আইসিবি ইউনিট ফান্ড মুনাফা । ইউনিট প্রতি ৩৪.৯০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে

আইসিবি ইউনিটে বিনিয়োগ সঞ্চয়পত্রের মতই নিরাপদ আপনি এখন স্টোক মার্কেট থেকেও আইসিবি ইউনিট ফান্ডে বিনিয়োগ করতে পারেন – আইসিবি ইউনিট ফান্ড মুনাফা

আইসিবি ইউনিটে কত টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে? –ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালনা বোর্ডের ৩০ জুলাই, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভায় আইসিবি ইউনিট ফান্ডের ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ১০০.০০ টাকা অভিহিত মূল্যের আইসিবি ইউনিট প্রতি ৩৪.৯০ টাকা হারে লভ্যাংশ অনুমোদিত হয় এবং আইসিবি ইউনিট সার্টিফিকেট এর পুনঃক্রয় মূল্য ২৭২.০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা ০১.০৮.২০২৩ তারিখ হতে কার্যকর হবে।

আইসিবি কি? দেশের অর্থনৈতিক নীতিমালায় দ্রুত কার্যকরী পরিবর্তনের প্রেক্ষাপটে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ১৯৭৬ সালের ১ অক্টোবর তারিখে “দি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অধ্যাদেশ, ১৯৭৬” (১৯৭৬ সালের ৪০ নং অধ্যাদেশ) বলে প্রতিষ্ঠিত হয়। দেশের দ্রুত শিল্পায়নে এবং সুসংহত ও সক্রিয় পুঁজিবাজার, বিশেষ করে সিকিউরিটিজ বাজার উন্নয়নে আইসিবির প্রতিষ্ঠা সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোম্পানিসমূহের মূলধন স্বল্পতা পূরণে আইসিবি প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে থাকে।

সঞ্চয় ও বিনিয়োগের হার বৃদ্ধি ও জাতীয় নীতিমালার আলোকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রয়াসে আইসিবি অবিচ্ছেদ্য এবং নির্ভরযোগ্য ভূমিকা রাখে। দি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সালের ২৪ নং আইন) বলে সাবসিডিয়ারি কোম্পানি গঠন ও পরিচালনার মাধ্যমে আইসিবির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কৌশল ও নীতিতে সংস্কার সাধিত হয়েছে। বর্তমানে কর্পোরেশন “ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪” অনুযায়ী পরিচালিত হয়।

আইসিবি ইউনিট ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ । সরকার সঞ্চয়পত্র ও আইসিবি ইউনিট বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ বা ঋণ গ্রহণ করে থাকে তাই এ অর্থ খোয়া যাওয়ার সুযোগ নেই।

গত বছর ৪২ টাকা এবং এ বছরও ৩৪.৯০ টাকা লভ্যাংশ ইউনিট প্রতি ঘোষনা করা হয়েছে।

Caption: icb unit fund profit announcement 20232-23

ইনভেস্টমেন্ট কর্পোরেশন ইন বাংলাদেশ । আইসিবি’র কার্যক্রম কি কি?

  1. প্লেসমেন্ট ও ইক্যুইটি পার্টিসিপেশনসহ সরাসরি শেয়ার ও ডিবেঞ্চার ক্রয় ও বিক্রয় করা হয়।
  2. মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের প্লেসমেন্ট-এ অংশগ্রহণ করে থাকে।
  3. এককভাবে এবং সিন্ডিকেট গঠনের মাধ্যমে লিজ অর্থায়ন করা হয়।
  4. বিনিয়োগ হিসাব ব্যবস্থাপনায় সহায়তা করা হয়।
  5. ইউনিট ফান্ড ব্যবস্থাপনা করা হয়।
  6. পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করে থাকে।
  7. আইসিবি ও এর সাবসিডিয়ারি কোম্পানি পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড সার্টিফিকেটের বিপরীতে অগ্রিম প্রদান করা হয়।
  8. ব্যাংক গ্যারান্টি প্রদান করা হয়।
  9. ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করা হয়।
  10. যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানির অর্থায়নে অংশগ্রহণ করা হয়।
  11. বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়।
  12. সরকারের পুঁজি প্রত্যাহার কার্যক্রমে অংশগ্রহণ করা হয়।
  13. বাজার চাহিদা উপযোগী নতুন ব্যবসা উদ্ভাবন কার্যক্রমে সাহায্য করা হয়।
  14. পুঁজিবাজার সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমে সহায়তা করা হয়।
  15. ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন করা হয়।
  16. মার্জার, এক্যুইজিশন এবং অ্যাসেট পুনর্গঠন কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়।
  17. ইক্যুইটি এন্ড অন্ট্রাপ্র্যানারশিপ ফান্ড (ইইএফ), অন্ট্রাপ্র্যানারশিপ সাপোর্ট ফান্ড (ইএসএফ) এবং সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত বিশেষ তহবিল ব্যবস্থাপনা করা হয়।
  18. হোল্ডিং কোম্পানি হিসেবে সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কার্যক্রম তত্ত্বাবধান করা হয়।
  19. রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার অফলোড প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে।

বার্ষিক বোনাস বা মুনাফা কেমন পাওয়া যায়?

মুনাফা মূলত আয়ের উপর নির্ভর করে থাকে তবে বোনাস শেয়ার ৫% প্রদান করা হয়েছে গত অর্থ বছরেও। নভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ২০২১-২০২২ অর্থ বছরের ঘোষিত ৫% বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ১৬.০১.২০২৩ তারিখে ক্রেডিট করা হয়েছে। এছাড়া আইসিবি ঘোষিত ৫% নগদ লভ্যাংশ এবং ফ্র্যাকশনাল শেয়ারের বিক্রয়লব্ধ অর্থ পরবর্তীতে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে আইসিবি’র শেয়ারহোল্ডারগণের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ক্রেডিট করা হবে এবং কাগজের শেয়ারহোল্ডারগণের লভ্যাংশপত্র (ডিভিডেন্ড ওয়ারেন্ট) ডাক বিভাগের রেজিস্টার এ/ডি-এর মাধ্যমে শেয়ারহোল্ডারগণের ঠিকানায় প্রেরণ করা হবে।

ICB তে বিনিয়োগ করার নিয়ম ২০২৩ । আইসিবি কিভাবে আয় করে থাকে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *