেমেন্ট পৌছে দিবে নগদ

নগদ ক্যাশব্যাক এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নগদ ঘোষণা করে যে, নগদ বা নগদ-এর কোনো প্রতিনিধি, কোনো সময়েই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না।  গ্রাহককে কোনো প্রকার লেনদেন করতে বলবে না

ঘরে বসে নগদে ইন্সুরেন্স কিস্তি পেমেন্ট ২০২৩ । Sonali Life Insurance-এর বিল পেমেন্টে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন

Caption: Source of information

ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধে ক্যাশব্যাক ২০২৩ । ক্যাশব্যাক পাওয়ার শর্তাবলী

  1. নগদ গ্রাহকগণ Sonali Life Insurance Ltd-এর প্রতি ন্যূনতম ২১,০০০/- টাকা বা তার বেশি ইন্স্যুরেন্স বিল নগদ একাউন্টের মাধ্যমে পেমেন্ট করলে ১০০ টাকা তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
  2. আপনি Sonali Life Insurance Ltd –এর ইন্স্যুরেন্স বিল নগদ একাউন্টের মাধ্যমে কিউআর পেমেন্ট, বিল পেমেন্ট অথবা অনলাইনের মাধ্যমে সরাসরি পেমেন্ট করলে এই ক্যাশব্যাকের যোগ্য হবেন
  3. আপনি এই ক্যাম্পেইনের শর্তগুলো পূরণ করে পুরো ক্যাম্পেইন চলাকালে একাধিকবার উক্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
  4. এই ক্যাম্পেইন ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ এবং ২০ মার্চ, ২০২৩ থেকে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে
  5. আপনি যদি এই ক্যাম্পেইনের সমস্ত শর্ত পূরণ করেন, তবেই আপনার নগদ একাউন্টে ক্যাশব্যাক পাবেন
  6. Sonali Life Insurance Ltd-এই ক্যাম্পেইনের অধীনে প্রদত্ত পণ্য বা পরিষেবার জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ। নগদ শুধুমাত্র ক্যাশব্যাক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে দায়বদ্ধ থাকবে

সকল নগদ ইউজার কি এ অফার পাবেন?

হ্যাঁ। পাবেন। ক্যাম্পেইনের আওতাধীন সমস্ত শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে ক্যাম্পেইনের সময়সীমা শেষ হওয়ার পর। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না।এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে নগদ-এর একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। নগদ এই শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *