ভোক্তা ঋণের সুদের হার ২০২৩ । ব্যাংক ঋণ বা লোনের ইন্টারেস্ট শতাংশ কত বাড়িয়েছে?

ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ঋণ তদারকী বা সুপারভিশন চার্জ কাটা হয় ১৮৫০/- টাকা- অন্যদিকে ১% বাড়িয়ে ঋণের সুদের হার পুন:নির্ধারণ করা হয়েছে ১০% এ যা বিদ্যমান ঋণগ্রহীতাদের জন্য মূল্যস্ফিতি মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে – ব্যক্তিগত ঋণের সুদের হার ২০২৩

সুপারভিশন বা তদারকী চার্জ কি? ব্যাংক ভোক্তা ঋণ বা ব্যক্তিগত ঋণের উপর ঋণ তদারকীর জন্য ১% পর্যন্ত চার্জ করে থাকে। মোট ঋণের উপর ১% চার্জ করা হয় বাৎসরিকভাবেই এ চার্জ করা হয়। ঋণের ধরণ ও পরিমাণ ভেদে এটির পরিমাণ ভিন্ন হয়ে থাকে। তাইতো কারও ১৮৫০ টাকা আবার কারও ২১৩৭ টাকা কেটেছে।

ব্যাংকের রেগুলোর চার্জ কি কি?- হিসাব পরিচালন ফি ৬০০ টাকা (প্রতি ষাণ্মাষিকে ৩০০) ও এটিএমের ডেবিট কার্ড ফি ৫০০ থেকে ৬০০ টাকা। কেউ যদি হিসাবের জমার পরিমাণ জানতে চান বা কোথাও ব্যাংক সংক্রান্ত কাগজ জমা দিতে হয় তাহলে স্টেটমেন্ট প্রতি ২০০ থেকে ৫০০ টাকা চার্জ দিতে হয়। বর্তমানে সব ব্যাংকই অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে। অনলাইন লেনদেন করলে ৫০ থেকে ৫ হাজার টাকা, ডেবিট কার্ড শুরুতে চার্জ ৪৬০ টাকা এবং বার্ষিক চার্জ ৫০০ টাকা।

ব্যাক-টু-ব্যাক, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) এবং বিভিন্ন অনুদান তহবিল থেকে ঋণ নেয়ার ক্ষেত্রেও একই কমিশন দিতে হয় গ্রাহককে। তবে ডেফার্ড (বকেয়া) এলসির জন্য এ কমিশন আরও বেশি (শূন্য দশমিক ৫০ শতাংশ)। এলসির সময় এবং পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহককে গুনতে হয় অতিরিক্ত কমিশন। বিদেশি এলসি হলে প্রতিবারে ৭৫০ টাকা এবং লোকাল হলে দিতে হয় ৩০০ টাকা। অ্যাড কনফার্মেশন চার্জ শূন্য দশমিক ২০ শতাংশ।

ঋণভেদে ০.৫০% হতে ১% পর্যন্ত সুপারভিশন চার্জ কাটা হয় / তদারকী চার্জ একটি অতিরিক্ত চার্জ হিসেবে গন্য হবে

এছাড়া সুইফট চার্জ অব এলসি ট্রানজেকশনের মধ্যে রয়েছে- প্রি-অ্যাডভাইস বিদেশি এলসির জন্য কমপক্ষে এক হাজার এবং লোকাল এলসিতে ৫০০ টাকা কমিশন দিতে হয়। এসব ঋণ পরিচালনার জন্য আবার আলাদাভাবে কমিশন দিতে হয় গ্রাহককে।

ব্যক্তিগত ঋণের সুদের হার ২০২৩ । ব্যাংক ঋণ বা লোনের ইন্টারেস্ট শতাংশ কত বাড়িয়েছে?

Caption: The Best looking man in Bangladesh / Most Handsome Man in Bangladesh

ব্যাংক ঋণের বিভিন্ন ধরনের চার্জ । কি কি চার্জ ব্যাংকগুলো ঋণের উপর কেটে থাকে?

  1. প্রক্রিয়াকরণ ফিঃ এটি এমন একটি ফি যা ঋন আবেদন প্রক্রিয়াকরণে ব্যাংক কর্তৃক বহন করা প্রশাসনিক খরচ যা প্রতিটি ঋন আবেদন করার সময় আগে থেকে চার্জ করা হয়। সাধারণত হারগুলি মোট ঋণের পরিমানের ০.৫% থেকে ২% পর্যন্ত হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে এটি নির্দিষ্ট পরিমাণ হয়ে থাকে। সাধারণত বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারিখাতের ব্যাংকগুলোতে কম চার্জ নেয়।
  2. প্রি -পেমেন্ট জরিমানা: নির্ধারিত সময়সীমার আগে ব্যক্তিগত ঋন পরিশোধের জন্য এটি অতিরিক্ত অর্থদণ্ড করা হয়। পরিমাণটি সাধারণত সেদিনের হিসাবে বকেয়া পরিমাণের একটি ছোট শতাংশ। এটি একটি চলমান ঋন অ্যাকাউন্ট বন্ধ করার কারণে ব্যাংকের জন্য সুদ ভিত্তিক রাজস্বের ক্ষতির জন্য।
  3. লেট পেমেন্ট ফিঃ ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত অতিরিক্ত চার্জের মধ্যে এটি সবচেয়ে ক্ষতিকারক কারণ এটি সেই সময়ের জন্য খেলাপি পরিমানের জন্য প্রায় ৫% চার্জ করে থাকে।
  4. চেক বাউন্স চার্জঃ যখন ব্যক্তিগত ঋন পরিশোধের জন্য ঋনগ্রহীতার একটি চেক বাউন্স করে তখন ব্যাংকগুলো একটি নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত চার্জ করে। চেক অসম্মানের জন্য জরিমানা হিসেবে সাধারণত ২৫০-৫০০ টাকা চার্জ করা হয়।
  5. ডকুমেন্ট ভেরিফিকেশন চার্জঃ কিছু ব্যাংক ব্যক্তিগত ঋণের জন্য একটি অগ্রিম চার্জ করে যা তারা ঋন আবেদনের সময় আবেদনকারীর জমা দেওয়া নথির প্রশংসাপত্র যাচাইয়ের জন্য ব্যয় হিসাবে দেখায়।
  6. সুপারভিশন বা তদারকী চার্জঃ ব্যাংক ভোক্তা ঋণ বা ব্যক্তিগত ঋণের উপর ঋণ তদারকীর জন্য ১% পর্যন্ত চার্জ করে থাকে। মোট ঋণের উপর ১% চার্জ করা হয় বাৎসরিকভাবেই এ চার্জ করা হয়।
  7. বিবিধ চার্জ: ব্যাংকের উপরে তালিকাভুক্ত এই চার্জগুলি ছাড়াও অন্যান্য বিবিধ চার্জ যেমন একটি দ্বিতীয় বিবৃতি বা চুক্তির অনুলিপি বা ঋন অনুমোদনের চিঠির ফি বাবদ চার্জ করতে পারে। তবে এগুলো ঋন প্রতিনিধির সাথে কথা বলে পরিষ্কার করে নিতে অথবা থাকলে বাদ দেয়ার জন্য অনুরোধ করতে পারেন।

ব্যাংক ঋণ সুপারভিশন চার্জ কত?

গত ১ জুলাই থেকে ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার করিডোর চালু করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতি মাসে ঘোষিত ‘স্মার্ট’ এর সঙ্গে ব্যাংকগুলো ঋণ বা বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৩ শতাংশ মার্জিন যোগ করতে পারবে। কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত এবং ভোক্তা ঋণের আওতায় ব্যক্তিখাতে ও গাড়ি কেনার ঋণের বিপরীতে ব্যাংক আরও ১ শতাংশ সুপারভিশন চার্জ যোগ করতে পারবে। এছাড়া বছরে একবার ১ শতাংশ হারে সুপারভিশন চার্জ যোগ করতে পারবে ভোক্তা ঋণের বিপরীতে।

নতুন মুদ্রানীতি ঘোষণা ২০২৩ । এখন থেকে বাজার ভিত্তিক ঋণের সুদের হার কার্যকর থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *